ভূগোল MCQ – সেট ৪৯
Geography MCQ – Set 49
BanglaQuiz Question ID : 1710
১. ধনেখালি কিসের জন্য বিখ্যাত ?
(A) তাঁত শিল্প
(B) কাগজ শিল্প
(C) ইস্পাত কারখানা
(D) অস্ত্র নির্মাণ কারখানা
BanglaQuiz Question ID : 1711
২. পৃথিবীর সর্বাধিক তুলা উৎপাদনকারী দেশ কোনটি ?
(A) ভারত
(B) চীন
(C) কানাডা
(D) রাশিয়া
BanglaQuiz Question ID : 1717
৩. ভূমধ্যসাগর এবং লোহিত সাগরকে যুক্ত করেছে কোন খাল ?
(A) বেরিং খাল
(B) গ্যান্ড খাল
(C) পানামা খাল
(D) সুয়েজ খাল
সুয়েজ খাল মিশরের সিনাই উপদ্বীপের পশ্চিমে অবস্থিত একটি কৃত্তিম সামুদ্রিক খাল। এটি ভূমধ্যসাগরকে লোহিত সাগরের সাথে যুক্ত করেছে। দশ বছর ধরে খননের পর পথটি ১৮৬৯ খ্রিস্টাব্দে সর্বসাধারণের জন্য খুলে দেয়া হয়।
BanglaQuiz Question ID : 1786
৪. অলকানন্দা নদীর তীরে কোন শহরটি অবস্থিত ?
(A) বদ্রীনাথ
(B) অযোধ্যা
(C) এলাহাবাদ
(D) লখনৌ
BanglaQuiz Question ID : 1787
৫. অক্সিজেনের পরে ভূপৃষ্ঠে সবথেকে বেশি পরিমানে প্রাপ্ত মৌল কোনটি ?
(A) সিলিকন
(B) কার্বন
(C) সোডিয়াম
(D) ক্লোরিন
BanglaQuiz Question ID : 1841
৬. উত্তর ভারতের ম্যানচেস্টার বলা হয়
(A) মুম্বাইকে
(B) আহমেদাবাদকে
(C) কানপুরকে
(D) লখনৌকে
BanglaQuiz Question ID : 1842
৭. “ভারতের জীবনরেখা” বলা হয় কোন পরিবহন ব্যবস্থাকে ?
(A) রেলপথ
(B) জলপথ
(C) স্থলপথ
(D) সড়কপথ
BanglaQuiz Question ID : 1843
৮. কাবেরী নদীর ডানতীরের উপনদী হলো
(A) সীমসা
(B) অমরাবতী
(C) ঘাটপ্রভা
(D) হেমাবতী
BanglaQuiz Question ID : 1881
৯. মেরুপ্রভা (Aurora Australis ) কোন অঞ্চলে দেখা যায় ?
(A) নিরক্ষীয় অঞ্চলে
(B) সুমেরু অঞ্চলে
(C) কুমেরু অঞ্চলে
(D) ক্রান্তীয় অঞ্চলে
BanglaQuiz Question ID : 1885
১০. কোন গ্রহের ১৪ টি উপগ্রহ আছে ?
(A) বৃহস্পতি
(B) নেপচুন
(C) ইউরেনাস
(D) শনি
আরো দেখুন :
ভূগোল MCQ – সেট ৪৮
ভূগোল MCQ – সেট ৪৭
ভূগোল MCQ – সেট ৪৬
To check our latest Posts - Click Here