রাষ্ট্রবিজ্ঞান MCQ – সেট ১৭
Indian Polity MCQ – Set 17
১০৩১. লোকসভায় কোনো অর্থবিল পাশ হয়ে যাবার পর, রাজ্যসভা বিলটি সম্পর্কে সিদ্ধান্তগ্রহণ সর্বাধিক কতদিন বিলম্ব করতে পারে ?
(A) ১০ দিন
(B) ১৪ দিন
(C) ৩০ দিন
(D) ৬০ দিন
১০৩২. বিধানসভায় অর্থবিল উত্থাপনের জন্য কার পূর্বানুমতি আবশ্যক ?
(A) বিধানসভার স্পিকার
(B) মুখ্যমন্ত্রী
(C) রাজ্যের অর্থমন্ত্রী
(D) রাজ্যপাল
১০৩৩. অর্থকমিশন গঠিত হয় একজন সভাপতি ও __ জন সদস্য নিয়ে ।
(A) ৪
(B) ৫
(C) ৬
(D) ৭
১০৩৪. অর্থ কমিশনের সুপারিশ মানা –
(A) রাষ্ট্রপতির কাছে বাধ্যতামূলক
(B) রাষ্ট্রপতির কাছে বাধ্যতামূলক নয়
(C) প্রথা হিসেবে পালনীয়
(D) উপরোক্ত কোনোটিই নয়
১০৩৫. [WBCS Preli 06] অর্থকমিশনের সভাপতিকে নিয়োগ করেন –
(A) প্রধানমন্ত্রী
(B) রাষ্ট্রপতি
(C) প্রধান বিচারপতি
(D) উপরাষ্ট্রপতি
১০৩৬. [WBCS Preli 07] ভারতীয় সংবিধানের কত নম্বর ধারা অনুযায়ী অর্থকমিশন গঠিত হয়েছে ?
(A) ২৭৫
(B) ২৮০
(C) ২৮২
(D) ৩২৪
১০৩৭. [WBCS Preli 07] অর্থ কমিশন গঠিত হয় প্রতি ___ বছর অন্তর ।
(A) ২
(B) ৩
(C) ৪
(D) ৫
১০৩৮. [PSC Misc Preli 02] কত বছর বয়স পর্যন্ত হাইকোর্টের বিচারপতিরা স্বপদে বহাল থাকেন ?
(A) ৫৮ বছর
(B) ৬২ বছর
(C) ৬৫ বছর
(D) ৭০ বছর
১০৩৯. সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি ছাড়াও আর কতজন বিচারপতি থাকতে পারে ?
(A) ৭ জন
(B) ৯ জন
(C) ৩০ জন
(D) ৩১ জন
১০৪০. রাজ্যের প্রধান বিচারালয়ের প্রধান বিচারপতিকে নিয়োগ করেন –
(A) রাজ্যের রাজ্যপাল
(B) রাজ্যের মুখ্যমন্ত্রী
(C) ভারতের রাষ্ট্রপতি
(D) সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি
To check our latest Posts - Click Here