Bengali Quiz – Set 43
১. প্রাচীন ভারতের কোন শূদ্র রাজা দ্বিতীয় পরশুরাম বলে পরিচিত ছিলেন?
উত্তর :
মহাপদ্মনন্দ
২. কার আমলে মগধে বিক্রমশীলা মহাবিহার প্রতিষ্ঠা হয়েছিল?
উত্তর :
ধর্মপাল
৩. অক্সফোর্ড থেকে প্রথম যে সিনেমা জগতের ব্যক্তিত্ব ডক্টরেট পান তিনি হলেন চার্লি চাপলিন | দ্বিতীয় কোন সিনেমা জগতের ব্যক্তিত্ব এই সম্মান পান?
উত্তর :
সত্যজিৎ রায়
৪. সুপ্রিম কোর্টের প্রথম মহিলা জাজ কে ছিলেন?
উত্তর :
শ্রীমতি মীরা সাহেব ফাতিমা বিবি
৫. ভারতের প্রথম অস্থায়ী প্রধানমন্ত্রী কে ছিলেন?
উত্তর :
গুলজারিলাল নন্দ
৬. RBI দ্বারা জারি করা প্রথম নোটে কার ছবি ছিল?
উত্তর :
ষষ্ঠ কিং জর্জ ( King George VI )
৭. রমেশচন্দ্র মজুমদার কাকে “ভারতের বৈপ্লবিক জাতীয়তাবাদের জনক” বলেছেন?
উত্তর :
বাসুদেব বলবন্ত ফাড়কে
৮. ভারতের সবচেয়ে পুরোনো চিড়িয়াখানা কোনটি?
উত্তর :
তিরুবনন্তপুর চিড়িয়া খানা
৯. “মাতশ্রী” বইটির রচয়িতা ভারতের লোকসভার কোন স্পিকার?
উত্তর :
সুমিত্রা মহাজন
১০. অভিনেত্রী সুচিত্রা সেনের আসল নাম কি?
উত্তর :
রমা দাসগুপ্ত
To check our latest Posts - Click Here