NotesGeneral Knowledge Notes in BengaliGeography Notes
ভারতের গুরুত্বপূর্ণ বাঁধ সমূহ তালিকা – PDF
Important River Dams of India

ভারতের গুরুত্বপূর্ণ বাঁধ সমূহ তালিকা
আজকে আমাদের আলোচ্য বিষয় ভারতের গুরুত্বপূর্ণ বাঁধ সমূহ তালিকা / Important River Dams of India । কোন বাঁধ কোন নদীর ওপরে নির্মিত হয়েছে বা কোন বাঁধ কোন রাজ্যে নির্মিত হয়েছে তার একটি সম্যক ধারণা আজকের এই পোস্টে পেয়ে যাবে।
ভারত নদীমাতৃক দেশ । এই দেশের বিভিন্ন রাজ্যের ওপর দিয়ে বয়ে গিয়েছে অনেক নদী । আর নদীর ওপরে রয়েছে অনেক গুরুত্বপূর্ণ বাঁধ । রাজ্যভিত্তিক সেই বাঁধ -এর তথ্য নাচে দেওয়া রইলো । যে কোনো পরীক্ষার জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক ।
- ভারতের উচ্চতম বাঁধ – তেহেরি , ভাগীরথী নদীর ওপরে , উত্তরাখণ্ডে
- ভারতের উচ্চতম গ্রাভিটি বাঁধ – ভাকরা নাঙ্গাল , শতদ্রু নদীর ওপরে , পাঞ্জাবে
- ভারতের দীর্ঘতম বাঁধ – হীরাকুঁদ, মহানদীর ওপরে, ওড়িশাতে
ভারতের রাজ্যভিত্তিক গুরুত্বপূর্ণ বাঁধের তালিকা
| রাজ্য | বাঁধ | নদী |
|---|---|---|
| অন্ধ্রপ্রদেশ | সোমাসিলা | পেন্নার |
| শ্রীশৈলম | কৃষ্ণা | |
| গুজরাট | উকাই | তাপ্তি |
| ধারোই | সবরমতি | |
| পাঞ্জাব ও হিমাচল প্রদেশ | ভাকরা নাঙ্গাল | শতদ্রু |
| হিমাচল প্রদেশ | নাথপা ঝাকরি | শতদ্রু |
| চামেরা | রবি | |
| জম্মু ও কাশ্মীর | বাগলিহার | চেনাব |
| উরি | ঝিলাম | |
| দুমখার | সিন্ধু | |
| ঝাড়খন্ড | মাইথন | বরাকর |
| পাঞ্চেত | দামোদর | |
| কানাডা ( ম্যাসাঞ্জোর ) | ময়ূরাক্ষী | |
| কর্ণাটক | তুঙ্গভদ্রা | তুঙ্গভদ্রা |
| লিঙ্গনামাক্কি | শরাবতী | |
| আলামাট্টি | কৃষ্ণা | |
| সুপা | কালী | |
| কৃষ্ণ রাজা সাগর | কাবেরী | |
| কেরালা | ইদুক্কি | পেরিয়ার |
| কুন্দালা | কুন্দালা হ্রদ | |
| পরামবিকুলাম | পরামবিকুলাম | |
| মুল্লাপেরিয়ার | পেরিয়ার | |
| পেচি | মানালি | |
| মধ্য প্রদেশ | বর্ণা | বর্ণা |
| বনসাগর | শোন্ | |
| গান্ধী সাগর | চম্বল | |
| মহারাষ্ট্র | উজানী | ভীমা |
| মূলশি | মুলা | |
| কোয়না | কোয়না | |
| জায়কওয়াদি | গোদাবরী | |
| গিরনা | গিরনা | |
| খাদাক বাসলা | মুথা | |
| তেলেঙ্গানা | রাধানগরী | ভগবতী |
| সিঙ্গুর | মঞ্জিরা | |
| নিজাম সাগর | মঞ্জিরা | |
| ওড়িশা | ইন্দ্রাবতী | ইন্দ্রাবতী |
| হীরাকুঁদ | মহানদী | |
| তামিলনাড়ু | ভাইগাই | ভাইগাই |
| মেট্টুর | কাবেরী | |
| পেরুচানী | পারালায়ার | |
| উত্তরাখন্ড | তেহারি | ভাগীরথী |
| ধৌলি গঙ্গা | ধৌলি গঙ্গা |
PDF ফরম্যাটে ডাউনলোড করতে নিচের Download লিংকে ক্লিক করো
Download Section
- File Name : Important Dams of India
- File Size : 200 KB
- No. of Pages : 02
- Format : PDF
- Language : Bengali
- Subject : Indian Geography
আরও দেখে নাও :
- ভারতের নদী তীরবর্তী প্রসিদ্ধ শহর ( PDF )
- পশ্চিমবঙ্গের নদনদী
- ভারতের বিভিন্ন রাজ্যের উৎসব (PDF সহ)
- পশ্চিমবঙ্গের নদী তীরবর্তী শহর
- ভারতের বিভিন্ন রাজ্যের লোকনৃত্য
ভারতের বাঁধসমূহ – প্রশ্ন ও উত্তর
ভারতের দীর্ঘতম নদী বাঁধ কোনটি ?
হীরাকুঁদ বাঁধ
ভারতের উচ্চতম নদী বাঁধ কোনটি ?
ভারতের উচ্চতম নদী বাঁধ হল তেহরি বাঁধ। এটি উত্তরাখণ্ডে ভাগীরথী নদীর ওপরে নির্মিত হয়েছে।
সোমাসিলা বাঁধ ভারতের কোন রাজ্যে অবস্থিত ?
সোমাসিলা বাঁধ অন্ধ্রপ্রদেশে অবস্থিত।
To check our latest Posts - Click Here








