Mixed MCQ

সাধারণ জ্ঞান MCQ – সেট ২২১

General Awareness MCQ - Set 221

সাধারণ জ্ঞান MCQ – সেট ২২১

বাংলা কুইজের পক্ষ থেকে দেওয়া রইলো আজকের ১০ টি বাছাই করা সাধারণ জ্ঞানের মাল্টিপল চয়েস প্রশ্ন ও উত্তরের (General Knowledge Questions and Answers ) সেট । এই ধরণের সাধারণ জ্ঞান প্রশ্নগুলির মান রাখা হয়েছে বর্তমানে PSC এর প্রশ্নের মান মাথায় রেখে । সাথে দেওয়া রইলো প্রতিটি প্রশ্নের সাথে বর্ণনা যা প্রশ্নগুলি বুঝতে আরো সাহায্য করবে ।

এরকম আরো সাধারণ জ্ঞান মাল্টিপল চয়েস পোস্ট পেতে হলে আমাদের ওয়েবসাইটিতে নিয়মিত ফলো করো ও আমাদের ফেসবুক পেজটিকে লাইক করো ।

General Knowledge Mock Test – বাংলায় দিতে চাইলে এখানে ক্লিক করো – Bangla Quiz Mock Tests  

সাধারণ জ্ঞান MCQ প্রশ্ন সেট :

৩৭০১. সূর্যের ভর সৌরজগতের মোট ভরের কত শতাংশ ?

(A) ৮৯.৯%
(B) ৯৯.৮%
(C) ৯৯.২%
(D) ৯৫.৪৬%

উত্তর :
(B) ৯৯.৮%

৩৭০২. পৌরসভার জলে কোন রাসায়নিক মেশানো থাকে ?

(A) ক্লোরিন
(B) পটাসিয়াম পারম্যাঙ্গনেট
(C) সোডিয়াম ক্লোরাইড
(D) সোডিয়াম কার্বোনেট

উত্তর :
(A) ক্লোরিন

পৌরসভার পানীয় জলে শৈবালের বৃদ্ধি বন্ধ করতে, জীবাণুনাশ করতে এবং মিশ্রিত লোহার পরিমান কম করতে ক্লোরিন মেশানো হয় ।


[ আরো দেখুনসাধারণ জ্ঞান MCQ – সেট ২২০

৩৭০৩. সুফি সাধক মইনুদ্দিন চিস্তির দরগাহ (সমাধি) কোন শহরে অবস্থিত?

(A) দিল্লি
(B) গাজিয়াবাদ
(C) আজমির
(D) গোয়ালিয়র

উত্তর :
(C) আজমির

আজমীর শরীফ দরগাহ, হযরত খাজা মইনুদ্দিন চিস্তির দরগাহ যা খাজা বাবার মাজার নামেও পরিচিত। এটি ভারতের রাজস্থানের আজমীর জেলায় অবস্থিত। খাজা মইনুদ্দিন চিশতী হলেন চিশতীয় ধারার ভারতীয় উপমহাদেশের সবচেয়ে বিখ্যাত সুফি সাধক। তিনি ১১৪১ সালে জন্মগ্রহণ করেন ও ১২৩৬ সালে মৃত্যুবরণ করেন। তিনি গরিবে নেওয়াজ নামেও পরিচিত।


৩৭০৪. গ্যালভানোমিটার ব্যবহৃত হয়

(A) আলোর দিক সনাক্ত করতে
(B) তড়িৎ প্রবাহের দিক সনাক্ত করতে
(C) চৌম্বকীয় আবেশের দিকটি সনাক্ত করতে
(D) শব্দের দিক সনাক্ত করতে 

উত্তর :
(B) তড়িৎ প্রবাহের দিক সনাক্ত করতে

একটি গ্যালভানোমিটার তড়িৎ প্রবাহের দিক সনাক্ত করতে ব্যবহৃত হয়। জোহান শোয়েগার ১৮২০ সালে এই ডিভাইসটি আবিষ্কার করেছিলেন।


৩৭০৫. উদ্ভিদবিদ্যার জনক হিসেবে কাকে বিবেচনা করা হয়?

(A) থিওফাস্টাস
(B) নিকোলাস কোপার্নিকাস
(C) অ্যারিস্টট্ল
(D) ল্যামার্ক 

উত্তর :
(A) থিওফাস্টাস

থিওফ্রাস্টাসকে উদ্ভিদবিদ্যার জনক হিসাবে বিবেচনা করা হয়।


[ আরো দেখুন : সাধারণ জ্ঞান MCQ – সেট ২১৯ ] 

৩৭০৬. বৃক্কের আবরণীকে বলা হয় 

(A) প্লিউরাল মেমব্রেন
(B) পেরিকার্ডিয়াম ঝিল্লি
(C) রেনাল ক্যাপসুল
(D) প্লুরা 

উত্তর :
(C) রেনাল ক্যাপসুল

৩৭০৭. সংসদের যৌথ অধিবেশন সম্পর্কিত আর্টিকেলটি হলো 

(A) ১০৫
(B) ১০৮
(C) ১১০
(D) ১১১

উত্তর :
(B) ১০৮


৩৭০৮. oligopoly -এর বৈশিষ্ট্য হলো 

(A) কয়েক জন বিক্রেতা, কয়েকজন ক্রেতা
(B) কয়েক জন বিক্রেতা, অনেক ক্রেতা
(C) কয়েক জন বিক্রেতা, একজন ক্রেতা
(D) অনেক বিক্রেতা, কয়েকজন ক্রেতা

উত্তর :
(B) কয়েক জন বিক্রেতা, অনেক ক্রেতা

oligopoly -এর ক্ষেত্রে অনেক ক্রেতা থাকলেও সমস্ত মার্কেটটি পরিচালনা করা কয়েকজন বড় বিক্রেতা ।


[ আরো দেখুন : প্রশ্নোত্তরে সাধারণ জ্ঞান ] 

৩৭০৯. ভারতের ওয়ার্ল্ড হেরিটেজ সাইট  “বম জেসাসের বেসিলিকা (Basilica of Bom Jesus ) “-তে কার সমাধি রয়েছে ?

(A) উইলিয়াম কেরি
(B) ফ্রান্সিস জাভিয়ার
(C) হাডসন টেইলর
(D) ডেভিড লিভিংস্টোন

উত্তর :
(B) ফ্রান্সিস জাভিয়ার

সেন্ট ফ্রান্সিস জাভিয়ার-এর  সমাধিটি গোয়ার বোম জেসাসের বাসিলিকা নামক চার্চটিতে রয়েছে ।  ১৯৮৬ সালে এই চার্চটিকে জাতিসংঘের ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করেছিল ।


৩৭১০. সিংহের বিজ্ঞানসম্মত নাম হলো 

(A) ক্যানিস লুপাস
(B) প্যান্থেরা  লিও
(C) অ্যাকিনোনিক্স জুব্যাটাস
(D) প্যান্থেরা টাইগ্রিস


[ আরো দেখুন : ৫০০+ সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর ( PDF ) – পার্ট ১ ]  

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

দেখে নাও
Close
Back to top button