Bengali Quiz – Set 51
১. “শুদ্রক” সংবাদপত্রটির প্রথম সম্পাদক কে ছিলেন?
উত্তর :
গোপালকৃষ্ণ গোখলে
২. কফি গাছের উৎপত্তি কোন দেশ থেকে?
উত্তর :
ইথিওপিয়া
৩. অমিতাভ বচ্চনের আসল নাম কি?
উত্তর :
ইনকিলাব শ্রীবাস্তব
৪. কমনওয়েলথ গেমস ২০১৮- তে ভারতের মোট পদকসংখ্যা কত?
উত্তর :
৬৬
৫. দাদাসাহেব ফালকে পুরস্কারটি কত সাল থেকে দেওয়া শুরু হয়েছে?
উত্তর :
১৯৬৯
৬. ওজ়োন স্তর বায়ুমণ্ডলের কোন অংশে অবস্থিত ?
উত্তর :
স্ট্র্যাটোস্ফিয়ার
৭. “আয়রন লেডি অফ মণিপুর” – কাকে বলা হয় ?
উত্তর :
শর্মিলা চানু
৮. সাইলেন্ট ভ্যালি জাতীয় উদ্যান উদ্বোধন করেন কে ?
উত্তর :
রাজীব গান্ধি
৯. কোন মৌলের পারমাণবিক সংখ্যা ৮ ?
উত্তর :
অক্সিজেন
১০. বাংলায় কৌলিন্য প্রথা কে চালু করেন ?
উত্তর :
বল্লাল সেন
To check our latest Posts - Click Here
Very Helpful for competitive exam