ইরফান খান স্পেশাল কুইজ
জীবনযুদ্ধে হার মানলেন অভিনেতা ইরফান খান (৭ জানুয়ারি ১৯৬৭ – ২৯ এপ্রিল ২০২০), শোকস্তব্ধ গোটা বিশ্ব। বাংলা কুইজের পক্ষ থেকে এই মহান অভিনেতাকে উৎসর্গ করে দেওয়া রইলো ইরফান খান স্পেশাল কুইজ ।দেখে নাও ইরফান খান স্পেশাল কুইজ।
১. ইরফান খান কোন সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে সিনেমা জগতে প্রবেশ করেন?
[ আরো দেখুন : বাংলা কুইজ – সেট ১২১ – শচীন টেন্ডুলকার স্পেশাল ]
২.ইরফান খান কে কলা ক্ষেত্রে (Arts) তার অবদানের জন্য কোন পদ্ম পুরষ্কারে পুরস্কৃত করা হয় ?
৩.ইরফান খান অভিনীত শেষ মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র কোনটি?
[ আরো দেখুন : বাংলা কুইজ – সেট ১০৮ – সত্যজিৎ রায় স্পেশাল ]
৪. কোন সিনেমায় অনবদ্য অভিনয়ের জন্য ইরফান খান ভারতের সর্বোচ্চ চলচ্চিত্র পুরষ্কার অনুষ্ঠান “জাতীয় চলচ্চিত্র উৎসবে”(National Film Awards) – এ সর্বশ্রেষ্ঠ অভিনেতা বিভাগে পুরষ্কার অর্জন করেন?
৫.ইরফান খানের পুরো নাম কী?
৬.দূরদর্শনের দুনিয়ায় ইরফান খানের অভিষেক ঘটে কোন টেলিভিশন নাটকে অভিনয়ের মধ্য দিয়ে?
[ আরো দেখুন : বাংলা কুইজ – সেট ১০৮ – সত্যজিৎ রায় স্পেশাল ]
৭. চলচিত্র জগতে তার কাজের জন্য ইরফান খান মোট কত গুলি পুরষ্কারে সম্মানিত হন?
৮. অভিনেতা হিসাবে আত্মপ্রকশ করার পূর্বে ইরফান খান কী কাজ করতেন?
৯. ইরফান খান অভিনীত কোন চলচ্চিত্রটি কান চলচ্চিত্র উৎসবে ক্রিটিকস উইক ভিউয়ারস চয়েস পুরস্কার তথা গ্র্যান্ড রেল ডি’অর জিতে নেয়?
[ আরো দেখুন : বাংলা কুইজ – সেট ৮৭ – বিবেকানন্দ স্পেশাল ]
১০. কোন রোগে আক্রান্ত হওয়ার ফলে অভিনেতা ইরফান খানের জীবনাবসান ঘটে?
[ আরো দেখুন : শঙ্খ ঘোষ (১৯৩২-২০২১) ক্যুইজ প্রশ্ন, পুরস্কার, গ্রন্থ তালিকা ]
To check our latest Posts - Click Here