Daily Current Affairs in BengaliCurrent Affairs

10th April Current Affairs Quiz 2023 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bangla

10th April Current Affairs Quiz 2023 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

দেওয়া রইলো ১০ই এপ্রিল – ২০২৩ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 10th April Current Affairs Quiz 2023 ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই  সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।

সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here 

দেখে নাও : 7-96th April Current Affairs Quiz 2023 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bengali


১. নিম্নোক্তদের মধ্যে কে সম্প্রতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (IPL) দ্রুততম ৬০০০ রানের লক্ষ অর্জন করেছেন?

(A) ক্রিস গেইল
(B) রোহিত শর্মা
(C) শিখর ধাওয়ান
(D) ডেভিড ওয়ার্নার

উত্তর
(D) ডেভিড ওয়ার্নার

  • দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক ডেভিড ওয়ার্নার ৮ই এপ্রিল ২০২৩-এ গুয়াহাটির বারসাপারা স্টেডিয়ামে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে একটি ম্যাচ চলাকালীন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (IPL) ৬০০০ রান অর্জনকারী দ্রুততম ব্যাটসম্যান হয়ে উঠেছেন।
  • বিরাট কোহলি ও শিখর ধাওয়ানের পর ডেভিড ওয়ার্নার এখন তৃতীয় ব্যাটার যিনি ৬০০০ রান করেছেন।

২. ফ্রান্সে অরলিন্স মাস্টার্স ২০২৩-এর ফাইনালে ডেনমার্কের ম্যাগনাস জোহানেসেনকে হারিয়ে নিচের মধ্যে কে তার প্রথম সফরের শিরোপা জিতেছে?

(A) HS প্রণয়
(B) সমীর ভার্মা
(C) প্রিয়াংশু রাজাওয়াত
(D) মিঠুন মঞ্জুনাথ

উত্তর
(C) প্রিয়াংশু রাজাওয়াত

  • ভারতীয় পুরুষ একক ব্যাডমিন্টন খেলোয়াড় প্রিয়াংশু রাজাওয়াত ৯ই এপ্রিল ২০২৩ এ ফ্রান্সে অরলিন্স মাস্টার্স ২০২৩-এর ফাইনালে ডেনমার্কের ম্যাগনাস জোহানেসেনকে হারিয়ে তার প্রথম সফরের শিরোপা জিতে নিয়েছেন।

৩. রিমোট সেন্সিং অ্যাপ্লিকেশন সক্ষম করতে নিচের কোন দেশ ন্যানো স্যাটেলাইট SAT-2 6U উৎক্ষেপণ করবে?

(A) সংযুক্ত আরব আমিরাত
(B) চীন
(C) রাশিয়া
(D) ইজরায়েল

উত্তর
(A) সংযুক্ত আরব আমিরাত

  • ক্যালিফোর্নিয়ার ভ্যানডেনবার্গ এয়ার ফোর্স বেস থেকে স্পেসএক্স ফ্যালকন 9 রকেটের মাধ্যমে SAT-2 6U ন্যানো স্যাটেলাইটটি উৎক্ষেপণ করা হবে।
  • এই নতুন স্যাটেলাইটে একটি উচ্চ-রেজোলিউশন ক্যামেরা রয়েছে যা পৃথিবী পর্যবেক্ষণ মিশনের জন্য ব্যবহার করা হবে।

৪. নাৎসিদের নুরেমবার্গ ট্রায়ালের সর্বশেষ জীবিত প্রসিকিউটর সম্প্রতি প্রয়াত হলেন,তাঁর নাম কি?

(A) বেন ফেরেনজ
(B) ওয়াল্টার ব্লুম
(C) রুডলফ ব্যাটজ
(D) ওয়ার্নার সেরা

উত্তর
(A) বেন ফেরেনজ

  • আমেরিকান আইনজীবী বেন ফেরেনজ ১০৩ বছর বয়সী ছিলেন।
  • নাৎসি শ্রম এবং বন্দী শিবিরে সংঘটিত নৃশংসতার নথিভুক্ত করা প্রথম বাইরের সাক্ষীদের মধ্যে তিনি একজন ছিলেন।

৫. ওয়ার্ল্ড ভ্যাকসিন কংগ্রেস ২০২৩-এ ভ্যাকসিন ইন্ডাস্ট্রি এক্সিলেন্স (ViE) পুরস্কারের অংশ হিসেবে নিচের কোনটি ‘সেরা উৎপাদন/প্রক্রিয়া উন্নয়ন’ পুরস্কার জিতেছে?

(A) সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া
(B) ডঃ রেড্ডি’স ল্যাবরেটরিজ
(C) ক্যাডিলা হেলথ কেয়ার
(D) ভারত বায়োটেক

উত্তর
(D) ভারত বায়োটেক

  • ওয়ার্ল্ড ভ্যাকসিন কংগ্রেস ৩-৬ই এপ্রিল, ২০২৩ এর মধ্যে ওয়াশিংটন, মার্কিন যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হয়েছিল।
  • হায়দ্রাবাদ-ভিত্তিক ভারত বায়োটেক ছিল বিভিন্ন বিভাগে VIE পুরস্কারের তালিকায় একমাত্র ভারতীয় কোম্পানি।
  • ভারত বায়োটেক হল বিশ্বের প্রথম ইন্ট্রানাসাল কোভিড-19 ভ্যাকসিন, iNcovacc উৎপাদনকারী।

৬. পরিসংখ্যানে ২০২৩ সালের আন্তর্জাতিক পুরস্কার কে পাবেন?

(A) বীরবল্লী এস. ভারদারাজন
(B) শ্রীনিবাস বরাধন
(C) কল্যামপুদি রাধাকৃষ্ণ রাও
(D) রণজিৎ চক্রবর্তী

উত্তর
(C) কল্যামপুদি রাধাকৃষ্ণ রাও

  • তিনি একজন বিশিষ্ট ভারতীয়-আমেরিকান গণিতবিদ এবং পরিসংখ্যানবিদ।
  • কানাডায় ২০২৩ সালের জুলাই মাসে তিনি পুরস্কারটি পাবেন, যাতে ৮০,০০০ ডলারের পুরস্কার রয়েছে।

৭. ২০২৩ সালের সর্বশেষ বাঘ শুমারির অনুমান অনুসারে ভারতে কতগুলি বাঘ রয়েছে?

(A) ২,২২৬
(B) ৩,১৬৭
(C) ৩,০৯৮
(D) ২,৯৬৭

উত্তর
(B) ৩,১৬৭

  • ২০১৮ সালে ২,৯৬৭টি বাঘ রেকর্ড করা হয়েছিল এবং ২০১৪ সালে ২,২২৬টি বাঘ রেকর্ড করা হয়েছিল।
  • শিবালিক পাহাড় এবং গাঙ্গেয় প্লাবন সমভূমিতে বাঘের সংখ্যা সবচেয়ে বেশি বেড়েছে।
  • আন্তর্জাতিক বিগ ক্যাট অ্যালায়েন্স সম্মেলনের পাশাপাশি প্রজেক্ট টাইগারের ৫০ তম বার্ষিকী উপলক্ষে একটি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মাইসুরুতে বাঘের জনসংখ্যা প্রকাশ করেছেন।

৮. কোন রাজ্য সম্প্রতি মহাত্মা জ্যোতিবা ফুলের জন্মবার্ষিকীতে সরকারি ছুটি ঘোষণা করেছে?

(A) হিমাচল প্রদেশ
(B) রাজস্থান
(C) আসাম
(D) হরিয়ানা

উত্তর
(B) রাজস্থান

  • রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট সম্প্রতি সমাজ সংস্কারক মহাত্মা জ্যোতিবা ফুলের জন্মবার্ষিকীকে সরকারি ছুটি ঘোষণা করেছেন।
  • প্রতি বছর ১১ই এপ্রিল মহাত্মা জ্যোতিবা ফুলের জন্মবার্ষিকী পালিত হয়।
  • জ্যোতিবা গোবিন্দরাও ফুলে ছিলেন একজন ভারতীয় সমাজকর্মী যিনি ১১ই এপ্রিল ১৮২৭ সালে জন্মগ্রহণ করেন এবং ২৮শে নভেম্বর ১৮৯০ সালে প্রয়াত হন।

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button