ইতিহাস MCQ – সেট ৬১ – প্রাচীন ভারত
History MCQ – Set 61 – Ancient History
BanglaQuiz Question ID : 1569
১. একমাত্র কোন ষোড়শ মহাজনপদটি দক্ষিণ ভারতে ছিল ?
(A) বৃজি
(B) অস্মক
(C) মৎস্য
(D) চেদী
BanglaQuiz Question ID : 1621
২. [WBCS Preli 01] মৌর্য সাম্রাজ্যের পাটলিপুত্র নগরের পৌর শাসনের সর্বাপেক্ষা মূল্যবান উৎস কি ?
(A) ইন্ডিকা
(B) অর্থশাস্ত্র
(C) মুদ্রারাক্ষস
(D) অশোকের শিলালিপি
BanglaQuiz Question ID : 1622
৩. তাঁর শিলালিপিতে অশোক নিজেকে অভিহিত করেন কি বলে ?
(A) চণ্ডাশোক
(B) ধর্মাশোক
(C) দৈব্য পুত্র
(D) দেবনামপ্রিয় প্রিয়দর্শী
BanglaQuiz Question ID : 1677
৪. তক্ষশীলা কোন সময়ের একটি প্রসিদ্ধ শহর ছিল ?
(A) গুপ্ত
(B) মৌর্য
(C) কুষাণ
(D) সিন্ধু সভ্যতা
BanglaQuiz Question ID : 1678
৫. কে প্রায় ৮০ হাজার স্তুপ বানিয়েছিলেন ?
(A) অশোক
(B) পুষ্যমিত্র
(C) মিয়ান্দার
(D) কনিষ্ক
BanglaQuiz Question ID : 1712
৬. ভারতবর্ষে কোন সম্রাটের রাজত্বকাল থেকে বন্যপ্রাণী সংরক্ষণের কথা জানা যায় ?
(A) সম্রাট সমুদ্রগুপ্ত
(B) সম্রাট বিম্বিসার
(C) সম্রাট চন্দ্রগুপ্ত
(D) সম্রাট অশোক
BanglaQuiz Question ID : 1713
৭. প্রাচীন ভারতের কোন লিপি ডানদিক থেকে বামদিকে লেখা হত ?
(A) নন্দনাগিরি
(B) খরোষ্ঠী
(C) প্রাকৃত
(D) ব্রাহ্মী
BanglaQuiz Question ID : 1740
৮. বৈদিক যুগের বৃষ্টির দেবতা হলেন
(A) বরুণ
(B) মরুত
(C) সোম
(D) ইন্দ্র
BanglaQuiz Question ID : 1908
৯. কোন ঐতিহাসিক সমুদ্রগুপ্তকে “ভারতের নেপোলিয়ন” আখ্যা দিয়েছেন ?
(A) রমেশ চন্দ্র মজুমদার
(B) ভিনসেন্ট এ. স্মিথ
(C) ডি. আর. ভাণ্ডারকর
(D) অশ্বিনীকুমার দত্ত
BanglaQuiz Question ID : 1912
১০. মৌর্য সিংহাসনে বসার আগে অশোক কোথাকার শাসক ছিলেন ?
(A) বৈশালী
(B) তক্ষশীলা
(C) উজ্জ্বয়িনী
(D) পাটলিপুত্র
আরো দেখুন :
ইতিহাস MCQ – সেট ৬০ – আধুনিক ভারত
ইতিহাস MCQ – সেট ৫৯ – মধ্য যুগ
ইতিহাস MCQ – সেট ৫৮ – প্রাচীন ভারত
To check our latest Posts - Click Here