কম্পিউটার MCQ – সেট ৬
Computer MCQ – Set 06
BanglaQuiz Question ID : 589
১. সিলিকন ভ্যালি কিসের জন্য বিখ্যাত ?
(A) সিলিকনের ভান্ডারের জন্য
(B) কম্পিউটার ইন্ডাস্ট্রির জন্য
(C) নদী প্রকল্পের জন্য
(D) তৈল সংশোধনাগারের জন্য
BanglaQuiz Question ID : 742
২. নিচের কোনটি একটি ওয়েব ব্রাউজার নয় ?
(A) অপেরা মিনি
(B) ক্রোম
(C) ইনস্টাগ্রাম
(D) ইউ.সি. ব্রাউজার
BanglaQuiz Question ID : 809
৩. কম্পিউটারের প্রথম ভাষা ( Language ) ছিল –
(A) COBOL
(B) FOXPRO
(C) PASCAL
(D) FORTRAN
BanglaQuiz Question ID : 854
৪. C – প্রোগ্রামিং লাঙ্গুয়েজটি আবিষ্কার করেন –
(A) চার্লস ব্যাবেজ
(B) ল্যারি ওয়াল
(C) জেমস গোস্টলিং
(D) ডেনিস রিচি
BanglaQuiz Question ID : 901
৫. জাভা প্রোগ্রামিং ল্যাংগুয়েজ কে আবিষ্কার করেন ?
(A) ডেনিস রিচি
(B) জেমস গোসলিং
(C) জর্জ ইটসম্যান
(D) এলেন টিউনিং
জাভা স্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজ আবিষ্কার করেন ব্রেন্ডন ইচ, আর জাভা আবিষ্কার করেন – জেমস গোসলিং |
BanglaQuiz Question ID : 1053
৬. RAM – কথাটির পুরো অর্থ –
(A) Rapid Authentication Memory
(B) Rapid Access Memory
(C) Reverse Access Memory
(D) Random Access Memory
BanglaQuiz Question ID : 1100
৭. কম্পিউটার পরিভাষা প্রসঙ্গে, একটি নিবলে ( Nibble ) কটি বিটস ( Bits) আছে ?
(A) ২
(B) ৪
(C) ৮
(D) ১৬
BanglaQuiz Question ID : 1690
৮. PDF – কথাটির পূর্ণ অর্থ হল
(A) Portable Document File
(B) Programmed Document File
(C) Possible Document Format
(D) Portable Document Format
BanglaQuiz Question ID : 1945
৯. মাইক্রোসফট ওয়ার্ড -এ সাধারনত দুই ধরণের ফরম্যাটিং দেখা যায় । একটি হলো ক্যারেক্টার ফরম্যাটিং, অপরটি হলো
(A) প্যারাগ্রাফ ফরম্যাটিং
(B) সেন্টেন্স ফরম্যাটিং
(C) ওয়ার্ড ফরম্যাটিং
(D) ফন্ট ফরম্যাটিং
BanglaQuiz Question ID : 2031
১০. [SSC CGL 14] CAD কথাটির পুরো অর্থ হলো
(A) Computer Automatic Design
(B) Computer Aided Decode
(C) Computer Automatic Decode
(D) Computer Aided Design
To check our latest Posts - Click Here