QuizQuiz

বাংলা কুইজ – সেট ১৩০ – চুনী গোস্বামী স্পেশাল

চুনী গোস্বামী স্পেশাল কুইজ প্রশ্ন

চুনী গোস্বামী  সম্পর্কে ১০ টি জানা-অজানা তথ্য ।

১. চুনী গোস্বামীর আসল নাম কী?.

উত্তর :
সুবিমল গোস্বামী

২.চুনী গোস্বামী ভারতীয় জাতীয় দলের হয়ে আন্তর্জাতিক ক্ষেত্রে মোট কতগুলি গোল করেন?

উত্তর :
১৩ (৯ ফিফা অফিসিয়াল ম্যাচে, ৪ আনঅফিসিয়াল ম্যাচ)

[ আরো দেখুনবাংলা কুইজ – সেট ১২৯ –  ঋষি কাপুর স্পেশাল

৩. চুনী গোস্বামী কোন ক্লাবের হয়ে ফুটবল খেলতেন?

উত্তর :
মোহনবাগান

৪. চুনী গোস্বামী কোন বাংলা চলচ্চিত্রে অভিনয় করেছেন?(featured part )

উত্তর :
প্রথম প্রেম

৫. চুনী গোস্বামীর অধীনে বাংলা রঞ্জি দল রঞ্জি ট্রফি ফাইনাল খেলে,কোন সালে?

উত্তর :
১৯৭১-৭২

[ আরো দেখুনবাংলা কুইজ – সেট ১২৮ –  ইরফান খান স্পেশাল

৬. কোন ব্রিটিশ ক্লাব (প্রিমিয়াম লীগ) চুনী গোস্বামীকে তাদের ক্লাবের হয়ে খেলার জন্য প্রস্তাবনা দেয়? (যদিও তিনি তা প্রত্যাখ্যান করেন)

উত্তর :
টটেনহাম হটস্পার



৭. চুনী গোস্বামীর অধিনায়কত্বে ভারতীয় দল কোন এশিয়ান গেমসে স্বর্ণপদক জয় লাভ করে?

উত্তর :
১৯৬২ -ইন্দোনেশিয়া।

৮. চুনী গোস্বামীকে ক্রীড়া ক্ষেত্রে (sports) তার অবদানের জন্য কোন পদ্ম পুরষ্কারে পুরস্কৃত করা হয়?

উত্তর :
পদ্মশ্রী (১৯৮৩).

[ আরো দেখুনবাংলা কুইজ – সেট –  শচীন টেন্ডুলকার স্পেশাল 

৯. চুনী গোস্বামীকে কোন সালে কলকাতার শেরিফ  হিসাবে নিযুক্ত করা হয়েছিল?

উত্তর :
২০০৫.

১০. কলকাতা ফুটবল লীগে সর্বোচ্চ গোল স্কোরার কে এবং তিনি মোট কতগুলি গোল করেন?

উত্তর :
চুনী গোস্বামী,১৪৫.

To check our latest Posts - Click Here

Telegram

Mukesh Dhariwal

Active author of BanglaQuiz.in. Quiz and GK enthusiast , Quiz Master

Related Articles

Back to top button