ভূগোল MCQ – সেট ১০
Geography MCQ – Set 10
১১১. [WBCS Preli 06] কাথিয়াওয়ার উপসাগর নিম্নলিখিত কোনটির প্রাকৃতিক অংশ?
(A) পশ্চিম উপকূলভূমি
(B) দাক্ষিণাত্য মালভূমি
(C) উপকূল ভূমি
(D) কচ্ছ উপসাগর
১১২. [WBCS Preli 04] ভারতের দীর্ঘতম হিমবাহ হল –
(A) সিয়াচেন
(B) জেমু
(C) কোলহাই
(D) পিন্ডারী
১১৩. [PSC Misc Preli 06] রণ হচ্ছে –
(A) বালিয়াড়ি
(B) উপসাগর
(C) প্লায়া হ্রদ
(D) মরুভূমি
১১৪. [WBCS Preli 04] উপদ্বীপীয় ভারতের সর্বোচ্চ শৃঙ্গ হল
(A) দোদাবেতা
(B) আনাইমুদি
(C) মাউন্ট আবু
(D) চিকলদা
১১৫. [PSC Misc Preli 02] পশ্চিমঘাট পর্বতমালার অপর নাম –
(A) সহ্যাদ্রি
(B) মলয়াদ্রি
(C) উত্তর সরকার
(D) কোঙ্কন
১১৬. [PSC Misc Preli 01] আরাবল্লির সর্বোচ্চ শৃঙ্গ –
(A) মাউন্ট আবু
(B) কালসুৱাই
(C) গুরুশিখর
(D) দোদাবেতা
১১৭. পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ –
(A) কালসুৱাই
(B) মহেন্দ্রগিরি
(C) অমরকণ্টক
(D) ধূপগড়
১১৮. ছোটনাগপুর মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ –
(A) মানপুর
(B) গুরুশিখর
(C) পরেশনাথ
(D) নকরেক
১১৯. ভোরঘাট পাস্ কোথায় অবস্থিত?
(A) জম্মু- কাশ্মীর
(B) সিকিম
(C) মহারাষ্ট্র
(D) কেরালা
১২০. মহাকাল পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ –
(A) অমরকণ্টক
(B) ধূপগড়
(C) পাঁচমারি
(D) কালসুৱাই
To check our latest Posts - Click Here