Mixed MCQ

সাধারণ জ্ঞান MCQ – সেট ১৫৯

General Awareness MCQ – Set 159

৩০৮১. কেন্দ্রীয় মহিষ গবেষণাগার কোথায় অবস্থিত ?

(A) হিসার
(B) গুরগাওঁ
(C) ঝাজ্জর
(D) পানিপত 

উত্তর :
(A) হিসার

হরিয়ানার হিসারে অবস্থিত ।


৩০৮২. ওয়েলিংটন ট্রফি কোন খেলার সাথে সম্পর্কিত ?

(A) নৌকা চালনা
(B) রাগবি
(C) পোলো
(D) সেতু

উত্তর :
(A) নৌকা চালনা

ওয়েলিংটন ট্রফি রোয়িংয়ের সাথে সম্পর্কিত। এটি নিউজিল্যান্ড আয়োজিত একটি বার্ষিক কাপ।


৩০৮৩. মহাপদ্মনন্দকে একরাট বলা হতো । একরাট বলতে বোঝায় 

(A) যার একটি সন্তান রয়েছে
(B) যার একটি পত্নী রয়েছে
(C) একমাত্র রাজা
(D) একমাত্র বিজেতা 

উত্তর :
(C) একমাত্র রাজা

মহাপদ্মনন্দ নন্দ রাজবংশের প্রতিষ্ঠাতা ছিলেন। একরাট পুরাণে উল্লিখিত একটি নাম। এর অর্থ একমাত্র রাজা।


৩০৮৪. ভারতে প্রতিটি সংসদীয় বৈঠকের প্রথম ঘন্টা __________ এর জন্য বরাদ্দ করা । 

(A) কোয়েশ্চেন আওয়ার
(B) হাফ এন আওয়ার
(C) জিরো আওয়ার
(D) এমার্জেন্সি আওয়ার 

উত্তর :
(A) কোয়েশ্চেন আওয়ার 

৩০৮৫. “Freedom in Exile” – বইটির লেখক কে ?

(A) আয়ুব খান
(B) রাজেশ পাইলট
(C) দলাই লামা
(D) এস. এস. গিল 

উত্তর :
(C) দলাই লামা

“Freedom in Exile” হোল দালাই লামার আত্মজীবনী।

এটি ১৯৯১ সালে প্রকাশিত দালাই লামার দ্বিতীয় আত্মজীবনী ।


৩০৮৬. সাবানের বুদবুদের ভিতরের চাপ হয় 

(A) বায়ুমণ্ডলীয় চাপের চেয়ে বেশি
(B) বায়ুমণ্ডলীয় চাপের চেয়ে কম
(C) বায়ুমণ্ডলীয় চাপের সমান
(D) বায়ুমণ্ডলীয় চাপের অর্ধেক

উত্তর :
(A) বায়ুমণ্ডলীয় চাপের চেয়ে বেশি

৩০৮৭.  দিল্লির কোন সুলতান দেবগিরির নাম পরিবর্তন করে নতুন নাম রাখেন দৌলতাবাদ ?

(A) মহম্মদ বিন তুঘলক
(B) আলাউদ্দিন খলজি
(C) গিয়াসুদ্দিন তুঘলক
(D) জালাউদ্দিন খিলজি 

উত্তর :
(A) মহম্মদ বিন তুঘলক

মহম্মদ বিন তুঘলক ১৩২৭ খ্রিস্টাব্দে দিল্লী থেকে দেবগিরিতে রাজধানী স্থানান্তরিত করেন এবং এর নামকরণ করেন – দৌলতাবাদ ।




৩০৮৮. লাদাখের পুগা উপত্যকায় সম্ভাবনা রয়েছে

(A) জিও থার্মাল শক্তি
(B) পারমাণবিক শক্তি
(C) বায়ু শক্তি
(D) বায়োগ্যাস উৎপাদন 

উত্তর :
(A) জিও থার্মাল শক্তি

৩০৮৯. ‘Lincoln in the Bardo’ – বইটি লিখেছেন 

(A) ডেভিড হারবার্ট
(B) শেঠ গ্রাহাম-স্মিথ
(C) জর্জ স্যান্ডার্স
(D) ডরিস কেয়ার্নস

উত্তর :
(C) জর্জ স্যান্ডার্স

David HerbertLincoln
Seth Grahame-SmithAbraham Lincoln: Vampire Hunter
George SaundersLincoln in the Bardo
Doris KearnsTeam of Rivals

৩০৯০. পানীয় জলে ফ্লোরাইডের মাত্রা বেড়ে গেলে হয় 

(A) ফুসফুসের রোগ
(B) অন্ত্রের রোগ
(C) দাঁতের ক্ষয়
(D) ব্রেন-এর আবরণীর ক্ষয় 

উত্তর :
(C) দাঁতের ক্ষয়

পানীয় জলে ফ্লুরাইডের আধিক্যে দাঁতগুলি ক্ষয়ে যায়, এটি ডেন্টাল ফ্লুরোসিস নামেও পরিচিত ।


আরো দেখুন :

সাধারণ জ্ঞান MCQ – সেট ১৫৮

সাধারণ জ্ঞান MCQ – সেট ১৫৭

সাধারণ জ্ঞান MCQ – সেট ১৫৬

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

দেখে নাও
Close
Back to top button