Science MCQ

বিজ্ঞান MCQ – সেট ১৮

Science MCQ – Set 18

৪৭১. [WBCS Preli 11] ৩-৫% পরিমান যে পদার্থ দিয়ে রাবার উত্তপ্ত করার প্রক্রিয়াকে ভ্য়ালকানাইজেশন বলে তা হল – 

(A) গন্ধক
(B) চুন
(C) পটাসিয়াম পারম্যাঙ্গানেট
(D) ন্যাপথালিন

উত্তর :
(A) গন্ধক 

৪৭২. [WBCS Preli 10] অটোরিকশা দ্বারা বায়ুদূষণের পরিমান কমানোর জন্য নিম্নের কোনটির ব্যবহার শুরু হয়েছে ?

(A) পেট্রোল
(B) এলকোহল জ্বালানি
(C) CNG
(D) ডিজেল

উত্তর :
(C) CNG 

৪৭৩. [PSC Misc Preli 10] নিম্নোক্ত কোনটি গ্রীন-হাউস গ্যাস ?

(A) মিথেন
(B) নাইট্রোজেন
(C) ক্লোরিন
(D) এসিটিলিন

উত্তর :
(A) মিথেন 

৪৭৪. [WBCS Preli 09] ভিয়েতনামের যুদ্ধে তথাকথিত “এজেন্ট অরেঞ্জ” বনাঞ্চলে ছড়িয়ে দেওয়া হত – 

(A) শস্য নষ্ট করার জন্য
(B) বায়ু দূষিত করার জন্য
(C) বনাঞ্চলে পাতা ঝরিয়ে শত্রু শিবির খোঁজার জন্য
(D) দাবানল সৃষ্টি করার জন্য

উত্তর :
(C) বনাঞ্চলে পাতা ঝরিয়ে শত্রু শিবির খোঁজার জন্য 

৪৭৫. [PSC Misc Preli 09] ইউরিয়া হল গবেষণাগারে কৃত্রিম উপায়ে প্রস্তুত করা প্রথম জৈব যৌগ , যেটি প্রস্তুত করেছিলেন – 

(A) ল্য়াভয়সিঁয়ে
(B) বার্জেলিয়াস
(C) ভোলহার
(D) পাস্তুর

উত্তর :
(C) ভোলহার




৪৭৬. [PSC Misc Preli 07] এলকেন যৌগরাশিতে মিথেনের পরে আসে – 

(A) প্রোপেন
(B) বিউটেন
(C) বেঞ্জিন
(D) ইথেন

উত্তর :
(D) ইথেন 

৪৭৭. [PSC Misc Preli 07] ঝালাই-এর কাজে ও কৃত্রিম উপায়ে ফল পাকানোর কাজে  ব্যবহৃত জৈব যৌগটি হল – 

(A) CH4
(B) C3H8
(C) C2H2
(D) C2H4

উত্তর :
(C) C2H2

৪৭৮. [WBCS Preli 06] ইথাইল এলকোহল  জলে সম্পূর্ণরূপে মিশ্রিত হয় | ওই মিশ্রণ থেকে ইথাইল এলকোহোলকে পৃথক করা যায় – 

(A) পৃথকীকরণ চোঙের সাহায্যে
(B) বাষ্পীভবনের সাহায্যে
(C) আংশিক  পাতনের সাহায্যে
(D) জলকে বাষ্পীভূত করে

উত্তর :
(C) আংশিক  পাতনের সাহায্যে 

৪৭৯. [WBCS Preli 06] হাইড্রোজেন পারঅক্সাইড -এ  নিচের কোন যৌগের সমপরিমাণ ইলেক্ট্রন রয়েছে ?

(A) HCHO
(B) CH3OH
(C) CH2 = CH2
(D) CH3CHO

উত্তর :
(B) CH3OH

৪৮০. [PSC Misc Preli 06] ৩০০° C  তাপমাত্রায় উত্তপ্ত কপারের ওপর দিয়ে ইথাইল এলকোহল বাস্প প্রবাহিত করলে উৎপন্ন হয় – 

(A) C2H2
(B) CH3CHO
(C) CH3COCH3
(D) C2H6

উত্তর :
(B) CH3CHO

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button