সাধারণ জ্ঞান MCQ – সেট ৯১
General Awareness MCQ – Set 91
২২৭১. নিউটনের প্রথম সূত্র যে নামে পরিচিত
(A) Law of Displacement
(B) Law of Rotation
(C) Law of Intertia
(D) Law of Momentum
২২৭২. নিম্নের কোনটি ফিক্সড ক্যাপিটাল নয় ?
(A) যন্ত্রপাতি
(B) মেশিন
(C) অর্থ
(D) বিল্ডিং
২২৭৩. শোন্ নদীর উৎপত্তিস্থল হলো
(A) ব্রাহ্মগিরি
(B) অমরকণ্টক
(C) বিন্ধ্য
(D) আরাবল্লী
২২৭৪. ভারত ও শ্রীলংকাকে যুক্ত করেছে কোন ব্রিজ ?
(A) মহাত্মা গান্ধী সেতু
(B) এডামস ব্রিজ
(C) গোল্ডেন গেট ব্রিজ
(D) ভিক্টোরিয়া ব্রিজ
ভারত ও শ্রীলংকাকে যুক্ত করেছে এডামস ব্রিজ । এডামস ব্রিজ এর আরেক নাম হলো রাম সেতু ।
২২৭৫. পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য পিচাভরম ভারতের কোন রাজ্যে অবস্থিত ?
(A) পশ্চিমবঙ্গ
(B) গুজরাট
(C) অন্ধ্রপ্রদেশ
(D) তামিলনাড়ু
২২৭৬. এটম বোম্ব কোন প্রিন্সিপালের ওপর কাজ করে ?
(A) নিউক্লিও সংযোজন ( Nuclear Fusion )
(B) নিউক্লিও বিয়োজন ( Nuclear Fission )
(C) রেডিওএক্টিভিটি ( Radioactivity )
(D) ওপরের সবগুলি
২২৭৭. ভারতের ২৭তম রাজ্য কোনটি ?
(A) ছত্তিসগড়
(B) উত্তরাখন্ড
(C) ঝাড়খন্ড
(D) গোয়া
২৫- গোয়া , ২৬ – ছত্তিসগড় , ২৭ – উত্তরাখন্ড , ২৮ – ঝাড়খন্ড, ২৯ – তেলেঙ্গানা
২২৭৮. জাতীয় ভোটার দিবস কোন দিনটিতে পালন করা হয় ?
(A) জানুয়ারি ২৪
(B) জানুয়ারি ২৫
(C) জানুয়ারি ২৬
(D) জানুয়ারি ২৭
১৯৫০ সালে এই দিনটিতে ভারতে ইলেকশন কমিশনের প্রতিষ্ঠা হয়েছিল ।
২২৭৯. 92U238 – এ কতগুলি নিউট্রন রয়েছে ?
(A) ৯২
(B) ২৩৮
(C) ১৪৬
(D) ৩৩০
২৩৮ – ৯২ = ১৪৬
২২৮০. বিহারের মধুবনি চিত্রশিল্প আর কি নামে পরিচিত ?
(A) গয়া চিত্রশিল্প
(B) ভোজপুরি চিত্রশিল্প
(C) মিথিলা চিত্রশিল্প
(D) দ্বারভাঙ্গা চিত্রশিল্প
বিহারের মিথিলা অঞ্চলে এই চিত্রশিল্পটির প্রচলন বেশি হবার কারণে এই চিত্রশিল্প মিথিলা চিত্রশিল্প নামেও পরিচিত ।
To check our latest Posts - Click Here