
Bengali Quiz – Set 111 – Indian Constitution Special
১. পৃথিবীর বৃহত্তম লিখিত সংবিধান কোন দেশের ?
ভারত
২. ভারতীয় সংবিধানের জনক কাকে বলা হয় ?
ড: বি আর আম্বেদকর
৩. ভারতীয় সংবিধান কার হাতে লেখা?
প্রেম বিহারী নারায়ণ রায়জাদা
৪. ভারতের সংবিধানটি কোন কোন ভাষায় লেখা হয়েছিল ?
ইংরেজি ও হিন্দি
৫. ভারতীয় মূল সংবিধানে কতগুলি শব্দ ছিল ?
১ লক্ষ ১৭ হাজার ৩৬৯টি
৬. সংবিধান চিত্রিত করার দায়িত্ব দেওয়া হয়েছিল বাংলার কোন প্রতিষ্ঠানকে ?
শান্তিনিকেতন
৭. মূল সংবিধানের পাতাগুলিতে কাদের হাতে আঁকা ছবি রয়েছে ?
নন্দলাল বসু ও রামমনোহর সিংহ
৮. হাতে লেখা মূল সংবিধানটি যাতে নষ্ট না হয়ে যায় সে জন্য একটি বিশেষ আধার বা পাত্রে সেটিকে রাখা হয়েছে। পাত্রটি কোন গ্যাসে পূর্ণ ?
হিলিয়াম
৯. মূল সংবিধানটি তৈরী করতে কত সময় লেগেছিলো ?
২ বছর ১১ মাস ১৮ দিন ( মতান্তরে ২ বছর ১১ মাস ১৭ দিন )
১০. সংবিধান কার্যকর হওয়ার তিন বছর পরে ১৯৫৩ সালের ২ সেপ্টেম্বর কে সংবিধান পুড়িয়ে ফেলতে চেয়েছিলেন?
ভীমরাও আম্বেদকর
১১. সংবিধান রচনাকারী গণপরিষদের চিহ্ন কি ছিল ?
হাতি
১২. ভারতীয় সংবিধান গৃহীত হয়েছিল কবে ?
২৬শে নভেম্বর, ১৯৪৯ সালে
১৩. সংবিধান রচনা করতে মোট কত খরচ হয়েছিল ?
৬৪ লক্ষ ভারতীয় মুদ্রা
১৪. গণপরিষদের একমাত্র দলিত মহিলা কে ছিলেন?
দাক্ষ্যায়নি ভেলায়ুধন
১৫. গণপরিষদের প্রবীণতম সদস্য কে ছিলেন ?
ড: সচ্চিদানন্দ সিনহা
১৬. ২৬শে নভেম্বরকে ভারতীয় সংবিধান দিবস হিসেবে কে ঘোষনা করেন ?
নরেন্দ্র মোদী ( ২০১৫ সালে )
১৭. ভারতীয় সংবিধানের প্রস্তাবনা ( Preamble ) – এর পাতাটি কে ডিজাইন করেছিলেন ?
রামমনোহর সিংহ
১৮. ভারতীয় সংবিধানটি কবে স্বাক্ষরিত হয়েছিল ?
২৪শে জানুয়ারি , ১৯৫০
১৯. মূল সংবিধানে কতগুলি আর্টিকেল ছিল ?
৩৯৫
২০. ১৯৫০ সালে ২৬শে জানুয়ারী – এই দিন থেকে সংবিধান কার্যকরী কেন করা হয়েছিল ?
২৬শে জানুয়ারি ১৯৩০ সালের পূর্ণ স্বরাজ ঘোষণা করা হয়েছিল এবং এইদিনটিকে কংগ্রেস স্বাধীনতা দিবস হিসেবে ঘোষণা করেছিল
আরো দেখুন :