Daily Current Affairs in BengaliCurrent Affairs

5th April Current Affairs Quiz 2023 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bangla

5th April Current Affairs Quiz 2023 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

দেওয়া রইলো ৫ই এপ্রিল – ২০২৩ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 5th April Current Affairs Quiz 2023 ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই  সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।

সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here 

দেখে নাও : 4th April Current Affairs Quiz 2023 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bengali


১. নিম্নোক্ত কোন সংস্থা সম্প্রতি রেকর্ড ২০০ সেকেন্ডের জন্য একটি 3D-প্রিন্টেড ক্রায়োজেনিক ইঞ্জিন সফলভাবে পরীক্ষা করেছে?

(A) Aviotrix Aerospace
(B) EADS India Ltd
(C) Skyroot Aerospace
(D) Thermovac Aerospace

উত্তর
(C) Skyroot Aerospace

  • দেশীয়ভাবে তৈরি মোবাইল ক্রায়োজেনিক ইঞ্জিন টেস্ট প্যাড ব্যবহার করে মহারাষ্ট্রের নাগপুরে একটি প্রপালশন টেস্ট সুবিধায় ‘ধাওয়ান-2’-এর পরীক্ষা করা হয়েছে।
  • Skyroot-এর প্রথম ব্যক্তিগতভাবে তৈরি সম্পূর্ণ-ক্রায়োজেনিক রকেট ইঞ্জিন, ধাওয়ান-1 সফলভাবে ২০২১ সালের নভেম্বরে পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছিল।
  • এই ইঞ্জিন সিরিজের নামকরণ করা হয়েছে ডক্টর সতীশ ধাওয়ানের সম্মানে।

২. প্রতি বছর কোন দিনটিতে ভারতে জাতীয় সমুদ্র দিবস পালিত হয়?

(A) ৬ই এপ্রিল
(B) ৭ই এপ্রিল
(C) ৮ই এপ্রিল
(D) ৫ই এপ্রিল

উত্তর
(D) ৫ই এপ্রিল

  • জাতীয় সমুদ্র দিবসের প্রথম ইভেন্ট বা উদ্বোধনী অনুষ্ঠানটি ১৯৬৪ সালে অর্থনীতি এবং বিশ্ব বাণিজ্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পালিত হয়েছিল।
  • উদযাপনের উদ্দেশ্য আমাদের সামুদ্রিক অঞ্চলের সুরক্ষা এবং প্রতিরক্ষার প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতনতা ছড়ানো।
  • দিনটি বোম্বে থেকে লন্ডন পর্যন্ত ভারতের প্রথম বাণিজ্যিক জাহাজের প্রথম যাত্রাকে চিহ্নিত করে।

৩. কোন রাজ্য ৫ই এপ্রিল ২০২৩ এ B20 সম্মেলনের আয়োজন করলো?

(A) নাগাল্যান্ড
(B) আসাম
(C) মেঘালয়
(D) মণিপুর

উত্তর
(A) নাগাল্যান্ড

  • B20 সম্মেলনের থিম হল কৃষি এবং খাদ্য প্রক্রিয়াকরণ, পর্যটন এবং IT তে বহুপাক্ষিক ব্যবসায়িক অংশীদারিত্বের সুযোগ।
  • কিউবা, আইসল্যান্ড, জ্যামাইকা, প্যারাগুয়ের পাঁচজন রাষ্ট্রদূত, এস্তোনিয়ার একজন ডেপুটি হেড অব মিশন এবং কোস্টারির দুই কাউন্সিল জেনারেল সহ ২৭টি দেশের প্রায় ৬০ জন প্রতিনিধি B20 সভায় অংশ নিয়েছেন।

৪. কোন শহর তার রাস্তায় ইলেকট্রিক-স্কুটার নিষিদ্ধ করলো?

(A) রোম
(B) প্যারিস
(C) মাদ্রিদ
(D) লন্ডন

উত্তর
(B) প্যারিস

  • গত কয়েক বছরে ই-স্কুটার জড়িত দুর্ঘটনার সংখ্যা ক্রমাগত বৃদ্ধি পাওয়ায় এই বিষয়ে কয়েক মাস ধরে তীব্র বিতর্কের পর এই নিষেধাজ্ঞা আসে।
  • এর কারণ হচ্ছে মানুষ বেপরোয়াভাবে ব্যাটারি চালিত যানবাহন চালাচ্ছে, ট্রাফিক নিয়ম অমান্য করে মারাত্মক দুর্ঘটনা ঘটাচ্ছে।
  • মোট ৮৯ শতাংশ ভোটার প্রস্তাবিত নিষেধাজ্ঞার পক্ষে রয়েছে।

৫. ইন্ডিয়া জাস্টিস রিপোর্ট ২০২২ অনুসারে, সঠিক বিচার প্রদানের ক্ষেত্রে ১৮টি বড় রাজ্যের মধ্যে কোন রাজ্য শীর্ষে রয়েছে?

(A) তেলেঙ্গানা
(B) কর্ণাটক
(C) কেরালা
(D) তামিলনাড়ু

উত্তর
(B) কর্ণাটক

  • তামিলনাড়ু দ্বিতীয় স্থান অধিকার করেছে; তৃতীয় তেলেঙ্গানা।
  • উত্তরপ্রদেশ ১৮-এ সর্বনিম্ন অবস্থানে রয়েছে।

৬. কোন রাজ্যের ‘মির্চা’ চালকে GI ট্যাগ দেওয়া হয়েছে?

(A) ওড়িশা
(B) বিহার
(C) রাজস্থান
(D) পাঞ্জাব

উত্তর
(B) বিহার

  • শস্যের আকার এবং আকৃতি কালো মরিচের মতো দেখায়, তাই এটি মির্চা বা মার্চা চাল নামে পরিচিত।
  • এই চালের দানা এবং ফ্লেক্সের একটি অনন্য সুগন্ধ রয়েছে যা এটিকে আলাদা করে তোলে।

৭. কোন রাজ্য রাজ্যে শিক্ষক নিয়োগের জন্য একটি শিক্ষা পরিষেবা নির্বাচন কমিশন গঠন করার সিদ্ধান্ত নিয়েছে?

(A) মধ্য প্রদেশ
(B) হরিয়ানা
(C) উত্তর প্রদেশ
(D) পাঞ্জাব

উত্তর
(C) উত্তর প্রদেশ

  • এই নতুন কমিশন UP টিচার্স এলিজিবিলিটি টেস্ট (UPTET) পরীক্ষাও পরিচালনা করবে।
  • বর্তমানে, পৃথক কর্তৃপক্ষ, বোর্ড এবং কমিশন এই শিক্ষক নির্বাচন করে।

৮. বারাণসীর কোন পণ্যকে সম্প্রতি GI ট্যাগ দেওয়া হয়েছে?

(A) বেনারসি পান
(B) বেনারসি ল্যাংড়া আম
(C) A এবং B উভয়ই সঠিক
(D) এর কোনটিই নয়

উত্তর
(C) A এবং B উভয়ই সঠিক

  • জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন রেজিস্ট্রি বিশ্ববিখ্যাত বেনারসি পান এবং বেনারসি ল্যাংড়া আমকে GI ট্যাগ দিয়েছে।
  • GI ট্যাগ সেই সমস্ত পণ্যগুলিকে দেওয়া হয় যা কেবল সেই অঞ্চলের ভৌগলিক পরিচয়।

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button