ইতিহাস MCQ – সেট ৩৯ – মধ্যযুগ
History MCQ – Set 39 – Medieval History
১৩৩১. [WBCS Preli 07] হিন্দুদের ওপর থেকে জিজিয়া কর কে তুলে দিয়েছিলেন ?
(A) বাবর
(B) আকবর
(C) জাহাঙ্গীর
(D) শাহজাহান
১৩৩২. [WBCS Preli 07] “মারাঠা রাজনীতির চাণক্য” কাকে বলা হয় ?
(A) দ্বিতীয় বাজিরাও
(B) বালাজি বিশ্বনাথ
(C) নানা ফড়নবিশ
(D) মহাদজি সিন্ধিয়া
১৩৩৩. [WBCS Preli 07] শিখদের সামরিক জাতিতে কে পরিণত করেছিল ?
(A) গুরু অর্জুন
(B) গুরু গোবিন্দ সিং
(C) গুরু তেগ বাহাদুর
(D) গুরু হর গোবিন্দ
১৩৩৪. [PSC Clerk 07] কার রাজত্বকালে ফতেপুর সিক্রি নির্মিত হয়েছিল ?
(A) আকবর
(B) জাহাঙ্গীর
(C) শাহজাহান
(D) ঔরঙ্গজেব
১৩৩৫. [WBCS Preli 08] কনৌজে ১৫৪০ খ্রিস্টাব্দে শেরশাহের কাছে কে পরাজিত হয়েছিলেন ?
(A) বাবর
(B) হুমায়ুন
(C) আকবর
(D) জাহাঙ্গীর
১৩৩৬. [WBCS Preli 09] গুরুমুখী বর্ণমালার প্রবর্তন কে করেন ?
(A) গুরু অমরদাস
(B) গুরু রামদাস
(C) গুরু অঙ্গদ
(D) গুরু নানক
১৩৩৭. [WBCS Preli 10] হুমায়ুন নামা কার রচনা ?
(A) আবুল ফজল
(B) ফৈজী
(C) বদায়ুনী
(D) গুলবদন বেগম
১৩৩৮. [WBCS Preli 10] নাদির শাহ কবে ভারত আক্রমণ করেন ?
(A) ১৭৩৮
(B) ১৭৩৯
(C) ১৭৪০
(D) ১৭৪১
১৩৩৯. [PSC Clerk 07] ময়ূর সিংহাসনের সাথে কোন সম্রাটের নাম যুক্ত ?
(A) বাবর
(B) হুমায়ুন
(C) আকবর
(D) শাহজাহান
১৩৪০. পর্তুগীজরা কোন সম্রাটের ফরমান বলে সাতগাঁও-এ বসবাস শুরু করে ?
(A) আকবর
(B) ফারুকসিয়ার
(C) জাহাঙ্গীর
(D) শাহজাহান
To check our latest Posts - Click Here