QuizQuiz

বাংলা কুইজ – সেট ৭২

Bengali Quiz – Set 72

১. আমাদের মধ্যে খুব প্রচলিত কোন খেলার আদিনাম মোক্ষপথ যার উৎপত্তি ভারতে হয়েছিলে?

উত্তর :
সাপ-সিঁড়ি

২. ভারতের আইন কমিশন সাধারণত কত বছর অন্তর তৈরী হয়?

উত্তর :
তিন বছর

৩. কোন কেন্দ্রশাসিত অঞ্চলের সাক্ষরতার হার সব থেকে বেশি?

উত্তর :
লাক্ষাদ্বীপ

৪. আন্টার্কটিকায় কোন ভারতীয় ব্যাংকের শাখা রয়েছে?

উত্তর :
এলাহাবাদ ব্যাঙ্ক

৫. কোন ভিটামিন তাপে নষ্ট হয়ে যায়?

উত্তর :
ভিটামিন C

৬. আফগানিস্তানের দীর্ঘ্যতম নদীটির নাম কি?

উত্তর :
হেলমন্দ

৭. ভারতের কোন নদীর জলে লবণের ভাগ বেশি থাকার জন্য সেটির ওপর নাম লবণভাতি?

উত্তর :
লুনি

৮. ২০১৮ সালে ভারতের সর্বশ্রেষ্ঠ গ্রাম পঞ্চায়েতের তকমা পেল পশ্চিমবঙ্গের কোন গ্রাম পঞ্চায়েতটি?

উত্তর :
দিগম্বরপুর গ্রাম পঞ্চায়েত, দক্ষিণ ২৪ পরগনা

৯. দক্ষিণ ভারতে কোন গাছকে সবুজ সোনা বলা হয়?

উত্তর :
নারকেল গাছ

১০. কোন ক্রিকেট খেলোয়াড়ের ডাকনাম ‘জাট’?

উত্তর :
শিখর ধাওয়ান

To check our latest Posts - Click Here

Telegram

Anupam Halder

Site Admin, Technical Manager, Active author of BanglaQuiz.in , Quiz and GK enthusiast , Specialized in Traditional GK

Related Articles

দেখে নাও
Close
Back to top button