Computer MCQ

কম্পিউটার MCQ – সেট ৫

Computer MCQ – Set 5

২১৫১. [SSC MTS 13] MS-DOS -এ একটি ফাইল এর নামে কতগুলো ক্যারেক্টার সর্বোচ্চ থাকতে পারে ?

(A)
(B)
(C) ১০
(D) ১২

উত্তর :
(B)

ফাইল এর নামে ৮ টি এবং এক্সটেনশনে ৩ টি ক্যারেক্টার সর্বোচ্চ থাকতে পারে ।


২১৫২. [SSC MTS 13] USB হলো একধরণের 

(A) স্টোরেজ ডিভাইস
(B) প্রসেসর
(C) পোর্ট
(D) সিরিয়াল বাস 

উত্তর :
(C) পোর্ট

USB হলো একধরণের পোর্ট যেখানে বিভিন্ন ধরণের ডিভাইস লাগানো যেতে পারে ।


২১৫৩. [SSC CGL 13] কোনো একটি প্রোগ্রামে একই স্টেটমেন্ট বার বার রিপিট করলে সেটিকে বলা হয় 

(A) স্ট্রাকচার
(B) লুপিং
(C) কন্ট্রোল স্ট্রাকচার
(D) টাইপ 

উত্তর :
(B) লুপিং

যখন কোনো একটি স্টেটমেন্টকে বার বার এক্সিকিউট করতে হয় তখন প্রোগ্রামে সেটিকে বার বার লেখার বদলে লুপের ব্যবহার করা হয় । কিছু লুপের  উদাহরণ হলো – For Loop , While Loop


২১৫৪. [SSC MTS 13] কম্পিউটার ব্রাউসার হলো একধরণের সফটওয়্যার যার সাহায্যে 

(A) LAN -এ কতগুলি কম্পিউটার আছে জানা যায়
(B) LAN -এর মাধ্যমে কোনো কম্পিউটারে লগইন করা যায়
(C) ইন্টারনেট ওয়েবপেজ দেখা ও খোঁজা যায়
(D) কোনোটিই নয় 

উত্তর :
(C) ইন্টারনেট ওয়েবপেজ দেখা ও খোঁজা যায় 

২১৫৫. [SSC MTS 13] MS-WORD -এ “Replace” অপশনটি কোন মেনুতে থাকে ?

(A) File
(B) View
(C) Insert
(D) Edit

উত্তর :
(D) Edit




২১৫৬. নিম্নের কোনটি একটি ইমপ্যাক্ট প্রিন্টার ?

(A) লেজার প্রিন্টার
(B) ডেইসি হুইল প্রিন্টার
(C) ইংকজেট প্রিন্টার
(D) বাবল জেট প্রিন্টার 

উত্তর :
(B) ডেইসি হুইল প্রিন্টার

ইমপ্যাক্ট প্রিন্টার হলো সেই ধরণের প্রিন্টার যেখানে কোনো ধাতব বা প্লাষ্টিক হেড একটি কালী মাখানো রিবন এর ওপরে আঘাত করে টাইপ করে । ডট ম্যাট্রিক্স প্রিন্টার, ডেইসি হুইল প্রিন্টার, ড্রাম প্রিন্টার, চেইন প্রিন্টার, লাইন প্রিন্টার প্রভৃতি হলো ইমপ্যাক্ট প্রিন্টার এর উদাহরণ ।


২১৫৭. [SSC CGL 13] নিম্নের কোনটি বেমানান ?

(A) মাইক্রোওয়েভস   ( Microwaves )
(B) কোএক্সিয়াল কেবল ( Coaxial Cable )
(C) অপটিক্যাল ফাইবার ( Optical Fibre )
(D) টুইস্টেড পেয়ার ওয়্যার ( Twisted Paid Wire ) 

উত্তর :
(A) মাইক্রোওয়েভস   ( Microwaves )

একমাত্র মাইক্রোওয়েভ ওয়্যারলেস


২১৫৮. [SSC CGL 13] ডিজিটাল সার্কিট কোন ধরণের ইনফরমেশন সিস্টেম বুঝতে পারে ?

(A) রোমান সিস্টেম
(B) হেক্সাডেসিমাল সিস্টেম
(C) বাইনারি সিস্টেম
(D) হেক্সাডেসিমাল সিস্টেম ও বাইনারি সিস্টেম 

উত্তর :
(C) বাইনারি সিস্টেম 

২১৫৯. [SSC CHSL 12] টেলনেট ( Telnet ) হলো 

(A) ব্রাউসার
(B) প্রোটোকল
(C) গেটওয়ে
(D) সার্চ ইঞ্জিন 

উত্তর :
(B) প্রোটোকল 

২১৬০. [SSC CHSL 12] ODBC কথাটির পুরো অর্থ হলো ?

(A) Object Database Communication
(B) Open Database Communication
(C) Open Database Connectivity
(D) Object Database Connectivity 

উত্তর :
(C) Open Database Connectivity 

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

2 Comments

দেখে নাও
Close
Back to top button