Bengali Quiz – Set 95
১. আন্তর্জাতিক “Ask a Question Day” কোন দিনটিতে পালন করা হয় ?
২. ভারতের প্রথম নির্বাচন কমিশনার হলেন সুকুমার সেন। তিনি আর কোন দেশের নির্বাচন কমিশনার হিসেবে কাজ করেছেন ?
৩. প্রথম টেলিভশন বিজ্ঞাপন কোন পণ্যের জন্য করা হয়েছিল ?
৪. ব্যাঙ্কে একাউন্ট করতে এখন KYC ব্যাধ্যতামূলক। KYC কথাটির পুরো অর্থ হলো
৫. গ্রীনপিস ইন্ডিয়ার রিপোর্ট (২০২০) অনুযায়ী ভারতের দূষিততম শহরটি হলো
৬. ২৮শে ডিসেম্বর স্পেন, ল্যাটিন আমেরিকাতে “Día de los Santos Inocentes” দিবস পালন করা হয়। আমরা কবে কি হিসেবে ওই দিনটি পালন করে থাকি ?
৭. কম্পিউটারের জগতে সিলভার সার্ফার (Silver Surfer ) কাদের বলা হয় ?
৮. টুইটারের লোগোতে যে পাখিটির ছবি থাকে সেই পাখিটির নাম কি ?
৯. অক্সিজেন ছাড়া বাঁচতে পারে এমন প্রথম আবিষ্কৃত বহুকোষী প্রাণী কোনটি ?
১০. আমেরিকার সমস্ত অসামরিক উড়োজাহাজের রেজিস্ট্রেশন নম্বর কোন অ্যালফাবেট দিয়ে শুরু হয় ?
আরো দেখুন :
বাংলা কুইজ – সেট ৯৪ – খেলাধুলা
বাংলা কুইজ – সেট ৯৩ – নেতাজি স্পেশাল
বাংলা কুইজ – সেট ৯১
To check our latest Posts - Click Here