Current AffairsMonthly Current Affairs

সাম্প্রতিকী – ২০১৮ অক্টোবর মাস

১৪১. ২০১৮ সালের এশিয়ান পুরুষের হকি চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোন ভারতীয় খেলোয়াড়কে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় ঘোষণা করা হয়েছে ?

(A) মনপ্রতি সিং
(B) আকাশদিপ সিং
(C) পি আর শ্রীজেশ
(D) ফয়জাল সারি

উত্তর :
(B) আকাশদিপ সিং

এশিয়ান হকি চ্যাম্পিয়নস ট্রফি হল একটি বাৎসরিক হকি ক্রীড়া প্রতিযোগিতা, যা ২০১১ সালে এশিয়ান হকি ফেডারেশন কর্তৃক চালু হয়। এ প্রতিযোগিতার বৈশিষ্ট্য হল এতে এশিয়ান গেমসের শীর্ষে অবস্থান করা ছয়টি দল রাউন্ড রবিন পদ্ধতিতে প্রতিদ্বন্দ্বিতা করে। এশিয়ান হকি চ্যাম্পিয়নস ট্রফির সবচেয়ে সফল দল হল পাকিস্তান ও ভারত| ২০১৮ সালে ওমানে খারাপ আবহাওয়ার জন্য এশিয়ান পুরুষের হকি চ্যাম্পিয়ন্স-এর ফাইনাল ম্যাচটি বাতিল হওয়ার জন্য ভারত ও পাকিস্তানকে যৌথ বিজয়ী ঘোষণা করা হয় ।


১৪২. মেয়েদের শিক্ষা প্রচারের জন্য  হার্ভার্ড ইউনিভার্সিটি থেকে কোন নোবেল পুরস্কার বিজয়ীকে সম্মানিত করা হবে ?

(A) এলেন জনসন সিরলিফ
(B) নাদিয়া মুরাদ
(C) মালালা ইউসুফজাই
(D) কৈলাশ সতয়ার্থী

উত্তর :
(C) মালালা ইউসুফজাই

মালালা ইউসুফজাই একজন পাকিস্তানি শিক্ষা আন্দোলনকর্মী, যিনি সবচেয়ে কম বয়সে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন। তিনি উত্তর-পশ্চিম পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের সোয়াত উপত্যকা অঞ্চলে শিক্ষা এবং নারী অধিকারের ওপর আন্দোলনের জন্য পরিচিত, যেখানে স্থানীয় তালিবান মেয়েদের বিদ্যালয় শিক্ষালাভের ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল ।


১৪৩. বোম্বে হাইকোর্টের নতুন প্রধান বিচারপতি হিসাবে কে  শপথ গ্রহণ করলেন ?

(A) এ. এস. বোপান্না
(B) আর. সুভাষ রেড্ডি
(C) রাজেন্দ্র মেনন
(D) নরেশ হরিশচন্দ্র পাটিল

উত্তর :
(D) নরেশ হরিশচন্দ্র পাটিল

১৪৪. বিশ্বের বৃহত্তম বিমানবন্দর ‘Under One Roof’ কোন শহরে চালু হল ?

(A) কোচি
(B) ইস্তানবুল
(C) বেইজিং
(D) টোকিও

উত্তর :
(B) ইস্তানবুল

১৪৫. কোন শহরে ভারতের প্রথম “বিচার শহর ( Justice City )” – এর উদ্বোধন হতে চলেছে ?

(A) অমরাবতী
(B) এলাহাবাদ
(C) মুম্বাই
(D) চেন্নাই

উত্তর :
(A) অমরাবতী

অন্ধ্রপ্রদেশ সরকার রাজ্যের বিচারব্যবস্থাকে উন্নত করার জন্য আধুনিক প্রযুক্তিতে সমৃদ্ধ ভারতের প্রথম ‘বিচার শহর’ নির্মাণ করছে ।



To download October, 2018 Current Affairs Capsule in Bengali Click below

সাম্প্রতিকী – অক্টোবর , ২০১৮ , PDF ফরম্যাটে পেতে এখানে ক্লিক করুন



To check our latest Posts - Click Here

Previous page 1 2 3 4 5 6 7 8
Telegram

Related Articles

Back to top button