History MCQ Questions in Bengali

ইতিহাস – সেট MCQ ২১ – প্রাচীন ভারত

ইতিহাস – সেট MCQ ২১ – প্রাচীন ভারত

২০১. ঋগবেদের কোন অংশ পরবর্তী বৈদিক যুগে রচিত বলে মনে করা হয়?

(A) তৃতীয় মন্ডল
(B) সপ্তম মন্ডল
(C) নবম মন্ডল
(D) দশম মন্ডল

উত্তর :
(D) দশম মন্ডল

২০২. ভারতীয় পূরণের সংখ্যা কতগুলি?

(A) ১০
(B) ১২
(C) ১৫
(D) ১৮

উত্তর :
(D) ১৮

২০৩. “সত্যমেব জয়তে” কথাটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে?

(A) বুদ্ধচরিত
(B) অর্থশাস্ত্র
(C) মুণ্ডক উপনিষদ
(D) মহাভারত

উত্তর :
(C) মুণ্ডক উপনিষদ

২০৪. ত্রিপিটকের “পিটক” কথাটির অর্থ কি?

(A) গ্রন্থ
(B) সত্য
(C) সিদ্ধান্ত
(D) ঝুড়ি

উত্তর :
(D) ঝুড়ি

২০৫. চতুবর্ণের কথা প্রথম কোথায় পাওয়া যায়?

(A) ঋগবেদের দশম মন্ডলের পুরুষ সূক্তে
(B) ত্রিপিটকের অভিধর্ম পিটকে
(C) মুন্ডক উপনিষদে
(D) রামায়ণের অযোধ্যা কাণ্ডে

উত্তর :
(A) ঋগবেদের দশম মন্ডলের পুরুষ সূক্তে




২০৬. কোন বেদে তন্ত্রবিদ্যা, মারণ-উচাটন, ডাইনি বিদ্যা ইত্যাদির উল্লেখ আছে?

(A) ঋগবেদ
(B) সামবেদ
(C) যজুর্বেদ
(D) অথর্ববেদ

উত্তর :
(D) অথর্ববেদ 

২০৭. দ্বাদশ অঙ্গে কার প্রচারিত ধর্মমত বর্ণিত আছে ?

(A) বুদ্ধ
(B) মহাবীর
(C) ঋষভনাথ
(D) শঙ্করাচার্য

উত্তর :
(B) মহাবীর

২০৮. কলিঙ্গরাজ খরবেলের কীর্তি কোন শিলালিপিতে বর্ণিত হয়েছে?

(A) গঞ্জাম লিপি
(B) হাতিগুম্ফা লিপি
(C) নাসিক লিপি
(D) জুনাগড় লিপি

উত্তর :
(B) হাতিগুম্ফা লিপি 

২০৯. বেদের অপর নাম অপৌরুষেয় কেন?

(A) পুরুষরা বেদপাঠে যোগ্য নন
(B) নারীরা বেদপাঠে যোগ্য নন
(C) বেদ নারীদের দ্বারা সৃষ্ট
(D) বেদ মানুষের সৃষ্ট না

উত্তর :
(D) বেদ মানুষের সৃষ্ট না

২১০. চালুক্যরাজ দ্বিতীয় পুলকেশীর কাছে হর্ষবর্ধনের পরাজয়ের ঘটনার ঐতিহাসিক উৎস কি?

(A) ফো-কুও-কিং
(B) হর্ষচরিত
(C) গঞ্জাম লিপি
(D) আইহোল লিপি

উত্তর :
(D) আইহোল লিপি 

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button