QuizQuiz

বাংলা কুইজ – সেট ১১৯

Bengali Quiz – Set 119

১. বিশ্বের সবচেয়ে লম্বা বাঁশের তৈরী দূর্গা মূর্তিটি কোন রাজ্যে রয়েছে ?

উত্তর :
আসাম ( তৈরী করেছেন একজন মুসলিম, নাম নুরুদ্দিন আহমেদ )

২. অঞ্জন দত্তের তিনটি গান – ক্যালসিয়াম, পুরোনো গিটার ও তুমি না থাকলে -তে কোন সংগীত শিল্পীর উল্লেখ রয়েছে ?

উত্তর :
কবির সুমন

৩. “টম এন্ড জেরি” প্রথমে অন্য নামে আত্মপ্রকাশ করেছিল । জেরির নাম ছিল জিঙ্কস । টমের নাম কি ছিল ?

উত্তর :
জ্যাসপার

৪. “ডাকের সাজ” কথাটি বলা হয় কারণ ডাকে করে রুপোর রাংতা বিদেশ থেকে আমদানি করা হত । কোন দেশ থেকে মূলত এগুলো আসতো ?

উত্তর :
জার্মানি

৫. কোয়ারান্টাইনে থাকার সময় উইলিয়াম শেক্সপিয়ার একটি নাটক রচনা করেন সেটির নাম কি?

উত্তর :
কিং লিয়ার

৬. আজ ১৬ই এপ্রিল, ২০২০ কোন বিখ্যাত ভারতীয় প্রতিষ্ঠানের ১৬৭তম জন্মদিন ?

উত্তর :
ভারতীয় রেলওয়ে

৭. ইতালির পতাকাটি কে ডিজাইন করেন ?

উত্তর :
নেপোলিয়ন বোনাপার্ট


৮. মৌমাছির চোখের সংখ্যা কটি ?

উত্তর :
৫ টি ( ২টি যৌগিক ও ৩টি সরল )

৯. ২০১১ সালের জুরিখে সেরিব্রাল পালসিতে আক্রান্ত হন অভিষেক । মস্তিস্ক কাজ না করলেও এক বিখ্যাত গায়কের গানে তিনি সাড়া দেন । কোন গায়ক ?

উত্তর :
কুমার সানু ( কুছ না কহো গানটি )

১০. সম্প্রতি প্রয়াত কোন বিখ্যাত ফুটবল প্লেয়ারকে তাঁর অসামান্য রিফ্লেক্সের জন্য ‘দ্য ক্যাট’ নামেও অভিহিত করা হতো ?

উত্তর :
পিটার বোনেটি

আরো দেখুন : 

বাংলা কুইজ – সেট ১১৮

বাংলা কুইজ – সেট ১১৭

বাংলা কুইজ – সেট ১১৬

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button