NotesGeneral Knowledge Notes in Bengali
বিভিন্ন স্থানের বর্তমান নাম ও পূর্বনাম তালিকা – PDF
Old and New Names of Different Places

বিভিন্ন স্থানের বর্তমান নাম ও পূর্বনাম তালিকা
নিচে ছকের সাহায্যে বিভিন্ন স্থান, শহর, দেশ, সাগর , মহাসাগর, রাজ্য প্রভৃতির বর্তমান ও পূর্ব নাম সুন্দর করে দেওয়া রইলো । বিভিন্ন স্থানের বর্তমান নাম ও পূর্বনাম তালিকার একটি সুন্দর PDF ফাইল অফলাইন পড়ার জন্য তোমরা নিচে পেয়ে যাবে ।
বিভিন্ন স্থানের পরিবর্তিত নাম তালিকা
| বর্তমান নাম | পূর্বনাম | |
| ১ | ভারতবর্ষ | জম্বুদ্বীপ |
| ২ | দক্ষিণ ভারত | দাক্ষিণাত্য/ দক্ষিণাপথ |
| ৩ | উত্তর ভারত | আর্যাবর্ত / উত্তরাপথ |
| ৪ | উত্তরবঙ্গ | পুন্ড্রু |
| ৫ | পূর্ববঙ্গ | সমতট |
| ৬ | দিল্লি | ইন্দ্রপ্রস্থ |
| ৭ | পুরোনো দিল্লি | শাহ্জাহানাবাদ |
| ৮ | মহারাষ্ট্র | বিদর্ভ |
| ৯ | গুজরাট | সৌরাষ্ট্র |
| ১০ | আসাম | কামরূপ / প্রাগ্জ্যোতিষপুর |
| ১১ | অরুণাচল প্রদেশ | নর্থ ইস্ট ফ্রন্টিয়ার এজেন্সী |
| ১২ | ওড়িশা | কলিঙ্গ / উৎকল |
| ১৩ | কর্ণাটক | মহীশূর |
| ১৪ | মিজোরাম | লুসাই হিলস |
| ১৫ | দক্ষিণ বিহার | মগধ |
| ১৬ | উত্তর বিহার | ভাজ্জি |
| ১৭ | পূর্ব বিহার | অঙ্গ |
| ১৮ | বিহার শরিফ | ওদন্তপুরী |
| ১৯ | পাটনা | পাটলিপুত্র |
| ২০ | বাংলা | গৌড়বঙ্গ |
| ২১ | বেঙ্গালুরু | ব্যাঙ্গালোর |
| ২২ | মুম্বাই | বোম্বে |
| ২৩ | চেন্নাই | মাদ্রাজ |
| ২৪ | রাজস্থান | রাজপুতানা |
| ২৫ | পাঞ্জাব | পৌরব |
| ২৬ | জলন্ধর | কর্তৃপুর |
| ২৭ | কলকাতা | আলিনগর |
| ২৮ | তিরুবনন্তপুর | ত্রিবান্দম |
| ২৯ | জয়পুর | মৎস্য |
| ৩০ | এলাহাবাদ | বৎস্য , প্রয়াগরাজ |
| ৩১ | অযোধ্যা | কোশল |
| ৩২ | আমেদাবাদ | কর্ণাবতী |
| ৩৩ | ডিগবয় | বরবিল |
| ৩৪ | দৌলতাবাদ | দেবগিরি |
| ৩৫ | রাজগির | রাজগৃহ |
| ৩৬ | কাশ্মীর | তক্ষশীলা |
| ৩৭ | মুঙ্গের | মন্দাগিরি |
| ৩৮ | তমলুক | তাম্রলিপ্ত |
| ৩৯ | মালদহ | লক্ষণাবতী |
| ৪০ | বাঁকুড়া | মল্লভূমি |
| ৪১ | কোচবিহার | কামতাপুর |
| ৪২ | কর্ণসুবর্ণ | রাঙ্গামাটি / রাঙ্গাভূমি |
| ৪৩ | বহরমপুর | ব্রহ্মপুর |
| ৪৪ | মুশির্দাবাদ | মুকসুদাবাদ |
| ৪৫ | কোজিকোড | কালিকট |
| ৪৬ | মালয় | অবন্তি |
| ৪৭ | আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ | শহীদ ও স্বরাজ দ্বীপ |
| ৪৮ | বঙ্গোপসাগর | পূর্ব সাগর |
| ৪৯ | ভারত মহাসাগর | হিন্দু সাগর |
| ৫০ | সম্ভাজিনগর | ঔরঙ্গাবাদ |
Download Section
- File Name : বর্তমান নাম – পূর্বনাম
- File Size :
- Format : PDF
- No. of Pages :
- Language : Bengali
এরকম আরও কিছু পোস্ট :
- ভারতের বিভিন্ন রাজ্যের লোকনৃত্য
- বিভিন্ন খেলাধুলায় খেলোয়াড় সংখ্যা
- পশ্চিমবঙ্গের নদী তীরবর্তী শহর
- ভারতের প্রথম ঘটনাবলি
- বিখ্যাত মনীষীদের সমাধিস্থল
- সেনসাস ( আদমশুমারি ) ২০১১
- গুরুত্বপূর্ণ নদ-নদী
বিভিন্ন স্থানের পরিবর্তিত নাম সম্পর্কিত প্রশ্ন ও উত্তর
বাঁকুড়ার পূর্ব নাম কি ছিল ?
বাঁকুড়ার পূর্ব নাম ছিল মল্লভূমি।
দেবগিরি কোন শহরের পূর্বনাম ছিল ?
দৌলতাবাদের পূর্বনাম ছিল দেবগিরি।
মুর্শিদাবাদের পূর্ব নাম কি ছিল ?
মুর্শিদাবাদের আগের নাম ছিল মুখসুসাবাদ, মুখসুদাবাদ , মুকসুদাবাদ ।
সম্ভাজিনগর পূর্বনাম কি ছিল ?
ঔরঙ্গাবাদ
To check our latest Posts - Click Here








