রাষ্ট্রবিজ্ঞান MCQ – সেট ৮

Indian Polity MCQ – Set 8
51. [Psc Misc Preli 08] ভারতীয় সংবিধানের ১৯ নম্বর ধারার বিষয়বস্তু হল
(A) সাম্যের অধিকার
(B) ধর্মীয় স্বাধীনতার অধিকার
(C) শোষণের বিরুদ্ধে অধিকার
(D) স্বাধীনতার অধিকার
52. [WBCS Preli 05] কোনটি মৌলিক অধিকার নয় –
(A) সমতার অধিকার
(B) ধর্মীয় স্বাধীনতার অধিকার
(C) ধর্মঘট করার অধিকার
(D) শোষণের বিরুদ্ধে অধিকার
53. [WBCS Preli 05] ভারতীয় সংবিধানের ২৫ নম্বর ধারায় উল্লেখ রয়েছে –
(A) সাংস্কৃতিক ও শিক্ষা সংক্রান্ত অধিকার
(B) ধর্মীয় স্বাধীনতার অধিকার
(C) সরকারি প্রতিষ্ঠানে ধর্ম শিক্ষার ওপর নিষেধাজ্ঞা
(D) শোষণের বিরুদ্ধে অধিকার
54. [PSC Misc Preli 00] মৌলিক অধিকারগুলি স্থগিত রাখার আদেশ দিতে পারেন –
(A) সংসদ
(B) সংসদের অনুমতি সাপেক্ষে রাষ্ট্রপতি
(C) সর্বোচ্চ আদালতের সুপারিশক্রমে রাষ্ট্রপতি
(D) মন্ত্রিসভার অনুমোদনক্রমে রাষ্ট্রপতি
55. [WBCS Preli 05] কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে “সম্পত্তির অধিকার” -কে মৌলিক অধিকারের তালিকা থেকে বহির্ভূত করা হয়েছে?
(A) ৪০
(B) ৪১
(C) ৪২
(D) ৪৪
56. [Psc Misc Preli 00] ভারতীয় সংবিধানের কোন ধারায় যে কোনো রকমের অস্পৃশ্যতাকে অসাংবাধিনিক হিসেবে ঘোষণা করা হয়েছে?
(A) ৪৪
(B) ১৪
(C) ১৭
(D) ১৯
57. কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে মৌলিক কর্তব্য সংক্রান্ত অংশটি সংবিধানের অন্তর্ভুক্ত করা হয়েছে?
(A) ৪০
(B) ৪১
(C) ৪২
(D) ৪৪
58. [WBCS Preli 07] কোন সালে সংবিধান সংশোধনীর মাধ্যমে মৌলিক কর্তব্য সংক্রান্ত অংশটি সংবিধানের অন্তর্ভুক্ত করা হয়েছে?
(A) ১৯৭৬
(B) ১৯৭৭
(C) ১৯৮০
(D) ১৯৮২
59. [WBCS Preli 13] বাকস্বাধীনতা হল একটি –
(A) মৌলিক অধিকার
(B) নির্দেশাত্মক নীতি
(C) রাজ্য বিধানসভার প্রণীত অধিকার
(D) ওপরের কোনোটিই নয়
60. ভারতের নাগরিকত্ব কি ধরণের ?
(A) এক-নাগরিকত্ব
(B) দ্বি-নাগরিকত্ব
(C) বহু-নাগরিকত্ব
(D) সবগুলি
To check our latest Posts - Click Here