Mixed MCQ

সাধারণ জ্ঞান MCQ – সেট ১২৯

General Awareness MCQ – Set 129

২৭১১. নিম্নলিখিত শহরগুলির মধ্যে কোনটি ‘প্রাচ্যের ম্যানচেস্টার’ নামে পরিচিত ?

(A) মিরাট
(B) বারাণসী
(C) কানপুর
(D) কলকাতা

উত্তর :
(C) কানপুর

২৭১২. বিশ্বের চামড়া রাজধানী (Leather Capital of the World ) নাম পরিচিত ভারতের কোন শহরটি ?

(A) পার্ক সার্কাস
(B) কানপুর
(C) পুনে
(D) চেন্নাই 

উত্তর :
(B) কানপুর 

২৭১৩. ভারতের প্রথম মুখ্য নির্বাচন কমিশনার কে ছিলেন ?

(A) নগেন্দ্র সিংহ
(B) সুকুমার সেন
(C) টি এন শেশান
(D) টি স্বামীনাথ

উত্তর :
(B) সুকুমার সেন

২৭১৪. ভারতীয় সংবিধানের ১০০তম সংশোধন _________ সম্পর্কিত । 

(A) জীবিকা রক্ষা এবং রাস্তার বেচাকেনার নিয়ন্ত্রণ
(B) ভারত কর্তৃক অঞ্চল অধিগ্রহণ এবং বাংলাদেশে কিছু নির্দিষ্ট অঞ্চল হস্তান্তর
(C) গভর্নরদের বকেয়া অর্থ, ভাতা এবং সুবিধাদি
(D) অন্ধ্র প্রদেশ রাজ্য পুনর্গঠন

উত্তর :
(B) ভারত কর্তৃক অঞ্চল অধিগ্রহণ এবং বাংলাদেশে কিছু নির্দিষ্ট অঞ্চল হস্তান্তর

২৭১৫. স্যান জোস নিম্নলিখিত কোন দেশর রাজধানী ?

(A) জামাইকা
(B) গিনি-বিসাউ
(C) মোল্দাভিয়া
(D) কোস্টারিকা

উত্তর :
(D) কোস্টারিকা

২৭১৬. অর্থনৈতিক অবস্থা যখন মুদ্রার দাম কমে যায় কিন্তু জিনিসপত্রের দাম বেড়ে যায় সেটিকে বলে 

(A) Inflation
(B) Money deflation
(C) Recession
(D) Amortization

উত্তর :
(A) Inflation

২৭১৭. আয়ের সাথে নেতিবাচক সম্পর্কযুক্ত পণ্যগুলি ________ হিসাবে পরিচিত ।

(A) নিকৃষ্ট পণ্য (Inferior Goods )
(B) পরিপূরক পণ্য (Complementary Goods )
(C) বিকল্প পণ্য (Substitute Goods )
(D) ভেবলেন পণ্য (Veblen Goods )

উত্তর :
(A) নিকৃষ্ট পণ্য (Inferior Goods )




২৭১৮. স্বরাজ পার্টি ১৯২৩ সালে প্রতিষ্ঠিত হয় এবং  ________ বছরে ভেঙে যায়।

(A) ১৯২৫
(B) ১৯২৬
(C) ১৯২৭
(D) ১৯২৯

উত্তর :
(B) ১৯২৬

২৭১৯. লর্ড ম্যাকাউলে সাধারণত ভারতে ________ আনার সাথে জড়িত ।

(A) সেনাবাহিনীতে ঐক্য
(B) অর্থনৈতিক সংস্কার
(C) ইংরেজি শিক্ষা
(D) আধুনিক প্রযুক্তি

উত্তর :
(C) ইংরেজি শিক্ষা

২৭২০. শিবালিক পাহাড়ের পূর্ব নাম কী ছিল ?

(A) শিব পার্বত
(B) মহাভারত পাহাড়
(C) মানক পর্বত
(D) অমরকণ্টক 

উত্তর :
(C) মানক পর্বত

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

One Comment

Back to top button