Mixed MCQ

সাধারণ জ্ঞান MCQ – সেট ৮১

General Awareness MCQ – Set 81

২১২১. লাহোর-আত্তারি সমঝোতা এক্সপ্রেস ট্রেন পরিষেবা শুরু হয় কোন সালে ?

(A) ১৯৮৪
(B) ১৯৭৬
(C) ১৯৫৬
(D) ১৯৭২

[spoiler title=”উত্তর : “] (B) ১৯৭৬

১৯৭১ সালের ভারত – পাকিস্তান যুদ্ধের পর সিমলা চুক্তি স্বাক্ষরিত হয় । এই চুক্তির ফলস্বরূপ ১৯৭৬ সালের ২২শে জুলাই থেকে ভারত ও পাকিস্তানের মধ্যে সমঝোতা এক্সপ্রেস ট্রেন পরিষেবা শুরু হয় ।

[/spoiler]

২১২২. ভারতের রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রীকে বহনকারী এয়ারক্রাফ্টের কল সাইন ( Call Sign ) কি ?

(A) এয়ার ইন্ডিয়া ওয়ান
(B) এয়ার ফোর্স ওয়ান
(C) কোড ঈগল
(D) ফ্লাইট ওয়ান জিরো ওয়ান 

[spoiler title=”উত্তর : “] (A) এয়ার ইন্ডিয়া ওয়ান  [/spoiler]

২১২৩. ডান্ডেলি বন্যপ্রাণী অভয়ারণ্য ভারতের কোন কেন্দ্রশাসিত অঞ্চল/ রাজ্যে অবস্থিত ?

(A) জম্মু ও কাশ্মীর
(B) ওড়িশা
(C) মহারাষ্ট্র
(D) কর্ণাটক 

[spoiler title=”উত্তর : “] (D) কর্ণাটক  [/spoiler]

২১২৪. ICAR কথাটির পূর্ণ অর্থ হলো 

(A) Indian Council of Agricultural Research
(B) Indian Council of Atomic Research
(C) International Civil Aviation Organization
(D) International Committee of the Red Cross

[spoiler title=”উত্তর : “] (A) Indian Council of Agricultural Research [/spoiler]

২১২৫. মাছের কোন অঙ্গটি হাল ( Rudder ) হিসেবে কাজ করে ?

(A) পুচ্ছ পাখনা
(B) হৃদপিন্ড
(C) সাঁতার কাটার ব্লাডার
(D) পার্শ্ববর্তী সংবেদনশীল রেখা গুলি 

[spoiler title=”উত্তর : “] (A) পুচ্ছ পাখনা  [/spoiler]




২১২৬. [KPS 2016] আধা সামরিক বাহিনী যারা নাৎসিদের সভা পাহারা দিয়েছিল এবং অন্য দলকে আক্রমণ করেছিল 

(A) এলিট গার্ডস ( Elite Guards )
(B) গেস্টাপো ( Gestapo )
(C) রেড শার্টস ( Red Shirts )
(D) স্টর্ম ট্রুপার্স ( Storm Troopers ) 

[spoiler title=”উত্তর : “] (D) স্টর্ম ট্রুপার্স ( Storm Troopers )  [/spoiler]

২১২৭. [KPS 2016] “সফেদ হাতি” – চলচ্চিত্রটি পরিচালনা করেছিলেন 

(A) তপন সিনহা
(B) তরুণ মজুমদার
(C) অজয় ​​কর
(D) সত্যজিৎ রায়

[spoiler title=”উত্তর : “] (A) তপন সিনহা [/spoiler]

২১২৮. [KPS 2016] ভারতীয় ক্লাসিকাল নৃত্য বিদেশে জনপ্রিয় করেছিলেন 

(A) হেমা মালিনী
(B) সুধা চন্দ্রন
(C) উদয় শঙ্কর
(D) যামিনী কৃষ্ণমূর্তি

[spoiler title=”উত্তর : “] (C) উদয় শঙ্কর  [/spoiler]

২১২৯. ক্লোরোফিলে উপস্থিত ধাতুটি হলো 

(A) ক্যালসিয়াম
(B) ম্যাগনেসিয়াম
(C) অ্যালুমিনিয়াম
(D) লোহা 

[spoiler title=”উত্তর : “] (B) ম্যাগনেসিয়াম  [/spoiler]

২১৩০. নিম্নের কোনটি বেমানান ?

(A) আগন্তুক
(B) মেঘে ঢাকা তারা
(C) মহানগর
(D) পথের পাঁচালি 

[spoiler title=”উত্তর : “] (B) মেঘে ঢাকা তারা

একমাত্র “মেঘে ঢাকা তারা” সিনেমাটির পরিচালক ঋত্বিক ঘটক, বাকিগুলি পরিচালনা করেছেন সত্যজিৎ রায়

[/spoiler]

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button