শচীন তেন্ডুলকর স্পেশাল কুইজ
আজ ২৪শে এপ্রিল, ক্রিকেটের ভগবান শচীন তেন্ডুলকর এর জন্মদিন । বাংলা কুইজের পক্ষ থেকে তাই আমাদের প্রিয় শচীন টেন্ডুলকারকে উৎসর্গ করে দেওয়া রইলো ছোট্ট একটি কুইজ সেট । দেখে নাও শচীন তেন্ডুলকর স্পেশাল কুইজ।
১. শচীন তেন্ডুলকরভারতের হয়ে একটি মাত্র আন্তর্জাতিক টি-২০ ম্যাচে অংশগ্রহণ করেন, তিনি ঐ ম্যাচে কত রান করেছিলেন?
[spoiler title=”উত্তর : “]১০ (প্রতিপক্ষ দল দক্ষিণ আফ্রিকা)[/spoiler]
২. কাউন্টি ক্রিকেটে শচীন টেন্ডুলকার কোন দলের হয়ে খেলতেন?
[spoiler title=”উত্তর : “]ইয়র্কশায়ার কাউন্টি ক্রিকেট ক্লাব[/spoiler]
[আরো দেখো : বাংলা কুইজ – সেট ১৪৩ – সৌরভ গাঙ্গুলি স্পেশাল ]
৩. শচীন তেন্ডুলকরতার আন্তর্জাতিক ক্রিকেট জীবনে ০-১০০ এর মধ্যে সমস্ত সংখ্যার রান করেছেন,কেবল দুটি বাদে,কোন দুটি সংখ্যা?
[spoiler title=”উত্তর : “]৫৮,৭৫[/spoiler]
৪. আন্তর্জাতিক ক্রিকেটে কোন বোলার শচীন টেন্ডুলকার কে সর্বাধিক বার আউট করেন?
[spoiler title=”উত্তর : “]ব্রেট লী। (১৪ বার)[/spoiler]
৫. শচীন টেন্ডুলকার ভারতের হয়ে শেষ আন্তর্জাতিক একদিবসীয় ম্যাচ খেলেন কোন দেশের বিরুদ্ধে?
[spoiler title=”উত্তর : “]পাকিস্তান। (১৮-০৩-২০১২)[/spoiler]
৬. টেস্ট ক্রিকেটে শচীন তেন্ডুলকরের নিজস্ব সর্বাধিক রান কত? (এক ইনিংসে)
[spoiler title=”উত্তর : “]২৪৮* (বনাম বাংলাদেশ)[/spoiler]
৭. শচীন টেন্ডুলকার ভারতের হয়ে তার আন্তর্জাতিক ক্রিকেট জীবন শুরুর আগে কোন দেশের হয়ে মাঠে ফিল্ডিং করেছিলেন?
[spoiler title=”উত্তর : “]পাকিস্তান।[/spoiler]
৮. একদিবসীয় আন্তর্জাতিক ক্রিকেটে শচীন টেন্ডুলকার কতগুলি অর্ধ – শত রান (৫০) করেছেন ?
[spoiler title=”উত্তর : “]৯৬.[/spoiler]
৯. শচীন টেন্ডুলকার আন্তর্জাতিক ক্রিকেটে কোন দেশের বিরুদ্ধে সর্বাধিক শত (১০০) রান করেছেন ?
[spoiler title=”উত্তর : “]অস্ট্রেলিয়া।[/spoiler]
১০. ক্রিকেট জীবনে (আন্তর্জাতিক) শচীন টেন্ডুলকার মোট কতবার মান অফ দা ম্যাচ পুরষ্কার পান?
[spoiler title=”উত্তর : “]৭৭.(৬৩ ODI,14 Test)[/spoiler]
আরো এরকম কিছু কুইজ সেট :
বাংলা কুইজ – সেট ১০৮ -সত্যজিৎ রায় স্পেশাল
বাংলা কুইজ – সেট ৯৩ – নেতাজি স্পেশাল
রোনাল্ডো স্পেশাল কুইজ Quiz on Cristiano Ronaldo
To check our latest Posts - Click Here
sachin pakistaner hoye maathe fielding kore6ilen? eta ki thik
Ha in 1987.
https://m.timesofindia.com/sports/new-zealand-in-india-2016/top-stories/Sachin-Tendulkar-made-international-debut-for-Pakistan/articleshow/45077221.cms