Daily Current Affairs in BengaliCurrent Affairs

29th July Current Affairs Quiz 2021 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bangla

29th July Current Affairs Quiz 2021 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

দেওয়া রইলো ২৯ই জুলাই – ২০২১ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 29th July Daily Current Affairs 2021 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই  সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।


দেখে নাও – 


Daily Current Affairs MCQ in Bengali

১. বিশ্ব বাঘ দিবস বা আন্তর্জাতিক ব্যাঘ্র দিবস প্রতিবছর কোন দিনটিতে পালন করা হয় ?

(A) জুলাই ২৪
(B) জুলাই ২৬
(C) জুলাই ২৮
(D) জুলাই ২৯

উত্তর :
(D) জুলাই ২৯
আন্তর্জাতিক ব্যাঘ্র দিবস বা বিশ্ব বাঘ দিবস সমগ্র বিশ্বে বাঘের সংরক্ষণের জন্য জনসচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে প্রতি বছর ২৯ জুলাই তারিখে পালন করা হয়। ২০১০ সালে সেণ্ট পিটার্সবার্গে অনুষ্ঠিত ব্যাঘ্র অভিবর্তনে এই দিবসের সূচনা হয়।

দেখে নাও ভারতের বিভিন্ন ব্যাঘ্র প্রকল্পের তালিকা – Click Here


২. কোন রাজ্য ভূমিহীন পরিবারকে বছরে ৬,০০০ টাকা দেওয়ার একটি প্রকল্প চালু করার সিদ্ধান্ত নিয়েছে?

(A) ঝাড়খণ্ড
(B) ছত্তীসগড়
(C) ওড়িশা
(D) তেলেঙ্গানা

উত্তর :
(B) ছত্তীসগড়
ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ সম্প্রতি এই প্রকল্পের ঘোষণা করেছেন। প্রকল্পটির নাম হলো – রাজীব গান্ধী গ্রামীন ভূমিহিন কৃষি মজদুর ন্যায় যোজনা।

৩. ২০২১ সালের ২৮ শে জুলাই ৮.২ মাত্রার ভূমিকম্পের পর কোন দেশ সুনামি সতর্কতা জারি করেছে ?

(A) অস্ট্রেলিয়া
(B) নিউজিল্যান্ড
(C) আলাস্কা
(D) জাপান

উত্তর :
(C) আলাস্কা
৮.২ মাত্রার ভূমিকম্পে কাঁপল আলাস্কা। এই ভূমিকম্পের পরে গোটা হাওয়াই দ্বীপ জুড়ে জারি সুনামি সতর্কতা।

৪. বিশ্বের সবচেয়ে বড় নীলকান্তমণির গুচ্ছ (star sapphire cluster ) সম্প্রতি কোন দেশে আবিষ্কৃত হয়েছে ?

(A) শ্রীলঙ্কা
(B) মালদ্বীপ
(C) ইন্দোনেশিয়া
(D) মরিশাস

উত্তর :
(A) শ্রীলঙ্কা
শ্রীলঙ্কার রত্নপুরা শহরে সন্ধান মিলেছে এই তারকার। ফিকে নীল বর্ণের পাথরটির আন্তর্জাতিক বাজারমূল্য আনুমানিক প্রায় ১০০ মিলিয়ন (১০ কোটি) ডলার। রত্নপুরা, অর্থ সিংহলের রত্ন শহর; এটি দক্ষিণ এশিয়ার দেশ শ্রীলঙ্কার রত্ন রাজধানী হিসাবে পরিচিত। এখান থেকে অতীতেও অন্যান্য মূল্যবান পাথর পাওয়া গেছে। শ্রীলঙ্কা স্যাফায়ার এবং অন্যান্য মূল্যবান রত্নের শীর্ষস্থানীয় রপ্তানিকারক দেশ।

৫. ভারতের নতুন এয়ারলাইন স্টার্টআপের নাম কি?

(A) Akash
(B) Akaisha
(C) Akasa
(D) Aksa

উত্তর :
(C) Akasa
ভারতের বিলিয়নিয়ার বিনিয়োগকারী রাকেশ ঝুনঝুনওয়ালা সম্প্রতি এই নতুন এয়ারলাইন স্টার্টআপের কথা ঘোষণা করেছেন।

৬. মার্কিন প্রতিবেদন অনুসারে কোন দেশ তার দ্বিতীয় পারমাণবিক ক্ষেপণাস্ত্র ঘাঁটি নির্মাণ করতে চলেছে ?

(A) চীন
(B) ইসরাইল
(C) ইরান
(D) ইরাক

উত্তর :
(A) চীন
চীন তার জিনজিয়াং অঞ্চলের পূর্বাঞ্চলে হামির কাছে পারমাণবিক ক্ষেপণাস্ত্র ঘাঁটি নির্মাণ করতে চলেছে বলে দাবি করেছে মার্কিন গবেষকরা ।

৭. কোন দেশ করোনা মহামারীর তৃতীয় ওয়েভ আসার সাথে সাথে ‘ডেল্টা’ ভেরিয়েন্টের একটি নতুন মিউট্যান্ট সনাক্তকরণ করেছে?

(A) বাংলাদেশ
(B) ভুটান
(C) নেপাল
(D) পাকিস্তান

উত্তর :
(C) নেপাল
নেপাল সম্প্রতি করোনার ডেল্টা ভারিয়ান্ট (Kappa variant ) সনাক্ত করেছে।

আরো দেখে নাও

সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স – এর সেট গুলি একত্রে 

কারেন্ট অ্যাফেয়ার্স ডিসেম্বর ২০২০ pdf । সাম্প্রতিকী

নোবেল পুরস্কার -২০২০ | Nobel Prize 2020

কারেন্ট অ্যাফেয়ার্স অক্টোবর ২০২০ pdf | সাম্প্রতিকী

এ. পি. জে. আবদুল কালাম কুইজ । Quiz on Dr. APJ Abdul Kalam

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button