বিজ্ঞান MCQ – সেট ৩৭
Science MCQ – Set 37
১৭৫১. কোনটি জীবাশ্ম জ্বালানী নয় ?
(A) কয়লা
(B) ডিজেল
(C) সৌরশক্তি
(D) পেট্রোল
১৭৫২. গ্রাম আণবিক আয়তনের STP তে মান কত ?
(A) ১১.২ L
(B) ৩৩.৬ L
(C) ২.২৪ L
(D) ২২.৪ L
১৭৫৩. কার্বনযুক্ত কোনো গ্যাসীয় পদার্থের বাষ্প ঘনত্ব ১৩ হলে, তার আণবিক সংকেত নিচের কোনটি হতে পারে ?
(A) CO2
(B) C2H2
(C) C2H6
(D) C2H4
১৭৫৪. মোটোর গাড়ির হেডলাইটে ব্যবহৃত হয়
(A) উত্তল দর্পন
(B) অবতল দর্পন
(C) সমতল দর্পন
(D) উপবৃত্তীয় দর্পন
১৭৫৫. কোনো আলোকরশ্মি একটি স্বচ্ছ কাঁচের স্ল্যাবের উপর লম্বভাবে আপতিত হলে, এর চ্যুতি কোণ কত হবে ?
(A) ০°
(B) ৩০°
(C) ৯০°
(D) ১৮০°
১৭৫৬. গৃহস্থালির বৈদ্যুতিক যন্ত্রপাতিগুলি কোন সমবায়ে যুক্ত থাকে ?
(A) শ্রেণী সমবায়ে
(B) সমান্তরাল সমবায়ে
(C) শ্রেণী এবং সমান্তরাল সমবায়ে
(D) শ্রেণী অথবা সমান্তরাল সমবায়ে
১৭৫৭. তড়িৎ ক্ষমতার SI একক কি ?
(A) ভোল্ট
(B) ওয়াট
(C) কুলম্ব
(D) এম্পিয়ার
১৭৫৮. তেজস্ক্রিয় মৌলের প্রতিটি α ( আলফা ) কণার আধান হলো
(A) – ১ একক
(B) – ২ একক
(C) + ১ একক
(D) + ২ একক
আলফা কণাতে ২ টি নিউট্রন ও ২ টি প্রোটন থাকে । তাই এর আধান হবে + ২ ।
১৭৫৯. নিষ্ক্রিয় মৌলগুলি আধুনিক পর্যায়সারণীতে কোন শ্রেণীতে থাকে ?
(A) ১ নং শ্রেণী
(B) ২ নং শ্রেণী
(C) ১৭ নং শ্রেণী
(D) ১৮ নং শ্রেণী
১৭৬০. একটি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হল
(A) বেঞ্জিন
(B) কপার সালফেট
(C) চিনি
(D) পেট্রোল
To check our latest Posts - Click Here