বাংলা কুইজ – সেট ৯৪ – খেলাধুলা
Bengali Quiz – Set 94 – Sports Special
১. ২০২০ সালে যুব শীতকালীন অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হয়েছিল?
২. প্রাক্তন ভারতীয় অল-রাউন্ডার, কিংবদন্তি স্পিনার বাপু নাদকার্নির সম্প্রতি জীবনাবসান হয়েছে । পরপর কতগুলি মেডেন ওভার করে তিনি রেকর্ড করেছিলেন যা একজন অক্ষত রয়েছে ?
১৯৬৪ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাড্রাস টেস্ট ম্যাচে ৩২ ওভার বল করে, মাত্র ৫ রান দিয়েছিলেন। ২৭টিই ছিল মেডেন ওভার। তার মধ্যে ২১টিই আবার পরপর মেডেন। সেই রেকর্ড কিন্তু আজও অক্ষত।
৩. অলিম্পিক গেমসের প্রতীকে পাঁচটি চাকতি (রিং ) -এর মধ্যে দুটির রং নীল এবং কালো । বাকিগুলির রং কি কি ?
এই পাঁচটি রং পাঁচটি মহাদেশকে বোঝায় ।
রিংসগুলি হল সাদা পটভূমির উপর নীল, হলুদ, কালো, সবুজ ও লাল রঙের পাঁচটি পরস্পর-আলিঙ্গনাবদ্ধ চাকতি, যা অলিম্পিক রিংস নামে অধিক পরিচিত। চিহ্নটি ১৯১২ সালে দে কোবার্টিন তৈরী করেন। প্রচলিত কথা অনুসারে তিনি এশিয়া, আফ্রিকা, আমেরিকা, অস্ট্রেলিয়া ও ইউরোপ – এই পাঁচটি মহাদেশকে একসাথে দেখিয়েছেন এই চিহ্নে। তাঁর কথা অনুযায়ী পতাকার ছয়টি রঙ (সাদা পটভূমিকেও ধরা হচ্ছে) অংশীদারী সমস্ত দেশকে দেখায়।
৪. ২০১৯ সালের মহিলা IPL চ্যাম্পিয়ন দলটি ছিল: IPL সুপারনোভা, । এই দলের অধিনায়ক কে ছিলেন?
৫. কে ২০১৯ সালের ICC সেরা ক্রিকেটার হিসাবে নির্বাচিত হয়েছেন ?
৬. “Ace Against Odds” কার আত্মজীবনী ?
৭. “UEFA Champions League 2018-19” জিতলো কোন দল ?
৮. কিংবদন্তি রকি মার্সিয়ানো ফ্যাক্স মেশিন আবিষ্কার করেছিলেন, তিনি কোন খেলাধুলার সাথে যুক্ত ছিলেন?
৯. দীর্ঘতম টেনিস ম্যাচটি উইম্বলডন ২০১০-তে অনুষ্ঠিত হয়েছিল যখন আমেরিকার জন ইসনার ফ্রান্সের নিকোলার মাহুতকে পরাজিত করেছিলেন। ম্যাচটি কতক্ষণ ধরে চলেছিল ?
১০. প্রথম পদ্মভূষণপ্রাপ্ত খেলোয়াড় হলেন
আরো দেখুন :
বাংলা কুইজ – সেট ৯৩ – নেতাজি স্পেশাল
বাংলা কুইজ – সেট ৯২ – জওহরলাল নেহেরু স্পেশাল
বাংলা কুইজ – সেট ৮৮ – খেলাধুলা
To check our latest Posts - Click Here