QuizQuiz

ভারতীয় রেল কুইজ

Quiz on Indian Railways

ভারতীয় রেল কুইজ

ভারতের পরিবহন ব্যবস্থার সর্বাধিক ব্যবহৃত মাধ্যম হল ভারতীয় রেল,যাকে অনেক সময় “Life Line of the Nation” ও বলা হয়,বাংলা কুইজের পক্ষ থেকে আজ সেই ভারতীয় রেল সম্পর্কে দেওয়া রইল একটি কুইজ সেট।  দেখে নাও ভারতীয় রেল কুইজ।

১.ট্রেনে যাত্রার জন্য সংরক্ষিত টিকিট করলে টিকিটে একটি ১০ অঙ্কের PNR নাম্বার থাকে। ১৯৭৩ সাল থেকে ভারতীয় রেল এ চালু হয় PNR সিস্টেম।
এই PNR কথার পুরো অর্থ কী?

উত্তর :
Passenger Name Record .

২.সাধারণত ভারতে ট্রেনগুলির নাম দেওয়া হয় কোনো বিশেষ ব্যাক্তি,স্থান,নদী,পাহাড় এর নামানুসারে। কিন্ত পাঞ্জাবের ভাটিন্ডা থেকে রাজস্থানের যোধপুর পর্যন্ত চলা একটি ট্রেনের নাম রাখা হয়েছে একটি রোগের নামে। কারণ ট্রেনের প্রায় ৬০% যাত্রী এই রোগের রোগী এবং তারা চিকিৎসা করতে এই ট্রেনে করে বিকানের যান।
ট্রেনটির নাম কী?

উত্তর :
ক্যান্সার এক্সপ্রেস।

৩.ভারতীয় রেল দ্বারা চালু করা প্রথম ম্যাগাজিনের নাম কী?

উত্তর :
রেল দোস্ত।

৪.মধ্যপ্রদেশের ভোপালে অবস্থিত হাবিবগঞ্জ হলো একটি ছোট্ট রেল স্টেশন। পশ্চিম – মধ্য রেল জোন এ অবস্থিত এই রেল স্টেশনটি কী কারণে বিখ্যাত ?

উত্তর :
ভারতের প্রথম প্রাইভেট(ISO Certified) রেলস্টেশন।

৫.ভারতের রেলওয়ের অধীনে বর্তমানে ৯৬০ টি রেলওয়ে স্টেশন সৌরচালিত স্টেশনে রূপান্তরিত করা হয়েছে।
ভারতের রেলের অধীনে প্রথম সম্পূর্ণ সৌরশক্তি চালিত রেলস্টেশন কোনটি?

উত্তর :
গুয়াহাটি রেল স্টেশন।

৬.ভারতের একমাত্র রেলওয়ে স্টেশন যার অবস্থান দুটি রাজ্য জুড়ে সেটি হল- ভাওয়ানি মন্ডি।
এটি কোন দুটি রাজ্যে অবস্থিত?

উত্তর :
রাজস্থান ও মধ্যপ্রদেশ।

৭.ভারতীয় রেলের একটি সহায়ক সংস্থা হল IRCTC , যা যাত্রীদের টিকিট বুকিং সহ ক্যাটারিং এর ব্যাবস্থা পরিচালনা করে।এই IRCTC কথার পুরো অর্থ কী?

উত্তর :
Indian Railway Catering and Tourism Corporation .

৮.১৮৫৩ সালে  ভারতে প্রথম যাত্রীবাহী ট্রেন চললেও ভারতের প্রথম রেলওয়ে ট্র্যাক তৈরী হয় ১৮৪৭ সালের ২১ শে আগস্ট। রেল ট্রাকের দৈর্ঘ্য ছিল ৫৬ কিমি।বোম্বে থেকে কোথায় পর্যন্ত এই রেল লাইন প্রতিস্থাপন করা হয়েছিল?

উত্তর :
খান্দেশ।

৯.ভারতের সবথেকে ব্যাবহৃত পরিবহন মাধ্যম হল রেল।কিন্তু ভারতের একমাত্র একটি রাজ্যে কোনো রেল স্টেশন নেই। কোন রাজ্য?

উত্তর :
সিকিম। (যদিও সিকিমের Rangpo তে রেল স্টেশন তৈরীর প্রস্তাবনা রয়েছে। )

১০.ভারতের বৃহত্তম রেলওয়ে জোন কোনটি?

উত্তর :
নর্দান জোন।

 

আরো দেখে নাও : প্রশ্নোত্তরে ভারতীয় রেল । Q&A on Indian Railways

ভারতীয় রেলওয়ে সম্পর্কিত ২১টি আশ্চর্য তথ্য যা সম্ভবত আপনি জানেন না

ভারতের রেলওয়ে জোন ও সদর দপ্তর তালিকা

To check our latest Posts - Click Here

Telegram

Mukesh Dhariwal

Active author of BanglaQuiz.in. Quiz and GK enthusiast , Quiz Master

Related Articles

দেখে নাও
Close
Back to top button