Geography

গুরুত্বপূর্ণ স্থানীয় বায়ু তালিকা | Famous Local Winds of the World । PDF

List of Famous Local Winds of the World

গুরুত্বপূর্ণ স্থানীয় বায়ু তালিকা । Famous Local Winds of the World

প্রিয় পাঠকেরা, তোমাদের জন্য দেওয়া রইলো পৃথিবীর বিভিন্ন অঞ্চলের গুরুত্বপূর্ণ স্থানীয় বায়ু তালিকা (List of Famous Local Winds of the World  ) । যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক ।

সমুদ্রস্রোত কাকে বলে ? সমুদ্রস্রোত সৃষ্টির কারণ ও বৈশিষ্ট্য
বায়ুমণ্ডলের স্তরবিন্যাস ( PDF + MCQ ) | বায়ুমণ্ডলের বিভিন্ন স্তর

তবে তার আগে দেখে নেওয়া যাক স্থানীয় বায়ু সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য।

স্থানীয় বায়ু কাকে বলে ?

কোনো কোনো উষ্ণ মরুভূমি, উঁচু পাহাড় প্রভৃতি অঞ্চলে বছরের নির্দিষ্ট সময়ে নিয়মিতভাবে একরকম বায়ু প্রবাহিত হতে দেখা যায়- এই বায়ুপ্রবাহকে স্থানীয় বায়ু বলা হয় । স্থানীয় কারণ বসত তাপ ও চাপের তারতম্যের জন্য বছরের নির্দিষ্ট সময়ে এই বায়ু প্রবাহিত হয় ।

উদাহরণ : আঁধি, লু, কালবৈশাখী, চিনুক, ফন, খামসিন, সোলানো, সিরিক্কো, হারমাট্টান, মিস্ট্রাল, বোরা, টাকু, পম্পেরো, বার্গ প্রভৃতি স্থানীয় বায়ুপ্রবাহের উদাহরণ ।

ভারত ও বিশ্বের বিভিন্ন স্থানীয় বায়ুর তালিকা
ভারত ও বিশ্বের বিভিন্ন স্থানীয় বায়ুর তালিকা

স্থানীয় বায়ুর তালিকা

নিচে বিভিন্ন স্থানীয় বায়ুর তালিকা দেওয়া রইলো।

ক্রমস্থানীয় বায়ুর নামস্থান
কালবৈশাখীপশ্চিমবঙ্গ ও বাংলাদেশ
আঁধি, লুউত্তর ভারত
সিরোক্কোসিসিলি ( উত্তর আফ্রিকা )
বোরাইতালি
ফনআল্পস পর্বত ( ইউরোপ )
খামসিনমিশর
পুরগাতুন্দ্রা ( রাশিয়া )
কেপ ডাক্তারদক্ষিণ আফ্রিকার উপকূল
যোমাজাপান, চিলি, আর্জেন্টিনা
১০সামুনইরান
১১লেভ্যানটারস্পেন
১২নরওয়েস্টারনিউজিলান্ড
১৩চিনুক ( তুষার ভক্ষক )রকি পার্বত্য অঞ্চল ( আমেরিকা, কানাডা )
১৪মিস্ট্রালফ্রান্স
১৫হার্মাট্টানগিনি উপকূল ( ঘানা, নাইজেরিয়া )
১৬ব্লিজার্ডমার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা
১৭বুরানসাইবেরিয়া
১৮ব্ল্যাক রোলারউত্তর আমেরিকা
১৯জন্ডাআন্দিজ পার্বত্য অঞ্চল
২০ব্রিক ফিল্ডারঅস্ট্রেলিয়া
২১বার্গদক্ষিণ আফ্রিকা
২২সান্টা আনাক্যালিফোর্নিয়া
২৩লেভিচমরক্কো, আলজেরিয়া
বিভিন্ন স্থানীয় বায়ুর তালিকা

নিচের ডাউনলোড সেকশন থেকে এই নোটটির পিডিএফ ফাইল ডাউনলোড করে নাও ।


Download Section :

  • File Name : গুরুত্বপূর্ণ স্থানীয় বায়ু
  • File Size: 95 KB
  • Format : PDF
  • No. of Pages : 02
  • Language : Bengal
  • Subject : Geography

আরো দেখে নাও : 

বিভিন্ন স্থানীয় বায়ু সম্পর্কিত প্রশ্ন ও উত্তর

চিনুক শব্দের অর্থ কি ?

তুষার ভক্ষক

Doctors wind কোন বায়ুকে বলে ?

হারমাট্টান (Hermattan)

খামসিন কী?

খামসিন হলো মিসরের স্থানীয় বায়ু

পারগা স্থানীয় বায়ু কোথায় প্রবাহিত হয় ?

রাশিয়ার তুন্দ্রা অঞ্চলে

ফ্রান্সের রাইন নদীর উপত্যকায় প্রবাহিত শীতল স্থানীয় বায়ুকে কি বলে ?

মিস্ট্রাল

সিরক্কো (Sirocco) কি?

সাহারা মরুভূমি থেকে ভূমধ্যসাগর ও দঃ ইতালির ওপর প্রবাহিত এক প্রকার উষ্ণ, শুষ্ক, ধূলিকনা যুক্ত স্থানীয় বায়ু।

ব্রিকফিল্ডার (Brickfielder ) কি ?

অস্ট্রেলিয়ায় প্রবাহিত উত্তুরে উষ্ণ বায়ু।

Covered Topics : বিভিন্ন স্থানীয় বায়ু PDF, বিভিন্ন দেশের স্থানীয় বায়ুর নামের তালিকা, বিভিন্ন স্থানীয় বায়ুর নাম তালিকা, List of Different Local Winds, বিভিন্ন স্থানীয় বায়ু সমূহ তালিকা

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button