
Bengali Quiz – Set 58
১. রবীন্দ্রনাথ ঠাকুর পরিচালিত একমাত্র চলচ্চিত্র কোনটি?
উত্তর :
নটীর পূজা ( মাত্র চার দিনে ছবির শুটিং শেষ হয়। শান্তিনিকেতনের ছাত্রছাত্রীদের অভিনীত এ চলচ্চিত্রে উপালির চরিত্রে অভিনয় করেন রবীন্দ্রনাথ স্বয়ং)
২. ভারতের প্যারিস কোন শহরকে বলা হয়?
উত্তর :
জয়পুর
৩. মানুষের কোন অঙ্গটি সরাসরি বায়ু থেকে অক্সিজেন গ্রহণ করে?
উত্তর :
কর্নিয়া
৪. ভারতের কোন মেট্রো স্টেশন প্রথম সম্পূর্ণরূপে নারী কর্মীদের দ্বারা পরিচালিত?
উত্তর :
শ্যামনগর মেট্রো স্টেশন , জয়পুর
৫. কোন প্রাণী মুখ দিয়ে মলত্যাগ করে?
উত্তর :
বাঁদুড়
৬. কোন খেলার ইংরেজি নাম “hopscotch”?
উত্তর :
কিৎ কিৎ
৭. কোন ঘটনাকে জওহরলাল নেহেরু “পিছন থেকে ছুরি মারা” বলেছিলেন?
উত্তর :
১৯৬২-এর ভারত -চীন যুদ্ধ
৮. দক্ষিণ গোলার্ধে কোন নক্ষত্রের সাহায্যে অক্ষাংস নির্ণয় করা হয়?
উত্তর :
হ্যাডলির অকট্যান্ট
৯. আলুর চোখগুলি আসলে কি?
উত্তর :
কাক্ষিক মুকুল
১০. অক্সফোর্ডের প্রথম ভারতীয় অধ্যাপক কে ছিলেন?
উত্তর :
ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণান
To check our latest Posts - Click Here