ইতিহাস MCQ – সেট ২৮ – আধুনিক ভারত
History MCQ – Set 28 – Modern History
৫২১. বিদ্রোহের শপথকে কারা “হুল” বলতো ?
(A) মুন্ডা
(B) বিল
(C) সাঁওতাল
(D) কোল
৫২২. সিপাহী বিদ্রোহের সময় ইংরেজদের সাথে যুদ্ধরত অবস্থায় মৃত্যুবরণ করেন –
(A) বেগম হজরতমহল
(B) মঙ্গল পান্ডে
(C) ঝাঁসির রানী লক্ষ্মীবাঈ
(D) বাহাদুর খাঁ
৫২৩. ব্যারাকপুরে সেনাছাউনিতে মঙ্গল পান্ডে মহাবিদ্রোহের সূচনা করেন –
(A) ১৮৫৭ সালের ২৯শে মার্চ
(B) ১৮৫৭ সালের ৩১শে আগস্ট
(C) ১৮৫৭ সালের ৮ই আগস্ট
(D) ১৮৫৭ সালের ১৫ই জানুয়ারী
৫২৪. ১৮৫৭ সালের ১০ই মে কোন শহরের সেনানিবাসে মহাবিদ্রোহের প্রকৃত সূচনা হয়েছিল বলে মনে করা হয় ?
(A) দিল্লি
(B) মিরাট
(C) ব্যারাকপুর
(D) অযোধ্যা
৫২৫. লখনৌতে মহাবিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন –
(A) বাহাদুর খান
(B) লক্ষ্মীবাঈ
(C) তাঁতিয়া তোপি
(D) বেগম হজরতমহল
৫২৬. কোন গভর্নর জেনারেলের কৃত কাজকর্মকে সিপাহী বিদ্রোহের জন্য সর্বাপেক্ষা দায়ী বলে মনে করা হয় ?
(A) লর্ড বেন্টিঙ্ক
(B) লর্ড ডালহৌসি
(C) লর্ড ওয়েলেসলি
(D) লর্ড কর্নওয়ালিস
৫২৭. ঝাঁসির রানী লক্ষ্মীবাঈয়ের অন্তরঙ্গ বান্ধবী তথা সহচরীর নাম –
(A) বেগম হজরত মহল
(B) চাঁদবিবি
(C) মন্দারবাই
(D) চাঁদনী
৫২৮. ১৮৫৭ সালের সিপাহী বিদ্রোহের পর ব্রিটিশরা কাকে ফাঁসি দেন ?
(A) তাঁতিয়া তোপি
(B) ঝাঁসির রানী লক্ষ্মীবাঈ
(C) দ্বিতীয় বাহাদুর শাহ
(D) নানাসাহেব
৫২৯. মহাবিদ্রোহের পটভূমিতে লেখা রবীন্দ্রনাথের একটি ছোটগল্পের নাম –
(A) গোরা
(B) দুরাশা
(C) মুকুট
(D) তোতাকাহিনী
৫৩০. ঝাঁসি রাজ্যটি ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত হয়েছিল কিভাবে ?
(A) অধীনতামূলক মিত্রতা নীতির ফলে
(B) স্বত্ববিলোপ নীতির মাধ্যমে
(C) গঙ্গাধর রাওকে পরাজিত করে
(D) কুশাসনের অজুহাতে
To check our latest Posts - Click Here