Geography Notes

Important Glaciers in India – ভারতের উল্লেখযোগ্য হিমবাহ তালিকা – PDF

List of Important Glaciers in India

Important Glaciers in India – ভারতের উল্লেখযোগ্য হিমবাহ তালিকা

আজকে আমরা আলোচনা করবো Important Glaciers in Indiaভারতের উল্লেখযোগ্য হিমবাহ তালিকা নিয়ে । ভারতের সকল হিমবাহ তালিকা নিয়ে আলোচনা করার আগে একটি দেখে নেওয়া যাক হিমবাহ সম্পর্কিত কিছু তথ্য ।

হিমবাহ কাকে বলে ?

চলমান বরফের স্তূপকে বলা হয় হিমবাহ

উচ্চ পর্বতশৃঙ্গ বা মেরু ও তৎসংলগ্ন অঞ্চলে শীতকালে প্রচুর বরফ জমা হয়। এ সকল বরফ গ্রীষ্মকালে পুরোপুরো গলে যেতে পারে না। ফলে প্রতি বছরই সেখানে পুরানো বরফের উপর নতুন বরফ পড়ে বিশাল বরফক্ষেত্র তৈরি করে এবং বিশাল বিশাল বর্ফের স্তূপ তৈরি হয়। শুরুর দিকে এই বরফস্তূপগুলো স্থির অবস্থায় থাকে। কিন্তু এই বরফস্তূপ যখন মাধ্যাকর্ষণের টানে নিচু স্থানের দিকে ঝুঁকে পড়ে, তখন বরফস্তূপের স্থানচ্যুতি ঘটে। বরফস্তূপগুলো চলার সময় এর তলেদেশ নিচের জমাটবদ্ধ বরফপাতের উপর দিয়ে চলতে থাকে। এর তলদেশ ক্ষয়প্রাপ্ত হয়ে অত্যন্ত পিচ্ছিল হয়ে যায়। এই অবস্থায় বিশাল বরফস্তূপ চলা শুরু করে। এরূপ চলমান বরফস্তূপকে হিমবাহ বলা হয়।

হিমবাহ কয় প্রকার ও কি কি ?

হিমবাহের প্রকারভেদ (Classification of Glacier) : বিজ্ঞানী অলম্যান অবস্থানের ভিত্তিতে হিমবাহকে তিনটি প্রধান শ্রেণিতে ভাগ করেন ।এগুলি হল

  • (ক) মহাদেশীয় হিমবাহ (Continental Glacier),
  • (খ) পার্বত্য বা উপত্যকা হিমবাহ (Mountain or Valley glacier) এবং
  • (গ) পাদদেশীয় হিমবাহ (Piedmont Glacier) ।

(ক) মহাদেশীয় হিমবাহ (Continental Glacier) : উচ্চ অক্ষাংশে আন্টার্কটিকা, গ্রিনল্যান্ড ও মেরু অঞ্চল নিকটবর্তী বিভিন্ন দ্বীপের বিস্তীর্ণ এলাকা জুড়ে গম্বুজের মতো যে বিশালাকার বরফস্তুপ অবস্থান করছে, তাকে মহাদেশীয় হিমবাহ বলে । সুমেরু ও কুমেরু অঞ্চল জুড়ে যে বিরাট বরফের স্তর দেখা যায় তাকেই আসলে মহাদেশীয় হিমবাহ বলে । তুষারযুগে মহাদেশগুলির অনেক অঞ্চল বরফের স্তর দ্বারা আবৃত ছিল । ধীরে ধীরে পৃথিবীর বায়ুমন্ডলের উষ্ণতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বর্তমানে মহাদেশীয় হিমবাহের বিস্তার হ্রাসপ্রাপ্ত হয়ে দুটি মেরু অঞ্চলে কেন্দ্রীভূত হয়েছে ।

উদাহরণ : আন্টার্কটিকার ল্যাম্বার্ট হিমবাহটি পৃথিবীর দীর্ঘতম মহাদেশীয় হিমবাহ । গ্রিনল্যান্ডেও এই রকম হিমবাহ দেখা যায় ।

(খ) পার্বত্য বা উপত্যকা হিমবাহ (Mountain or Valley Glacier) : উচ্চ পর্বতশৃঙ্গ কিংবা অতি উচ্চ পার্বত্য অঞ্চলে প্রচন্ড ঠান্ডার জন্য তুষার জমে সৃষ্ট যেসব হিমবাহ পর্বতের উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হয় এবং যেসব হিমবাহ তাদের গতিপ্রবাহকে পার্বত্য উপত্যকার মধ্যেই সীমাবদ্ধ রাখে, সেইসব হিমবাহকে পার্বত্য বা উপত্যকা হিমবাহ বলে ।

উদাহরণ :

(i) আলাস্কার হুবার্ড হল পৃথিবীর বৃহত্তম পার্বত্য হিমবাহ,

(ii) হিমালয়ের উত্তরে কারাকোরাম পর্বতের সিয়াচেন হিমবাহ হল ভারতের বৃহত্তম পার্বত্য হিমবাহ । এর দৈর্ঘ্য ৭২ কিমি ।

(গ) পাদদেশীয় হিমবাহ (Piedmont Glacier) : হিমবাহ যখন উঁচু পর্বতের থেকে নেমে এসে পর্বতের পাদদেশে বিরাট অঞ্চল জুড়ে অবস্থান করে, তখন তাকে পাদদেশীয় হিমবাহ বলে ।  উচ্চ অক্ষাংশে অবস্থিত পার্বত্য অঞ্চলের পাদদেশে উষ্ণতা কম থাকায় সহজেই পাদদেশীয় হিমবাহ সৃষ্টি হয় ।

উদাহরণ: আলাস্কার মালাসপিনা হিমবাহটি হল পৃথিবীর বৃহত্তম পাদদেশীয় হিমবাহের উল্লেখযোগ্য উদাহরণ । এটি প্রায় ৪,০০০ বর্গ কিলোমিটার অঞ্চল জুড়ে বিস্তৃত ।

ভারতের হিমবাহ তালিকা

ভারতের কোন হিমবাহ কোন রাজ্যে / কেন্দ্রশাসিত অঞ্চলে অবস্থিত তার একটি তালিকা দেওয়া রইলো \

নংহিমবাহরাজ্য / কেন্দ্রশাসিত অঞ্চলপর্বতমালা
বাতুরা হিমবাহজম্মু ও কাশ্মীরকারাকোরাম
খুরদোপিন হিমবাহজম্মু ও কাশ্মীরকারাকোরাম
হিস্পার হিমবাহজম্মু ও কাশ্মীরকারাকোরাম
বিয়াফো হিমবাহজম্মু ও কাশ্মীরকারাকোরাম
বাল্টোরো হিমবাহজম্মু ও কাশ্মীরকারাকোরাম
চোমোলুংমা হিমবাহজম্মু ও কাশ্মীরকারাকোরাম
খুরদাপিন হিমবাহলাদাখকারাকোরাম
ট্রাঙ্গো হিমবাহলাদাখকারাকোরাম
চং কুমদানলাদাখকারাকোরাম
১০দিয়ামির হিমবাহজম্মু ও কাশ্মীরকারাকোরাম
১১সিয়াচেন হিমবাহজম্মু ও কাশ্মীরকারাকোরাম
১২বড়া শিগ্রি হিমবাহহিমাচল প্রদেশপীর পাঞ্জাল
১৩ছোটা শিগ্রি হিমবাহহিমাচল প্রদেশপীর পাঞ্জাল
১৪সোনাপানি হিমবাহহিমাচল প্রদেশপীর পাঞ্জাল
১৫রাকিওট হিমবাহলাদাখপীর পাঞ্জাল
১৬গঙ্গোত্রী হিমবাহউত্তরাখন্ডহিমালয়
১৭বান্দরপঞ্চ হিমবাহউত্তরাখন্ডউচ্চ হিমালয় পর্বতমালার পশ্চিম প্রান্ত
১৮মিলাম হিমবাহউত্তরাখন্ডপিথোরাগড়ের ত্রিশূল চূড়া
১৯পিন্ডারি হিমবাহউত্তরাখন্ডকুমায়ুন হিমালয়
২০কাফনি হিমবাহউত্তরাখন্ডকুমায়ুন-গড়ওয়াল
২১কালাবাল্যান্ড হিমবাহউত্তরাখন্ডকুমায়ুন-গড়ওয়াল
২২কেদার বামাক হিমবাহউত্তরাখন্ডকুমায়ুন-গড়ওয়াল
২৩মেওলা হিমবাহউত্তরাখন্ডকুমায়ুন-গড়ওয়াল
২৪নামিক হিমবাহউত্তরাখন্ডকুমায়ুন-গড়ওয়াল
২৫পাঁচচুলি হিমবাহউত্তরাখন্ডকুমায়ুন-গড়ওয়াল
২৬রালাম হিমবাহউত্তরাখন্ডকুমায়ুন-গড়ওয়াল
২৭সোনা হিমবাহউত্তরাখন্ডকুমায়ুন-গড়ওয়াল
২৮সতোপন্থ হিমবাহউত্তরাখন্ডকুমায়ুন-গড়ওয়াল
২৯সুন্দরধুঙ্গা হিমবাহউত্তরাখন্ডকুমায়ুন-গড়ওয়াল
৩০ডকরিয়ানি হিমবাহউত্তরাখন্ডকুমায়ুন-গড়ওয়াল
৩১চোরাবাড়ি হিমবাহউত্তরাখন্ডকুমায়ুন-গড়ওয়াল
৩২জেমু হিমবাহসিকিমপূর্ব হিমালয় কাঞ্চনজঙ্ঘা চূড়া
৩৩কাঞ্চনজঙ্ঘা হিমবাহসিকিমপূর্ব হিমালয়
Important Glaciers in India

এই নোটটির PDF ডাউনলোড লিংক নিচে দেওয়া রইলো ।


Download Section

  • File Name : Important Glaciers in India – ভারতের উল্লেখযোগ্য হিমবাহ তালিকা – বাংলা কুইজ
  • File Size: 1.5 MB
  • No. of Pages: 04
  • Format: PDF
  • Language: Bengali

এরকম আরও পোস্ট :

ভারতের ব্লু ফ্ল্যাগ স্বীকৃত সমুদ্র সৈকত তালিকা | Blue Flag Certified Beaches in India

ভারতের রামসার সাইট তালিকা PDF । Ramsar Sites in India

ভারতের উল্লেখযোগ্য কিছু হ্রদ – রাজ্যভিত্তিক

হিমালয় পর্বতমালা – উৎপত্তি – উল্লেখযোগ্য শৃঙ্গ – বিভাগ – PDF

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button