Daily Current Affairs in BengaliCurrent Affairs

6th August Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bangla

6th August Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

দেওয়া রইলো ৬ই আগস্ট – ২০২২ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 6th August Current Affairs Quiz 2022 – Bengali  ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই  সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।

সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here 

Daily Current Affairs MCQ in Bengali


১. কোন রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলে ভারতীয় সেনাবাহিনী প্রথম ‘Machhal Women’s Cricket League’-এর আয়োজন করেছে?

(A) হিমাচল প্রদেশ
(B) চণ্ডীগড়
(C) জম্মু ও কাশ্মীর
(D) নাগাল্যান্ড

উত্তর :
(C) জম্মু ও কাশ্মীর

  • উত্তর কাশ্মীরে, ভারতীয় সেনাবাহিনী স্থানীয় কর্তৃপক্ষের সহযোগিতায় প্রথম মাছাল মহিলা ক্রিকেট লিগের আয়োজন করেছে।
  • ভারতীয় সেনাবাহিনী নিয়ন্ত্রণ রেখা (LOC) বরাবর বসবাসরত সীমান্তবর্তী জেলার যুবকদের ক্রীড়া কার্যক্রমে যুক্ত করার জন্য এই মাছাল লিগের আয়োজন করে।
  • এই খেলায় মাছাল, পুশ্বরী ও দুদি গ্রামের মেয়েরা অংশ নিয়েছে।

২. প্রখ্যাত নৃত্যশিল্পী গরিমা হাজারিকা সম্প্রতি প্রয়াত হলেন। তিনি মূলত কোন নৃত্যশিল্পের সঙ্গে যুক্ত ছিলেন?

(A) সত্রীয়া নৃত্য
(B) কত্থক
(C) মনিপুরী
(D) কথাকলি

উত্তর :
(A) সত্রীয়া নৃত্য

  • আসামের শাস্ত্রীয় সাত্রিয়া নৃত্যের বিশিষ্ট উদ্যোক্তা গরিমা হাজারিকা ৫ই অগস্ট ২০২২-এ ৮৩ বছর বয়সে প্রয়াত হলেন।
  • এর পাশাপাশি তিনি ওডিসি এবং কত্থক নৃত্যেও দক্ষ ছিলেন।
  • তিনি ২০০৬ সালে মর্যাদাপূর্ণ ‘সঙ্গীত নাটক আকাদেমি পুরস্কারে=’-এ ভূষিত হয়েছিলেন।
  • তিনি ১৬টি অসমীয়া চলচ্চিত্রে নৃত্য পরিচালক ছিলেন।

৩. ‘World U20 Athletics Championship 2022’-এ দুটি পদক জয়ী প্রথম ভারতীয় অ্যাথলিট কে হলেন?

(A) প্রিয়া মোহন
(B) দুতি চাঁদ
(C) হিমা দাস
(D) রূপাল চৌধুরী

উত্তর :
(D) রূপাল চৌধুরী

  • রূপাল চৌধুরী ‘ওয়ার্ল্ড জুনিয়র চাপম্যানশিপে’ দুটি পদক জয়ী প্রথম ভারতীয় হয়ে উঠেছেন।
  • ৪X৪০০ মিটার রিলে রেসে রৌপ্য জয়ের পর, তিনি মহিলাদের ৪০০ মিটার দৌড়ে ব্রোঞ্জ জিতেছেন।
  • এটি ১ থেকে ৬ই আগস্ট ২০২২ পর্যন্ত কলম্বিয়ার ক্যালিতে অনুষ্ঠিত হয়েছে।

৪. কমনওয়েলথ গেমস ২০২২-এ মহিলাদের রেসলিংয়ের ৫৭ কেজি ফ্রিস্টাইল বিভাগের সম্প্রতি কে রৌপ্য পদক জিতেছেন?

(A) আংশু মালিক
(B) সাক্ষী মালিক
(C) আইরিন সিমেওনিডিস
(D) ওদুনায়ো ফোলাসাদে আদেকুওরোয়ে

উত্তর :
(A) আংশু মালিক

  • কুস্তিগীর আংশু মালিক ৫ই জুলাই ২০২২-এ কমনওয়েলথ গেমস ২০২২-এ মহিলাদের রেসলিংয়ের ৫৭ কেজি ফ্রিস্টাইল বিভাগের ফাইনালে রৌপ্য পদক জিতেছেন।
  • ফাইনালে তিনি নাইজেরিয়ার ওদুনায়ো ফোলাসাদে আদেকুরোয়ের বিপক্ষে ৩-৭ ব্যবধানে পরাজিত হয়েছিলেন।
  • ২০২১ সালে, আংশু প্রথম ভারতীয় মহিলা হিসাবে ‘World Wrestling Championship’-এ রৌপ্য জিতেছিলেন।

৫. প্রতিবছর কোন দিনটিতে হিরোশিমা দিবস পালিত হয়?

(A) ৫ই আগস্ট
(B) ১৬ই জুলাই
(C) ১৫ই আগস্ট
(D) ৬ই আগস্ট

উত্তর :
(D) ৬ই আগস্ট

  • পরমাণু বোমা বিস্ফোরণের ভয়াবহ প্রভাব সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দিতে এবং শান্তির রাজনীতি প্রচারের জন্য প্রতি বছর ৬ই আগস্ট হিরোশিমা দিবস পালন করা হয়।
  • ১৯৪৫ সালের এই দিনে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মার্কিন যুক্তরাষ্ট্র জাপানের হিরোশিমা শহরে পারমাণবিক বোমা ফেলেছিল। পারমাণবিক বিস্ফোরণটি শহরের ৯০ শতাংশ ধ্বংস করেছিল এবং হাজার হাজার লোককে হত্যা করেছিল।
  • এতে প্রায় ২০,০০০ সৈন্য এবং ৭০,০০০ থেকে ১২৬,০০০ বেসামরিক লোক নিহত হয়েছিল।

৬. ভারতীয় কুস্তিগীর দিব্যা কাকরান কমনওয়েলথ গেমসের কোন ক্যাটাগরিতে সম্প্রতি ব্রোঞ্জ পদক জিতলেন?

(A) ৬৮ কেজি
(B) ৫৬ কেজি
(C) ৪৯ কেজি
(D) ৭৩ কেজি

উত্তর :
(A) ৬৮ কেজি

  • ভারতীয় কুস্তিগীর, দিব্যা কাকরান কমনওয়েলথ গেমস ২০২২-এ মহিলাদের ৬৮ কেজি বিভাগে সম্প্রতি ব্রোঞ্জ পদক জিতেছেন৷
  • ব্রোঞ্জ পদকের ম্যাচে, তিনি টোঙ্গার টাইগার লিলি ককার লেমালিকে মাত্র ২৬ সেকেন্ডের মধ্যে পরাজিত করেছেন৷

৭. ৭৫টি গ্রামীণ স্কুল থেকে প্রায় ৭৫০ জন মেয়ের দ্বারা তৈরী ISRO-এর লঞ্চ করা স্যাটেলাইটটির নাম কী?

(A) BharatSat
(B) CommuniSAT
(C) GramSAT
(D) AzaadiSAT

উত্তর :
(D) AzaadiSAT

  • ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ISRO) শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে একটি ছোট SSLV উৎক্ষেপণ করতে চলেছে৷
  • এটি ISRO দ্বারা নির্মিত সবচেয়ে ছোট এবং হালকা বাণিজ্যিক রকেট।
  • রকেটটি ভারতীয় ত্রিবর্ণের রং বহন করবে, যা স্বাধীনতার ৭৫ তম বছর উপলক্ষে মহাকাশে ওড়ানো হবে।

৮. সম্প্রতি কে ভারতের ১৪তম উপরাষ্ট্রপতি (Vice President) হিসাবে নির্বাচিত হলেন?

(A) জগদীপ ধনখড়
(B) বানওয়ারীলাল পুরোহিত
(C) গুরমিত সিং
(D) আনন্দিবেন প্যাটেল

উত্তর :
(A) জগদীপ ধনখড়

  • ৬ই আগস্ট ভারতের ১৪তম উপরাষ্ট্রপতি পদে নির্বাচিত হলেন জগদীপ ধনখড়।
  • এর আগে তিনি পশ্চিমবঙ্গের রাজ্যপাল ছিলেন।
  • তিনি বিজেপি থেকে NDA মনোনীত প্রার্থী ছিলেন।
  • বর্তমান উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডুর মেয়াদ শেষ হওয়ার ঠিক পরেই তিনি ১১ই অগাস্ট ভারতের উপরাষ্ট্রপতি হিসাবে শপথ নেবেন।

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button