ভূগোল MCQ – সেট ৩৫
Geography MCQ – Set 35
১৯৫১. বাংলাদেশের রাষ্ট্রপতির অফিসিয়াল ঘর-কার্যালয়ের নাম কি ?
(A) ঢাকা হাউস
(B) সোনার বাংলা
(C) বঙ্গভবন
(D) কোনোটিই নয়
১৯৫২. গঙ্গা সমভূমির নবীন পলিগঠিত মাটিকে কি বলে ?
(A) ভাবর
(B) ভুর
(C) খাদার
(D) ভাঙ্গর
১৯৫৩. উৎস অঞ্চলে ব্রহ্মপুত্র যে নাম পরিচিত
(A) মানস
(B) সাংপো
(C) যমুনা
(D) সুবর্ণসিরি
১৯৫৪. ভারতের অধিকাংশ স্থানে যে মৃত্তিকা দেখা যায় তা হলো
(A) পলি মৃত্তিকা
(B) লোহিত মৃত্তিকা
(C) ল্যাটেরাইট মৃত্তিকা
(D) কৃষ্ণ মৃত্তিকা
১৯৫৫. ভারতের চা উৎপাদনে প্রথম রাজ্যটি হলো
(A) পশ্চিমবঙ্গ
(B) কর্ণাটক
(C) আসাম
(D) তামিলনাড়ু
১৯৫৬. ভারতের দীর্ঘতম জাতীয় সড়কপথ
(A) NH2
(B) NH3
(C) NH5
(D) NH44
১৯৫৭. আন্তর্জাতিক সিরিজ মানচিত্রের স্কেল হলো
(A) ১:১০,০০,০০০
(B) ১:২০,০০,০০০
(C) ১:১০,৫০,০০০
(D) ১:৫,০০,০০০
১৯৫৮. প্যাটারনস্টার হ্রদ সৃষ্টি হয়
(A) হিমদ্রোণী অংশে
(B) হিমসিঁড়ি অংশে
(C) ঝুলন্ত উপত্যকায়
(D) পিরামিড চূড়ায়
১৯৫৯. “১২ মাসের তাপমাত্রা ১২” – এই সূত্রটি দ্বারা কি বোঝানো হয় ?
(A) দৈনিক গড় তাপমাত্রা
(B) দৈনিক উষ্ণতার প্রসার
(C) বার্ষিক গড় তাপমাত্রা
(D) বার্ষিক উষ্ণতার প্রসার
১৯৬০. শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত হয়
(A) পার্বত্য উপত্যকায়
(B) পর্বতের প্রতিবাদ ঢালে
(C) পর্বতের অনুবাত ঢালে
(D) পর্বতের পাদদেশে
To check our latest Posts - Click Here