Daily Current Affairs in BengaliCurrent Affairs

23-24th April Current Affairs Quiz 2023 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bangla

23-24th April Current Affairs Quiz 2023 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

দেওয়া রইলো ২৩-২৪শে এপ্রিল – ২০২৩ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 23-24th April Current Affairs Quiz 2023 ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই  সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।

সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here 

দেখে নাও : 16-18th April Current Affairs Quiz 2023 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bengali


১. G20 অর্থমন্ত্রী এবং কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরদের প্রথম বৈঠক কোথায় অনুষ্ঠিত হয়েছিল?

(A) হায়দ্রাবাদ
(B) মুম্বাই
(C) চেন্নাই
(D) বেঙ্গালুরু

উত্তর
(D) বেঙ্গালুরু

  • ২৪শে এপ্রিল ২০২৩-এ বেঙ্গালুরুতে প্রথম G20 অর্থমন্ত্রী এবং কেন্দ্রীয় ব্যাংক গভর্নরদের (FMCBG) বৈঠক শুরু হয়েছে।
  • G20 ইন্ডিয়ান প্রেসিডেন্সির অধীনে দুই দিনের বৈঠকে যৌথভাবে সভাপতিত্ব করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এবং রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (RBI) গভর্নর শক্তিকান্ত দাস।

২. জাতীয় পঞ্চায়েতি রাজ দিবস পালিত হয় কবে?

(A) ১৯৯২
(B) ১৯৯৬
(C) ১৯৯০
(D) ১৯৯৩

উত্তর
(D) ১৯৯৩

  • ভারতে পঞ্চায়েতি রাজ ইনস্টিটিউশন (PRI) তৈরির সাংবিধানিক সংশোধনীকে চিহ্নিত করতে প্রতি বছর ২৪শে এপ্রিল ভারতে জাতীয় পঞ্চায়েতি রাজ দিবস পালন করা হয়।
  • কেন্দ্রীয় ও রাজ্য সরকারের পরে PRI হল ভারতে শাসনের তৃতীয় স্তর।
  • দিনটি ২৪শে এপ্রিল, ১৯৯৩-এ ভারতে প্রথম পঞ্চায়েতি রাজ ব্যবস্থার প্রতিষ্ঠাকে চিহ্নিত করে।

৩. মধ্যপ্রদেশের কোন জাতীয় উদ্যান সিঙ্গেল ইউজ প্লাস্টিক নিষিদ্ধ করেছে?

(A) ফসিল জাতীয় উদ্যান
(B) মাধব জাতীয় উদ্যান
(C) বান্ধবগড় জাতীয় উদ্যান
(D) বন বিহার জাতীয় উদ্যান

উত্তর
(D) বন বিহার জাতীয় উদ্যান

  • মধ্যপ্রদেশের ভোপালের বন্ বিহার জাতীয় উদ্যান তার প্রাঙ্গনে সিঙ্গেল ইউজ প্লাস্টিক নিষিদ্ধ ঘোষণা করেছে।
  • এটি বর্তমানে একটি জাতীয় উদ্যানের মর্যাদা পেয়েছে, তবে কেন্দ্রীয় চিড়িয়াখানা কর্তৃপক্ষের নির্দেশিকা অনুসরণ করে এটি একটি আধুনিক প্রাণিবিদ্যা পার্ক হিসাবে বিকশিত এবং পরিচালিত হয়।

৪. নিচের কোন দল এখনো পর্যন্ত IPL ২০২৩-এর সর্বোচ্চ রানের টার্গেট দিয়েছে?

(A) চেন্নাই সুপার কিংস
(B) দিল্লি ক্যাপিটালস
(C) গুজরাট ক্যাপিটালস
(D) সানরাইজার্স হায়দ্রাবাদ

উত্তর
(A) চেন্নাই সুপার কিংস

  • চেন্নাই সুপার কিংস (CSK) ২৩শে এপ্রিল ২০২৩-এ কলকাতা নাইট রাইডার্সের (KKR) বিরুদ্ধে মোট ২৩৫/৪ করে IPL ২০২৩-এর সর্বোচ্চ স্কোর রেকর্ড করেছে।
  • IPL ২০২৩-এ এর আগের সর্বোচ্চ টোটাল ছিল ২২৮/৪, যা সানরাইজার্স হায়দ্রাবাদ (SRH) KKR-এর বিরুদ্ধে ১৪ই এপ্রিল ২০২৩-এ করেছিল।

৫. আর্চারি ওয়ার্ল্ড কাপ স্টেজ 1-এ ব্যক্তিগত রিকার্ভ বিভাগে ব্রোঞ্জ পদক জিতলেন কে?

(A) ধীরাজ বোম্মাদেবরা
(B) অভিষেক ভার্মা
(C) তরুণদীপ রাই
(D) অতনু দাস

উত্তর
(A) ধীরাজ বোম্মাদেবরা

  • এছাড়াও ভারতীয় পুরুষদের রিকার্ভ দল ২০২৩ সালের এপ্রিল মাসে আর্চারি ওয়ার্ল্ড কাপ স্টেজ 1-এ একটি শ্যুট-অফে চিনের কাছে হেরে রৌপ্য পদক জিতেছিল।

৬. ভারতে প্রথম ডিজিটাল সায়েন্স পার্ক কোথায় স্থাপিত হবে?

(A) কেরালা
(B) রাজস্থান
(C) উত্তর প্রদেশ
(D) মহারাষ্ট্র

উত্তর
(A) কেরালা

  • ডিজিটাল সায়েন্স পার্ক গবেষণা ও উন্নয়নের পাশাপাশি রাজ্যে প্রযুক্তি স্টার্টআপ এবং ছোট ও মাঝারি আকারের উদ্যোগগুলির জন্য একটি প্ল্যাটফর্ম প্রদান করবে বলে আশা করা হচ্ছে।
  • পার্কটি কেরালা স্টেট ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশনের সহযোগিতায় কেরালা স্টার্টআপ মিশন দ্বারা তৈরি করা হবে।

৭. যুদ্ধ-বিধ্বস্ত সুদান থেকে ভারত সরকার তার নাগরিকদের সরিয়ে নিতে নিচের কোন অপারেশন শুরু করেছে?

(A) অপারেশন সাথী
(B) অপারেশন সারথি
(C) অপারেশন দোস্ত
(D) অপারেশন কাবেরী

উত্তর
(D) অপারেশন কাবেরী

  • বন্দর সুদান থেকে প্রায় ৫০০ আটকে পড়া ভারতীয় নাগরিকদের ফিরিয়ে আনতে অপারেশন কাবেরি চালু করা হয়েছে।
  • অপারেশনটি ভারতীয় জাহাজ এবং বিমান দ্বারা পরিচালিত হচ্ছে, যা পোর্ট সুদানে পাঠানো হয়েছে।
  • অপারেশনটি সুদানে ভারতীয় দূতাবাস দ্বারা তত্ত্বাবধান করা হচ্ছে, যা সুদানী কর্তৃপক্ষের সাথে সমন্বয় করছে।
  • আটকে পড়া নাগরিকরা বেশিরভাগই শ্রমিক এবং পেশাদার যারা COVID-19 মহামারীর কারণে ভারতে ফিরতে পারেনি।

৮. কোন রাজ্য রাজ্য সরকারি চাকরিতে ৬০ শতাংশ থেকে ৭৭ শতাংশে সংরক্ষণের জন্য একটি বিল পাস করেছে?

(A) কেরালা
(B) অন্ধ্রপ্রদেশ
(C) পশ্চিমবঙ্গ
(D) ঝাড়খণ্ড

উত্তর
(D) ঝাড়খণ্ড

  • ঝাড়খণ্ড রিজার্ভেশন অফ ভ্যাকান্সি ইন পোস্ট অ্যান্ড সার্ভিসেস (সংশোধনী) বিল, ২০২২ SC, ST এবং OBC সম্প্রদায়ের পাশাপাশি অর্থনৈতিকভাবে দুর্বল বিভাগগুলির (EWS) জন্য রাজ্য সরকারি চাকরিতে সংরক্ষণ ৬০ শতাংশ থেকে বাড়িয়ে ৭৭ শতাংশ করার প্রস্তাব করেছে।
  • ঝাড়খণ্ডের রাজ্যপাল সম্প্রতি এই বিলটি সরকারের কাছে রিতুর করেছেন, এটি পর্যালোচনা করার নির্দেশ দিয়েছেন।

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button