Mixed MCQ

সাধারণ জ্ঞান MCQ – সেট ৮০

General Awareness MCQ – Set 80

২১১১. চেঙ্গিস খাঁনের আসল নাম কি ?

(A) তেমুজিন
(B) তৈমুর লং
(C) শাহজাহান
(D) ওমর

[spoiler title=”উত্তর : “] (A) তেমুজিন [/spoiler]

২১১২. ভারতের সংবিধানের ৫ থেকে ১১ নম্বর ধারা কি সম্পর্কিত ?

(A) কেন্দ্র ও রাজ্যের সীমানা সম্পর্কিত
(B) নাগরিকতা
(C) মৌলিক কর্তব্য
(D) কেন্দ্রের কার্যকারিতা 

[spoiler title=”উত্তর : “] (B) নাগরিকতা  [/spoiler]

২১১৩. AADHAAR – নম্বরে কতগুলি সংখ্যা থাকে ?

(A)
(B) ১০
(C) ১২
(D) ১৬

[spoiler title=”উত্তর : “] (C) ১২ [/spoiler]

২১১৪. পৃথিবীর অনুসূর অবস্থা কোন দিনটিতে দেখা যায় ?

(A) জানুয়ারী ৩
(B) সেপ্টেম্বর ২৩
(C) জুলাই ৪
(D) জুন ২১ 

[spoiler title=”উত্তর : “] (A) জানুয়ারী ৩

অনুসূর (perihelion): গ্রীক শব্দ peri এবং helios থেকে perihelion শব্দটির উদ্ভব হয়েছে। peri অর্থ নিকটে ও helios অর্থ সূর্য। বাংলা অনুসূর শব্দের ‘অনু’ অর্থ নিকটে এবং ‘সূর’ অর্থ সূর্য। অর্থাৎ সূর্যের নিকটবর্তী অবস্থান। সাধারণত অনুসূর (perihelion) বলতে সূর্য থেকে যেকোন গ্রহ বা গ্রহাণুর সবচেয়ে নিকটবর্তী অবস্থানকে বুঝায়। অনুসূর দেখা যায় জানুয়ারী ৩ তারিখে ।

অপসূর (aphelion): গ্রীক শব্দ apo এবং helios থেকে aphelion শব্দটির উদ্ভব হয়েছে। apo অর্থ দূরে ও helios অর্থ সূর্য। বাংলা অপসূর শব্দের ‘অপ’ অর্থ দূরে এবং ‘সূর’ অর্থ সূর্য। অর্থাৎ সূর্যের দূরবর্তী অবস্থান। সাধারণত অপসূর (aphelion) বলতে সূর্য থেকে যেকোন গ্রহ বা গ্রহাণুর সবচেয়ে দূরবর্তী অবস্থানকে বুঝায়। অপসূর দেখা যায় জুলাই ৪ তারিখে ।

 

[/spoiler]

২১১৫. অখিল ভারতীয় মহিলা সম্মেলন ( All India Women’s Conference ) কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল ?

(A) ১৯২৪
(B) ১৯২৫
(C) ১৯২৬
(D) ১৯২৭ 

[spoiler title=”উত্তর : “] (D) ১৯২৭  [/spoiler]



২১১৬. বর্তমান লোকসভায় সিটের বন্টন কোন আদমশুমারির ওপরে আধারিত ?

(A) ১৯৭১
(B) ১৯৮১
(C) ১৯৯১
(D) ২০০১

[spoiler title=”উত্তর : “] (A) ১৯৭১ [/spoiler]

২১১৭. লোকসভায় এংলো-ইন্ডিয়ান কমিউনিটির প্রতিনিধি মনোনীত করতে পারেন 

(A) সংখ্যালঘু কমিশন
(B) রাষ্ট্রপতি
(C) প্রধানমন্ত্রী
(D) উপ-রাষ্ট্রপতি 

[spoiler title=”উত্তর : “] (B) রাষ্ট্রপতি  [/spoiler]

২১১৮. নিম্নলিখিত কোন পদার্থটি জলের সাথে মেশালে তাপ উৎপন্ন করবে ?

(A) পটাসিয়াম নাইট্রেট
(B) সোডিয়াম ক্লোরাইড
(C) গ্লুকোজ
(D) ক্যালসিয়াম অক্সাইড 

[spoiler title=”উত্তর : “] (D) ক্যালসিয়াম অক্সাইড  [/spoiler]

২১১৯. নিম্নের কোনটিকে উত্তপ্ত করলে আয়তনে সবথেকে বেশি বাড়বে ?

(A) জল
(B) এলকোহল
(C) কাঁচ
(D) বায়ু 

[spoiler title=”উত্তর : “] (D) বায়ু  [/spoiler]

২১২০. লিস্ট ১ এর সাথে লিস্ট ২ এর মিল খুঁজে সঠিক উত্তরটি লেখো 

লিস্ট ১লিস্ট ২
Aল্যাকটিক অ্যাসিডতেঁতুল
Bটারটারিক অ্যাসিডকমলালেবু
Cঅক্সালিক অ্যাসিডটমেটো
Dসাইট্রিক অ্যাসিডদই

A B C D এর সাথে মিল হচ্ছে

(A) ২ ১ ৩ ৪
(B) ৪ ৩ ১ ২
(C) ৪ ১ ৩ ২
(D) ২ ৩ ১ ৪ 

[spoiler title=”উত্তর : “] (C) ৪ ১ ৩ ২  [/spoiler]

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

দেখে নাও
Close
Back to top button