QuizQuiz

বাংলা কুইজ – সেট ৬৮

Bengali Quiz – Set 68

১. ভারতের কোন অভিনেতার ঠাকুরদা ভারত ও ইংল্যান্ড, দুই দেশের হয়েই ক্রিকেট খেলেছিলেন?
[spoiler title=”উত্তর : “]সইফ আলি খান ( ঠাকুরদার নাম – ইফতিখার আলি খান পাতৌদি)[/spoiler]


২. ভারতের কোন রাজ্যের উপকূল রেখা দীর্ঘতম?
[spoiler title=”উত্তর : “]গুজরাট[/spoiler]


৩. ভারতের কোন রাজ্যের কৃষকদের “কুনবি” বলা হয়?
[spoiler title=”উত্তর : “]গুজরাট[/spoiler]


৪. কার লেখা দ্বিতীয় উপন্যাস “The Lowland “?
[spoiler title=”উত্তর : “]ঝুম্পা লাহিড়ী[/spoiler]


৫. ‘Telegraph War’ – ভারতের কোন বিদ্রোহের আরেক নাম?
[spoiler title=”উত্তর : “]১৮৫৭ সালের সিপাহী বিদ্রোহ[/spoiler]


৬. অয়েল অফ ভিট্রিওল নামে কোন অ্য়াসিডটি পরিচিত?
[spoiler title=”উত্তর : “]সালফিউরিক অ্যাসিড[/spoiler]


৭. ভুটানের পতাকায় কিলখোর লোপেন জাডা কি এঁকেছিলেন?
[spoiler title=”উত্তর : “]ড্রাগন[/spoiler]


৮. ১৯৩৩ সালের “Now or Never ” পুস্তিকাটিতে কোন শব্দটি প্রথমবারের জন্য লেখা হয়েছিল?
[spoiler title=”উত্তর : “]পাকিস্তান[/spoiler]


৯. কম্পিউটারে একটি ফাইল সিলেক্ট করে F2 বাটন টিপলে কি হবে?
[spoiler title=”উত্তর : “]ফাইলটিকে রিনেম করতে দেবে[/spoiler]


১০. প্রতিসরাঙ্ক বোঝানোর জন্য সি. ভি. রমন কোন পদার্থের ওপরে ১৬টি পেপার লিখেছিলেন?
[spoiler title=”উত্তর : “]হীরে[/spoiler]


To check our latest Posts - Click Here

Telegram

Anupam Halder

Site Admin, Technical Manager, Active author of BanglaQuiz.in , Quiz and GK enthusiast , Specialized in Traditional GK

Related Articles

দেখে নাও
Close
Back to top button