সাধারণ জ্ঞান MCQ – সেট ১২৯
General Awareness MCQ – Set 129
২৭১১. নিম্নলিখিত শহরগুলির মধ্যে কোনটি ‘প্রাচ্যের ম্যানচেস্টার’ নামে পরিচিত ?
(A) মিরাট
(B) বারাণসী
(C) কানপুর
(D) কলকাতা
২৭১২. বিশ্বের চামড়া রাজধানী (Leather Capital of the World ) নাম পরিচিত ভারতের কোন শহরটি ?
(A) পার্ক সার্কাস
(B) কানপুর
(C) পুনে
(D) চেন্নাই
২৭১৩. ভারতের প্রথম মুখ্য নির্বাচন কমিশনার কে ছিলেন ?
(A) নগেন্দ্র সিংহ
(B) সুকুমার সেন
(C) টি এন শেশান
(D) টি স্বামীনাথ
২৭১৪. ভারতীয় সংবিধানের ১০০তম সংশোধন _________ সম্পর্কিত ।
(A) জীবিকা রক্ষা এবং রাস্তার বেচাকেনার নিয়ন্ত্রণ
(B) ভারত কর্তৃক অঞ্চল অধিগ্রহণ এবং বাংলাদেশে কিছু নির্দিষ্ট অঞ্চল হস্তান্তর
(C) গভর্নরদের বকেয়া অর্থ, ভাতা এবং সুবিধাদি
(D) অন্ধ্র প্রদেশ রাজ্য পুনর্গঠন
২৭১৫. স্যান জোস নিম্নলিখিত কোন দেশর রাজধানী ?
(A) জামাইকা
(B) গিনি-বিসাউ
(C) মোল্দাভিয়া
(D) কোস্টারিকা
২৭১৬. অর্থনৈতিক অবস্থা যখন মুদ্রার দাম কমে যায় কিন্তু জিনিসপত্রের দাম বেড়ে যায় সেটিকে বলে
(A) Inflation
(B) Money deflation
(C) Recession
(D) Amortization
২৭১৭. আয়ের সাথে নেতিবাচক সম্পর্কযুক্ত পণ্যগুলি ________ হিসাবে পরিচিত ।
(A) নিকৃষ্ট পণ্য (Inferior Goods )
(B) পরিপূরক পণ্য (Complementary Goods )
(C) বিকল্প পণ্য (Substitute Goods )
(D) ভেবলেন পণ্য (Veblen Goods )
২৭১৮. স্বরাজ পার্টি ১৯২৩ সালে প্রতিষ্ঠিত হয় এবং ________ বছরে ভেঙে যায়।
(A) ১৯২৫
(B) ১৯২৬
(C) ১৯২৭
(D) ১৯২৯
২৭১৯. লর্ড ম্যাকাউলে সাধারণত ভারতে ________ আনার সাথে জড়িত ।
(A) সেনাবাহিনীতে ঐক্য
(B) অর্থনৈতিক সংস্কার
(C) ইংরেজি শিক্ষা
(D) আধুনিক প্রযুক্তি
২৭২০. শিবালিক পাহাড়ের পূর্ব নাম কী ছিল ?
(A) শিব পার্বত
(B) মহাভারত পাহাড়
(C) মানক পর্বত
(D) অমরকণ্টক
To check our latest Posts - Click Here
Yes