Bengali Quiz – Set 45
১. মার্কো পোলোর বর্ণনা অনুসারে কোন সম্রাটের প্রায় ৫০০০ পোষা ম্যাস্টিফ কুকুর ছিল?
উত্তর :
কুবলা খান
২. বৈদ্যুতিন ব্যাবস্থার আগে কলকাতায় কিসের সাহায্যে ট্রাম চলতো?
উত্তর :
ঘোড়া
৩. ১৯০৬ খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেসের কলকাতা অধিবেশনে কে প্রথম স্বরাজের দাবি উত্থাপন করেন?
উত্তর :
দাদাভাই নৌরজি
৪. রিক্শা প্রথম কোন দেশে চালু হয়?
উত্তর :
সিঙ্গাপুর
৫. জিরাফের গলায় কটা হাঁড় থাকে?
উত্তর :
৭ টা
৬. পিয়ানো প্রধানত কোন দেশের বাদ্যযন্ত্র?
উত্তর :
ইতালি
৭. অভিনেতা ভানু বন্দ্যোপাধ্যায়ের প্রকৃত নাম কি?
উত্তর :
সাম্যময় বন্দ্যোপাধ্যায়
৮. ফেলুদা তোপসের থেকে কত বছরের বড়ো ?
উত্তর :
১৩ ( ফেলুদার বয়স ২৭, তোপসে ১৪ )
৯. শর্মিলা ঠাকুরের ডাকনাম কি?
উত্তর :
রিংকু
১০. স্বাধীন ভারতের প্রথম আইন মন্ত্রী কে ছিলেন?
উত্তর :
ভীমরাও রামজী আম্বেদকর
To check our latest Posts - Click Here