Science MCQ

বিজ্ঞান – সেট ১২ – জীবনবিজ্ঞান

Science MCQ – Set 12 – Biology

১২১. [WBCS Preli 08] ক্যান্সারের কারণ যে জিনগুলির সক্রিয়তা সেগুলি হল – 

(A) রেগুলেটরি জিন
(B) অনকো জিন
(C) স্ট্রাকচারাল জিন
(D) জাম্পিং জিন

[spoiler title=”উত্তর : “] (B) অনকো জিন [/spoiler]

১২২. [WBCS Preli 07] মানুষের বংশগতিগত গঠনে পুরুষের বৈশিষ্ট্য হিসেবে থাকে

(A) XY ক্রোমোজোম
(B) XX ক্রোমোজোম
(C) XO  ক্রোমোজোম
(D) XXO ক্রোমোজোম

[spoiler title=”উত্তর : “] (A) XY ক্রোমোজোম  [/spoiler]

১২৩. [PSC Clerk Preli 05] কোষ বিভাজনের কোন দশায় DNA -এর দ্বিতন্ত্রীকরণ ঘটে?

(A) G1 দশা
(B) G2 দশা
(C) S দশা
(D) M দশা

[spoiler title=”উত্তর : “] (C) S দশা  [/spoiler]

১২৪. [WBCS Preli 03] যার দ্বারা জিনগত সংকেত বাহিত হয় – 

(A) ফ্যাটি অ্যাসিড
(B) প্রোটিন
(C) নিউক্লিক অ্যাসিড
(D) কার্বোহাইড্রেট

[spoiler title=”উত্তর : “] (C) নিউক্লিক অ্যাসিড [/spoiler]

১২৫. মানুষের জননকোষে (গ্যামেট ) ক্রোমোজোমের সংখ্যা – 

(A) ২৩ জোড়া
(B) ২২ জোড়া
(C) ২৩ টি
(D) ১ জোড়া

[spoiler title=”উত্তর : “] (C) ২৩ টি
২৩ টি ( ২২ টি অটোজোম , ১ টি সেক্স ক্রোমোজোম) , জননকোষে দেহকোষের ( ডিপ্লয়েড) ঠিক অর্ধেক ( হ্যাপ্লয়েড ) ক্রোমোজোম থাকে[/spoiler]



১২৬. [PSC Clerk Preli 04] যৌগিক অণুবীক্ষণ যন্ত্র কে আবিষ্কার করেন?

(A) রবার্ট হুক
(B) লিউয়েন হুক
(C) জ্যানসেন পিতা-পুত্র
(D) ডুজারডিন

[spoiler title=”উত্তর : “] (C) জ্যানসেন পিতা-পুত্র  [/spoiler]

১২৭. সর্বপ্রথম সরলতম অণুবীক্ষণ যন্ত্র কে আবিষ্কার করেন?

(A) রবার্ট হুক
(B) লিউয়েনহুক
(C) পারকিনজি
(D) রবার্ট ব্রাউন

[spoiler title=”উত্তর : “] (B) লিউয়েনহুক [/spoiler]

১২৮. [WBCS Preli 11] ওয়াটসন ও ক্রিক কি আবিষ্কারের জন্য বিখ্যাত?

(A) প্লাসমোডিয়াম ভাইভ্যাক্স
(B) ভ্যাকসিনিয়া
(C) ডিএনএ -এর গঠন
(D) এন্টিবডি

[spoiler title=”উত্তর : “] (C) ডিএনএ -এর গঠন [/spoiler]

১২৯. কোন হরমোনের অভাবে মধুমেহ রোগ হয়?

(A) ইনসুলিন
(B) গ্লুকাগন
(C) থাইরক্সিন
(D) ADH

[spoiler title=”উত্তর : “] (A) ইনসুলিন [/spoiler]

১৩০. সেল তত্ত্ব প্রকাশ করেন – 

(A) স্লেইডেন ও সোয়ান
(B) বেনসন ও কেলভিন
(C) ডিকসন ও জলি
(D) বান্টিং ও বেস্ট

[spoiler title=”উত্তর : “] (A) স্লেইডেন ও সোয়ান [/spoiler]

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

দেখে নাও
Close
Back to top button