Bengali Quiz – Set 57
১. ডঃ আম্বেদকর কোন পবিত্র হিন্দু গ্রন্থ জনসমক্ষে পুড়িয়েছিলেন?
উত্তর :
মনুস্মৃতি
২. প্লাষ্টিক মুদ্রা প্রথম কোন দেশ চালু করে?
উত্তর :
অস্ট্রেলিয়া
৩. মানুষের শরীরের সব থেকে শক্তিশালী পেশি কোনটি?
উত্তর :
জিহ্বা
৪. কোন গাছ সব থেকে তাড়াতাড়ি বাড়ে?
উত্তর :
বাঁশ গাছ
৫. পশ্চিমবঙ্গে বিধান পরিষদ কবে অবলুপ্ত হয়?
উত্তর :
১লা আগষ্ট, ১৯৬৯
৬. মিস্টার বিনের চরিত্রে কোন অভিনেতা অভিনয় করেন?
উত্তর :
রোয়ান অ্যাটকিনসন
৭. বায়োলজির নিউটন কাকে বলা হয়?
উত্তর :
ডারউইন
৮. ফুটবল বিশ্বকাপ প্রথম কোন দল জেতে?
উত্তর :
উরুগুয়ে
৯. “অসতো মা সাদ গময়ো, তমসো মা জ্য়োতির গময়ো, মৃত্যুর মা অমৃতম্ গময়ো” ( Lead us from ignorance to truth, Lead us from darkness to light, Lead us from death to deathlessness) – এই সংস্কৃত স্তোত্রটি কোন উপনিষদ থেকে নেওয়া?
উত্তর :
বৃহদারণ্যক্ উপনিষদ
১০. ডাবের জলে কোন হরমোন থাকে?
উত্তর :
কায়ানিন
To check our latest Posts - Click Here