General Knowledge Notes in BengaliNotes

এশিয়ান গেমস ২০১৮

Asian Games 2018

এশিয়ান গেমস ২০১৮

২০১৮ সালের এশিয়ান গেমস হল ১৮ তম এশিয়ান গেমস | এই বছর এটি অনুষ্ঠিত হচ্ছে ইন্দোনেশিয়াতে | প্রতিযোগিতার মূল আয়োজক ছিল হ্যানয় ভিয়েতনাম, কিন্ত তাদের আর্থিক সংকটের কারণে তারা নাম প্রত্যাহার করে নেয়। প্রথমবারের জন্য এবারের এশিয়ান গামেসটি ২ টি শহর জুড়ে হচ্ছে – ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা এবং পালেমবাং | এই কারণে এবছরের এশিয়ান গেমেসটি জাকার্তা-পালেমবাং ২০১৮ নামেও পরিচিত |এশিয়ান গেমেসটি এশিয়াড নামেও পরিচিত | এই গেমেসটিতে এশিয়া মহাদেশের বিভিন্ন দেশগুলি অংশগ্রহণ করে থাকে | প্রথম এশিয়ান গেমেসটি অনুষ্ঠিত হয় ১৯৫১ সালে ভারতের নিউ দিল্লিতে (ভারত দ্বিতীয় বার এশিয়ান গেমস হোষ্ট করে ১৯৮২ সালে )| প্রতি চার বছর অন্তর অনুষ্ঠিত হয়ে এই গেমেসটিতে ১৯৭৪ সালের পর থেকে ইজরায়েল অংশগ্রহণ করেনি |

এশিয়ান গেমসের ভেনু
২০১৪২০১৮২০২২
ইঞ্চেন, দক্ষিণ কোরিয়াজাকার্তা এবং পালেমবাং, ইন্দোনেশিয়াহাঙজু, চীন

 

220px 2018 Asian Games Mascot.svg ২০১৮ সালের এশিয়ান গেমসের ম্যাসকট হল – ভিন ভিন ( স্বর্গের পাখি ), আতং (একটি হরিণ ) এবং কাকা (জাভান গণ্ডার ) |

গেমেসটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন – ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি জোকো উইডোদো  |

২০১৮ সালে ভারত থেকে যোগদান করে – মোট ৫৭২ জন খেলোয়াড় ৩৬ টি ইভেন্টে  |

ভারতের হয়ে উদ্বোধনী অনুষ্ঠানে পতাকা বহন করেছিলেন – নিরাজ চোপড়া ( হরিয়ানার জ্যাভেলিন থ্রোয়ার ) এবং সমাপ্তি অনুষ্ঠানে পতাকা বহন করেন – রানী রামপাল ( ভারতের মহিলা হকি দলের অধিনায়ক )

ভারত ২০১০ সালে গুয়াংজৌ ( চীন ) এশিয়ান গেমসে ৬৫ টি পদক জিতেছিল | ২০১৮ সালের এশিয়ান গেমসে ৬৯ টি মেডেলসহ  ( স্বর্ণ – ১৫টি , রৌপ্য – ২৪টি, ব্রোঞ্জ – ৩০টি ) পূর্বের রেকর্ড ভেঙে এটি ছিল ভারতের এখনো পর্যন্ত এশিয়ান গেমস সেরা প্রদর্শন | যদিও পদক তালিকায় ভারতের স্থান হল অষ্টম |

এশিয়ান গেমস ২০১৮ এর সেরা ১০ টি দেশ

স্থানদেশস্বর্ণরৌপ্যব্রোঞ্জমোট পদক
চীন১৩২৯২৬৫২৮৯
জাপান৭৫৫৬৭৪২০৫
দক্ষিণ কোরিয়া৪৯৫৮৭০১৭৭
ইন্দোনেশিয়া৩১২৪৪৩৯৮
উজবেকিস্তান২১২৪২৫৭০
ইরান২০২০২২৬২
চীন তাইপেই ( তাইওয়ান )১৭১৯৩১৬৭
ভারত১৫২৪৩০৬৯
কাজাখস্তান১৫১৭৪৪৭৬
১০উত্তর কোরিয়া১২১২১৩৩৭

২০১৮ সালের এশিয়ান গেমসে ভারতের স্বর্ণপদক তালিকা

#নামপদকইভেন্ট
বজরং পুনিয়াস্বর্ণকুস্তি – পুরুষদের ৬৫কেজি ফ্রিস্টাইল
ভিনেশ ফোগাটস্বর্ণকুস্তি – মহিলাদের ৫০ কেজি ফ্রিস্টাইল
সৌরভ চৌধুরিস্বর্ণশ্যুটিং – পুরুষদের ১০মিটার এয়ার পিস্তল
রাহী স্বর্নোবতস্বর্ণশ্যুটিং – মহিলাদের ২৫মিটার এয়ার পিস্তল
সাওয়ার্ন সিং
দাত্তু ভোকনলাল
ওম প্রকাশ
সুখমিত সিং
স্বর্ণরোয়িং – পুরুষদের কোয়াড্রাপল স্কাল
রোহন বোপান্না
দ্বিবীজ শরণ
স্বর্ণটেনিস – পুরুষদের ডাবলস
তেজিন্দারপাল সিং তুরস্বর্ণঅ্যাথলেটিক্স – পুরুষদের শট পুট
নিরাজ চোপড়াস্বর্ণঅ্যাথলেটিক্স – পুরুষদের জ্যাভলিন থ্রো
মনজিত সিংস্বর্ণঅ্যাথলেটিক্স – পুরুষদের ৮০০মিটার
১০অর্পিন্দার সিংস্বর্ণঅ্যাথলেটিক্স – পুরুষদের ট্রিপল জাম্প
১১স্বপ্না বর্মণস্বর্ণঅ্যাথলেটিক্স – মহিলাদের হেপ্টাথলন
১২জিনসন জনসনস্বর্ণঅ্যাথলেটিক্স – পুরুষদের ১৫০০মিটার
১৩এম আর পুবাম্মা
সরিতাবেন গায়কোয়াড়
হিমা দাস
বিষ্ময়া
স্বর্ণঅ্যাথলেটিক্স – মহিলাদের ৪ x ৪০০ মিটার রিলে
১৪অমিত ফাঙ্গালস্বর্ণবক্সিং – লাইট ফ্লাইওয়েট ৪৯ কেজি বিভাগ
১৫প্রনব বর্মন ও শিবনাথ সরকারস্বর্ণব্রিজ – ম্যানস পেয়ার বিভাগ

২০১৮ সালের এশিয়ান গেমসের কিছু গুরুত্বপূর্ণ তথ্য 
১. ২০১৮ সালের এশিয়ান গেমসে ভারতের হয়ে প্রথম মেডেল জেতেন  রবি কুমার ও অপূর্বী চান্ডেলা ( ব্রোঞ্জ, শ্যুটিং – মিশ্র ১০মিটার এয়ার রাইফেল টিম )
২. ২০১৮ সালের এশিয়ান গেমসে ভারতের হয়ে প্রথম স্বর্ণ পদক জেতেন  বজরং পুনিয়া ( স্বর্ণ, পুরুষদের ৬৫কেজি ফ্রিস্টাইল )
৩. ২০১৮ সালের এশিয়ান গেমসে ভারতের হয়ে কুস্তিতে প্রথম পদক জেতেন  ভিনেশ ফোগাট ( স্বর্ণ, মহিলাদের ৫০ কেজি ফ্রিস্টাইল)
৪. ভারতের কবাডি দল প্রথমবারের জন্য এশিয়ান গেমসের ফাইনালে যেতে পারেনি  ২০১৮ সালের এশিয়ান গেমসে
৫. ১৮ তম এশিয়ান গেমসে প্রথম রোয়িং ইভেন্টে পদক জেতেন ➟ দুশ্যন্ত চৌহান ( ব্রোঞ্জ, পুরুষদের লাইটওয়েট একক স্কাল)
৬. ২০১৮ সালের এশিয়ান গেমসে স্কোয়াশ খেলায় ব্রোঞ্জ জেতা দীপিকা পাল্লিকাল  ক্রিকেটার দীনেশ কার্তিকের পত্নী
৭. এবারের এশিয়ান গেমস সাইন নেহওয়াল জিতলেন  ব্রোঞ্জ পদক
৮. ২০১৮ সালের কমনওয়েলথ গেমস এবং এশিয়ান গেমস দুটিতেই স্বর্ণপদক জিতেছে  নিরাজ চোপড়া
৯. ভারতের প্রথম ব্যাডমিন্টন খেলোয়াড় যিনি প্রথম ফাইনালে এশিয়ান গেমসের ফাইনালে পৌঁছেছেন  পি. ভি. সিন্ধু ( রুপা জিতেছেন )
১০. ভারতীয় মহিলা কবাডি দল ২০১৮ সালের এশিয়ান গেমসে কোন দেশের কাছে ফাইনালে হেরে গেল  ইরান
১১. প্রথম ভারতীয় মহিলা কুস্তিগীর যিনি এশিয়ান গেমসে স্বর্ণ পদক জিতেছেন  ভিনেশ ফোগাট ( স্বর্ণ, মহিলাদের ৫০ কেজি ফ্রিস্টাইল)
১২. এশিয়ান গেমসে ব্রিজ খেলার পুরুষবিভাগে ভারতের প্রথম স্বর্ণ পদক এনে যে ভারতীয় ব্রিজ খেলোয়াড় জুটি ইতিহাস গড়লেন  প্রনব বর্ধন এবং শিবনাথ সরকার
১৩. ২০১৮ সালের জাকার্তা এশিয়ান গেমসে প্রথম কোন ভারতীয় শ্যুটার স্বর্ণপদক পেলেন ?  সৌরভ চৌধুরী
১৪. ২০১৮ সালের এশিয়ান গেমসে কনিষ্ঠতম পদক জয়ী  শার্দুল বিহান ( ব্রোঞ্জ জিতেছেন )
১৫. ২০১৮ এশিয়ান গেমসে শুটিং বিভাগে এককভাবে প্রথম ভারতীয় মহিলা খেলোয়াড় যিনি সোনা জিতলেন  রাহী স্বর্নোবত
১৬. ২০১৮ সালের ১৮ তম এশিয়ান গেমসে কোন ভারতীয় মহিলা টেনিস তারকা মহিলাদের একক বিভাগে ব্রোঞ্জ জিতেছেন ?  অঙ্কিতা রায়না
১৭. টেবিল টেনিস প্রথম বারের জন্য ভারত পদক পেয়েছে  ২০১৮ সালের এশিয়ান গেমস ( ২ টো ব্রোঞ্জ )
১৮. এশিয়ান গেমসে প্রথম বারের জন্য কোন ভারতীয় খেলোয়াড় হেপ্টাথলনে সোনা জিতে ইতিহাস তৈরী গড়লেন ?  স্বপ্না বর্মণ ( পশ্চিমবঙ্গের )

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button