ভূগোল MCQ – সেট ৪৬
Geography MCQ – Set 46
BanglaQuiz Question ID : 1311
১. সরিস্কা জাতীয় উদ্যান ভারতের অবস্থিত ?
(A) আসাম
(B) কর্ণাটক
(C) পশ্চিমবঙ্গ
(D) রাজস্থান
BanglaQuiz Question ID : 1312
২. রাজা ভোজ বিমানবন্দর ভারতের কোন শহরে অবস্থিত ?
(A) ইন্দোর
(B) কোজিকোড
(C) ভোপাল
(D) দেরাদুন
BanglaQuiz Question ID : 1314
৩. কাইগা পারমাণবিক কেন্দ্র ভারতের কোন রাজ্যে অবস্থিত ?
(A) ওড়িশা
(B) রাজস্থান
(C) তামিল নাড়ু
(D) কর্ণাটক
কর্নারকের কালী নদীর নিকটে অবস্থিত
BanglaQuiz Question ID : 1315
৪. ভেদানথাঙ্গাল পক্ষী অভয়ারণ্য ভারতের কোন রাজ্যে অবস্থিত ?
(A) মহারাষ্ট্র
(B) তামিল নাড়ু
(C) পশ্চিমবঙ্গ
(D) ওড়িশা
এটি ভারতের প্রাচীনতম জলজ পাখিদের অভয়ারণ্য, প্রতিষ্ঠিত ১৯৩৬ খ্রিস্টাব্দে ।
BanglaQuiz Question ID : 1363
৫. কান্ডালা বন্দরটি কোন রাজ্যে অবস্থিত ?
(A) মহারাষ্ট্র
(B) গুজরাট
(C) অন্ধ্র প্রদেশ
(D) তামিলনাড়ু
BanglaQuiz Question ID : 1367
৬. নাথপা ঝাকড়ি বাঁধ ভারতের কোন রাজ্যে রয়েছে ?
(A) মধ্য প্রদেশ
(B) উত্তর প্রদেশ
(C) হিমাচল প্রদেশ
(D) গুজরাট
হিমাচল প্রদেশের শতদ্রু নদীর ওপরে এই বাঁধটি রয়েছে
BanglaQuiz Question ID : 1406
৭. পূর্ব চীন সাগরে সৃষ্ট ক্রান্তীয় ঘূর্ণিঝড় যে নামে পরিচিত –
(A) টাইফুন
(B) হ্যারিকেন
(C) উইলি উইলি
(D) টর্নেডো
BanglaQuiz Question ID : 1413
৮. দুধওয়া জাতীয় উদ্যান ভারতের কোন রাজ্যে অবস্থিত ?
(A) মধ্য প্রদেশ
(B) কেরালা
(C) পশ্চিমবঙ্গ
(D) উত্তর প্রদেশ
দুধওয়া জাতীয় উদ্যান ১৯৭৭ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল । জলাভূমির হরিণ (বারশিঙ্গা হরিণ ) – এর জন্য এই জাতীয় উদ্যানটি বিখ্যাত ।
BanglaQuiz Question ID : 1421
৯. [WBCS Preli 12] দামোদর উপত্যকা বহুমুখী নদী পরিকল্পনা নিম্নলিখিত কোন প্রকল্প অনুসারে পরিকল্পিত হয় ?
(A) মার্কিন যুক্তরাষ্টের টেনেসি ভ্যালি প্রজেক্ট
(B) রাশিয়ার লিনা প্রজেক্ট
(C) আমাজন নদী উপত্যকা প্রজেক্ট
(D) চীনের হোয়াং হো প্রজেক্ট
BanglaQuiz Question ID : 1422
১০. [WBCS Preli 03] ভারতের সর্বোচ্চ Gravity বাঁধ হল –
(A) হীরাকুঁদ
(B) ভাকরা নাঙ্গাল
(C) মেত্তুর
(D) মাইথন
আরো দেখুন :
ভূগোল MCQ – সেট ৪৫
ভূগোল MCQ – সেট ৪৪
ভূগোল MCQ – সেট ৪৩
To check our latest Posts - Click Here