ভূগোল MCQ – সেট ৫০
Geography MCQ – Set 50
BanglaQuiz Question ID : 1910
১. ভারতের কোন রাজ্যের তটরেখা দীর্ঘতম ?
(A) পাঞ্জাব
(B) বিহার
(C) গুজরাট
(D) মধ্য প্রদেশ
BanglaQuiz Question ID : 1913
২. ভারতের বৃহত্তম কয়লাখনি হল
(A) তালচের
(B) ঝরিয়া
(C) নেভেলি
(D) রানিগঞ্জ
BanglaQuiz Question ID : 1930
৩. বিশ্বে কোন দেশ সবথেকে বেশি পরিমানে ইউরেনিয়াম উৎপন্ন করে ?
(A) কানাডা
(B) আমেরিকা
(C) ভারত
(D) কাজাখস্তান
BanglaQuiz Question ID : 1931
৪. “Gulf Stream” বলতে কি বোঝানো হয় ?
(A) একটি উষ্ণ মহাসাগর স্রোত
(B) মজবুত বায়ুপ্রবাহ
(C) একটি খাঁড়িতে যুক্ত হওয়া একাধিক সমুদ্র স্রোত
(D) সমুদ্র বায়ু
BanglaQuiz Question ID : 1932
৫. ব্ল্যাক ফরেস্ট কোথায় দেখা যায় ?
(A) ফ্রান্স
(B) জার্মানী
(C) চেকোস্লোভাকিয়া
(D) রোমানিয়া
BanglaQuiz Question ID : 1942
৬. কালাহারি মরুভুমিটি কোন দেশে অবস্থিত ?
(A) মেক্সিকো
(B) পাকিস্তান
(C) কেনিয়া
(D) বোত্সওয়ানা
BanglaQuiz Question ID : 1946
৭. সিজিগী কি ?
(A) পৃথিবী, সূর্য ও চাঁদের সরলরৈখিক অবস্থান
(B) পৃথিবীর, চাঁদ ও সূর্যের মধ্যে অবস্থান
(C) পৃথিবী, চাঁদ ও সূর্যের একিদিনের অবস্থান
(D) পৃথিবী, সূর্য ও চাঁদের সমকৌণিক অবস্থান
BanglaQuiz Question ID : 1947
৮. ভেদ্দা কোন দেশের উপজাতি ?
(A) মালদ্বীপ
(B) মায়ানমার
(C) শ্রীলংকা
(D) বাংলাদেশ
BanglaQuiz Question ID : 1952
৯. গঙ্গা সমভূমির নবীন পলিগঠিত মাটিকে কি বলে ?
(A) ভাবর
(B) ভুর
(C) খাদার
(D) ভাঙ্গর
BanglaQuiz Question ID : 1953
১০. উৎস অঞ্চলে ব্রহ্মপুত্র যে নাম পরিচিত
(A) মানস
(B) সাংপো
(C) যমুনা
(D) সুবর্ণসিরি
আরো দেখুন :
ভূগোল MCQ – সেট ৪৯
ভূগোল MCQ – সেট ৪৮
ভূগোল MCQ – সেট ৪৭
To check our latest Posts - Click Here
sir please ki6u daily quiz Koran option wise
Ok