General Knowledge Notes in BengaliNotes

বিভিন্ন মৌল সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য – PDF

Important Facts about Different Elements

বিভিন্ন মৌল সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য

বিভিন্ন মৌল সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া রইলো।

বিশেষ বৈশিষ্ট্যমৌল
স্বাভাবিক উষ্ণতায় তরল ধাতুপারদ (গলনাঙ্ক : -৩৮.৮৩ ডিগ্রী ,
গ্যালিয়াম (গলনাঙ্ক ২৯.৮ ডিগ্রী )
স্বাভাবিক উষ্ণতায় তরল অধাতুব্রোমিন
ভূপৃষ্ঠে সর্বাধিক উপস্থিত মৌলঅক্সিজেন (৪৬.৫% )
সিলিকন (২৮.২% )
ভূপৃষ্ঠে সর্বাধিক উপস্থিত ধাতুঅ্যালুমিনিয়াম
বায়ুমণ্ডলে সর্বাধিক উপস্থিত মৌলনাইট্রোজেন
লিথোস্ফিয়ারে সর্বাধিক উপস্থিত মৌলঅক্সিজেন
মহাবিশ্বে সর্বাধিক উপস্থিত মৌলহাইড্রোজেন
দুষ্প্রাপ্য মৌল অ্যাস্টাটিন
সবচেয়ে হালকা ধাতুলিথিয়াম
সবচেয়ে হালকা গ্যাসহাইড্রোজেন
সবচেয়ে ভারী গ্যাসরেডন
কঠিনতম মৌলিক পদার্থহীরক (কার্বন )
অক্সিজেন সিলিন্ডারের অক্সিজেনের সাথে থেকেহিলিয়াম
তাপ ও তড়িৎ পরিবাহী অধাতুগ্রাফাইট, গ্যাস কার্বন
একটি তড়িৎ ধনাত্বক অধাতুহাইড্রোজেন
সর্বাপেক্ষা হালকা নিষ্ক্রিয় গ্যাসহিলিয়াম
জলের চেয়ে হালকা ধাতুসোডিয়াম, লিথিয়াম
সর্বাপেক্ষা নমনীয় ধাতুসোনা
একটি ভঙ্গুর ধাতুবিসমাথ
ধাতু ও অধাতু – উভয় ধর্ম বর্তমান (ধাতুকল্প )আর্সেনিক, এন্টিমনি
দুটি উজ্বল অধাতুআয়োডিন, গ্রাফাইট
সবচেয়ে ভারী অধাতুআয়োডিন
কযেকটি তড়িৎ ধনাত্বক মৌলসোডিয়াম, পটাসিয়াম, হাইড্রোজেন প্রভৃতি
কযেকটি তড়িৎ ঋনাত্বক মৌলফ্লুরিন, ক্লোরিন প্রভৃতি
সবচেয়ে তড়িৎ ঋনাত্বক মৌলফ্লুরিন
সবচেয়ে তড়িৎ ধনাত্বক মৌলসিজিয়াম
সবচেয়ে বেশি তড়িৎ সুপরিবাহী ধাতুরুপো
মুদ্রা ধাতুর উদাহরণতামা, রুপা,সোনা
নোবেল মেটাল বা বর ধাতুর উদাহরণসোনা, , প্ল্যাটিনাম, রুপা
সন্ধিগত মৌলের উদাহরণলোহা, কোবাল্ট , তামা , নিকেল
আদর্শ মৌলের উদাহরণসোডিয়াম, পটাসিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম
বিরল মৃত্তিকা মৌলের উদাহরণসিরিয়াম, লুটেসিয়াম
নিষ্ক্রিয় গ্যাস (নোবেল গ্যাস )হিলিয়াম, নিয়ন, আর্গন , ক্রিপ্টন, জেনন, রেডন
তেজস্ক্রিয় মৌলরেডিয়াম, ইউরেনিয়াম, থোরিয়াম
দুষ্ট মৌলহাইড্রোজেন
হ্যালোজেন মৌলফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন
ক্ষার ধাতুলিথিয়াম, সোডিয়াম,পটাসিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রানসিয়াম
যে ধাতুর গলনাঙ্ক সবচেয়ে বেশিটাংস্টেন
বিশেষ বৈশিষ্ট্য সমন্বিত মৌলসমূহ

বিভিন্ন মৌল সম্পর্কিত কিছু প্রশ্ন ও উত্তর

দুষ্ট মৌল কাকে বলে ?

হাইড্রোজেনকে দুষ্ট মৌল বলা হয়।

হাইড্রোজেনকে দুষ্ট মৌল বলা হয় কেন ?

পর্যায় সারণিতে H-এর স্থান বিতর্কমূলক। প্রথম শ্রেণিতে থাকা ক্ষারধাতু গুলির সঙ্গে হাইড্রোজেন সদৃশতা দেখায়। ক্ষার ধাতু গুলির মতো হাইড্রোজেন একযােজী, ধনাত্মক তড়িৎ ধর্মী বিজারক; অধাতুর সঙ্গে যুক্ত হয়ে যৌগ উৎপন্ন করে এবং দ্রবণে H+ আয়ন উৎপন্ন করে।

অন্যদিকে, ১৭ নং শ্রেণিতে থাকা হ্যালোজেন মৌল গুলির সঙ্গে হাইড্রোজেন সদৃশতা দেখায় ক্লোরিন বা ক্লোরিনের মতাে হাইড্রোজেনও গ্যাস এবং অধাতু; ধাতব হ্যালাইডের মতাে ধাতুর সঙ্গে হাইড্রাইড (NaH) উৎপন্ন করে। হ্যালাইড যেমন আয়নিত হলে অ্যানায়ন উৎপন্ন করে, সেইরকম হাইড্রাইড যৌগ আয়নিত হলে H (অ্যানায়ন) দেয়। 

হাইড্রোজেনের এই দ্বৈত আচরণের জন্য একে ‘দুষ্ট মৌল বলে চিহ্নিত করা হয়।

সবচেয়ে ভারী ধাতুর নাম কি ?

অসমিয়াম

সবচেয়ে হালকা ধাতু কি ?

সবচেয়ে হালকা ধাতু হল লিথিয়াম।

পারদ ছাড়া তরল ধাতু কি ?

পারদ ছাড়া ঘরের উষ্ণতায় তরল ধাতু হল গ্যালিয়াম ।

এরকম আরও কিছু পোস্ট :

Download Section

  • File Name :
  • File Size :
  • No. of Pages : 03
  • Format : PDF
  • Language : Bengali
  • Subject : Science

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button