QuizQuiz

বাংলা কুইজ – সেট ৯৫

Bengali Quiz – Set 95

১. আন্তর্জাতিক “Ask a Question Day” কোন দিনটিতে পালন করা হয় ?

উত্তর :
১৪ই মার্চ

২. ভারতের প্রথম নির্বাচন কমিশনার হলেন সুকুমার সেন। তিনি আর কোন দেশের নির্বাচন কমিশনার হিসেবে কাজ করেছেন ?

উত্তর :
সুদান

৩. প্রথম টেলিভশন বিজ্ঞাপন কোন পণ্যের জন্য করা হয়েছিল ?

উত্তর :
ঘড়ি

৪. ব্যাঙ্কে একাউন্ট করতে এখন KYC ব্যাধ্যতামূলক। KYC কথাটির পুরো অর্থ হলো

উত্তর :
Know your customer

৫. গ্রীনপিস ইন্ডিয়ার রিপোর্ট (২০২০) অনুযায়ী ভারতের দূষিততম শহরটি হলো

উত্তর :
ঝাড়খণ্ডের ঝরিয়া

৬. ২৮শে ডিসেম্বর স্পেন, ল্যাটিন আমেরিকাতে “Día de los Santos Inocentes” দিবস পালন করা হয়। আমরা কবে কি হিসেবে ওই দিনটি পালন করে থাকি ?

উত্তর :
১লা এপ্রিল, April Fool’s

৭. কম্পিউটারের জগতে সিলভার সার্ফার (Silver Surfer ) কাদের বলা হয় ?

উত্তর :
৫০ উর্দ্ধ যে সকল ব্যক্তি রেগুলার ইন্টারনেট ব্যবহার করে থাকেন

৮. টুইটারের লোগোতে যে পাখিটির ছবি থাকে সেই পাখিটির নাম কি ?

উত্তর :
ল্যারি

৯. অক্সিজেন ছাড়া বাঁচতে পারে এমন প্রথম আবিষ্কৃত বহুকোষী প্রাণী কোনটি ?

উত্তর :
Henneguya salminicola

১০. আমেরিকার সমস্ত অসামরিক উড়োজাহাজের রেজিস্ট্রেশন নম্বর কোন অ্যালফাবেট দিয়ে শুরু হয় ?

উত্তর :
“N”

আরো দেখুন :

বাংলা কুইজ – সেট ৯৪ – খেলাধুলা

বাংলা কুইজ – সেট ৯৩ – নেতাজি স্পেশাল

বাংলা কুইজ – সেট ৯১

To check our latest Posts - Click Here

Telegram

Mukesh Dhariwal

Active author of BanglaQuiz.in. Quiz and GK enthusiast , Quiz Master

Related Articles

দেখে নাও
Close
Back to top button