General Knowledge Notes in BengaliNotes

কমনওয়েলথ গেমস ২০১৮

Gold Coast 2018 Commonwealth Games

কমনওয়েলথ গেমস ২০১৮

২০১৮ সালের কমনওয়েলথ গেমস হলো ২১তম কমনওয়েলথ গেমস | অস্ট্রেলিয়ার গোল্ড কোস্ট এবং কুইন্সল্যান্ড শহরে এটি সম্পন্ন হওয়ায় এটিকে গোল্ড কোস্ট ২০১৮ বলেও ডাকা হচ্ছে । কমনওয়েলথ গেমস ২০১৮

কমনওয়েলথ গেমস এর যাত্রা শুরু ১৯৩০ সাল থেকে এবং প্রতি ৪ বছর অন্তর এটি হয়ে থাকে, যদিও ১৯৪২ ও ১৯৪৬ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে এই বন্ধ ছিল|

কমনওয়েলথ গেমসের ভেনু

২০১৪২০১৮২০২২
গ্লাসগো, স্কটল্যান্ডগোল্ডকোস্ট, অস্ট্রেলিয়াবার্মিংহাম , ইংল্যান্ড

২০২২ সালে দক্ষিণ আফ্রিকার ডারবানে কমন ওয়েলথ গেমস হবার কথা থাকলেও সেখানে অর্থনৈতিক সংকটের কারণে ২০২২ সালের ভেনু পরিবর্তন করে বার্মিংহাম করা হয়|

এবছর মোট 71 টি দেশ এই গেমটিতে অংশগ্রহণ করেছে | ওয়েলস এর রাজকুমার চার্লস অনুষ্ঠাকিকভাবে এই গেমসটির উদ্বোধন করেন| গোল্ডকোস্ট ২০১৮ এর মোটো – “Share the Dream “ |

গোল্ডকোস্ট ২০১৮ এর ম্যাস্কটের নাম – বরোবি  download

ভারতের পক্ষ থেকে উদ্বোধন অনুষ্ঠানে পতাকা বহন করেন পি. ভি. সিন্ধু এবং শেষ অনুষ্ঠানে পতাকা বহন মেরি কম|

এখানে ক্লিক করুন কমনওয়েলথ গেমসের প্রশ্নোত্তর দেখতে

গোল্ডকোস্ট ২০১৮ কমনওয়েলথ গেমসে ভারতের অবদান অবিস্মরণীয় | ২৬ টি স্বর্ণপদক সহ ভারতের স্থান এবছর তৃতীয় , অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের ঠিক পরেই|

ভারতের পক্ষ থেকে মেডেলজয়ী খেলোয়াড়দের নাম নিচে দেওয়া রইলো।

২০১৮ কমনওয়েলথ গেমসে ভারতের পদক তালিকা

নামইভেন্টমেডেল
মীরাবাঈ চানুভারোত্তলনগোল্ড
সঞ্জিতা চানুভারোত্তলনগোল্ড
সতীশ কুমার শিবলিঙ্গমভারোত্তলনগোল্ড
ভেঙ্কট রাহুল রাগালাভারোত্তলনগোল্ড
পুনাম যাদবভারোত্তলনগোল্ড
মনু ভাকেরশুটিংগোল্ড
ভারতীয় মহিলা টেবিল টেনিস টীমটেবিল টেনিসগোল্ড
জিতু রাইশুটিংগোল্ড
ভারতীয় পুরুষ টেবিল টেনিস টীমটেবিল টেনিসগোল্ড
মিক্সড ব্যাডমিন্টন টীমব্যাডমিন্টনগোল্ড
হীনা সিধুশুটিংগোল্ড
শ্রেয়সী সিংশুটিংগোল্ড
রাহুল আওয়ারেকুস্তিগোল্ড
সুশীল কুমারকুস্তিগোল্ড
আনিস ভানওয়ালাশুটিংগোল্ড
তেজস্বীনি সাওয়ান্তশুটিংগোল্ড
বজরং পুনিয়াকুস্তিগোল্ড
মেরি কমবক্সিংগোল্ড
সঞ্জীব রাজপুতশুটিংগোল্ড
সুমিত মালিককুস্তিগোল্ড
গৌরব সোলাঙ্কিবক্সিংগোল্ড
নীরাজ চোপড়াজ্যাভেলিন থ্রোয়ারগোল্ড
ভিনেশ ফোগাতকুস্তিগোল্ড
মনিকা বাত্রাটেবিল টেনিসগোল্ড
বিকাশ কৃষানবক্সিংগোল্ড
সাইনা নেহওয়ালব্যাডমিন্টনগোল্ড
ববিতা কুমারীকুস্তিরুপা
তেজস্বীনি সাওয়ান্তশুটিংরুপা
হীনা সিধুশুটিংরুপা
প্রদীপ সিংভারোত্তলনরুপা
মেহুলী ঘোষশুটিংরুপা
সীমা পুনিয়াডিসকাস থ্রোরুপা
মৌসম খাত্রিকুস্তিরুপা
পূজা ধান্দাকুস্তিরুপা
আনজুম মৌদগিলশুটিংরুপা
মনিকা বাত্রা ও মৌমা দাসটেবিল টেনিসরুপা
অমিত পাংহালবক্সিংরুপা
মনীশ কৌশিকবক্সিংরুপা
দীপিকা পাল্লিকাল ও সৌরভ ঘোষালমিক্সড স্কোয়াশরুপা
কিদাম্বি শ্রীকান্তব্যাডমিন্টনরুপা
পি. ভি. সিন্ধুব্যাডমিন্টনরুপা
গুরুরাজা পূজারীভারোত্তলনরুপা
শরথ আচানতো ও সাথিয়ান জ্ঞানাশেখরণটেবিল টেনিসরুপা
সতীশ কুমার শিবলিঙ্গমভারোত্তলনরুপা
সাত্বিকসাইরাজ রানকিরেড্ডি ও চিরাগ সেটটিব্যাডমিন্টনরুপা
দীপিকা পাল্লিকাল ও জোসনা চিনাপ্পাস্কোয়াশরুপা
দীপক লাথেরভারোত্তলনব্রোঞ্জ
রবি কুমারশুটিংব্রোঞ্জ
বিকাশ ঠাকুরভারোত্তলনব্রোঞ্জ
ওম মিঠারভালশুটিংব্রোঞ্জ
অপূরভি চান্দেলাশুটিংব্রোঞ্জ
সচিন চৌধুরীভারোত্তলনব্রোঞ্জ
ওম মিঠারভাল ( 2nd Medal)শুটিংব্রোঞ্জ
অংকুর মিত্তলশুটিংব্রোঞ্জ
কিরণ বিশনইকুস্তিব্রোঞ্জ
নাভজিৎ ধিল্লনডিসকাস থ্রোব্রোঞ্জ
নামান তনয়ারবক্সিংব্রোঞ্জ
দিব্য কাকরানকুস্তিব্রোঞ্জ
হুসামুদ্দিন মহম্মদবক্সিংব্রোঞ্জ
মনোজ কুমারবক্সিংব্রোঞ্জ
সাক্ষী মালিককুস্তিব্রোঞ্জ
সোমভীর কাদিয়ানকুস্তিব্রোঞ্জ
অশ্বিনী পোনাপ্পা ও সিক্কি রেড্ডিব্যাডমিন্টনব্রোঞ্জ
হারমিত দেশাই ও সানিল সেটটিটেবিল টেনিসব্রোঞ্জ
মনিকা বাত্রা ও সাথিয়ান জ্ঞানাশেখরণটেবিল টেনিসব্রোঞ্জ
শরথ আচানতোটেবিল টেনিসব্রোঞ্জ
Gold Coast 2018 Commonwealth Games – Medal List of India

এখানে ক্লিক করুন কমনওয়েলথ গেমসের প্রশ্নোত্তর দেখতে

To check our latest Posts - Click Here

Telegram

Anupam Halder

Site Admin, Technical Manager, Active author of BanglaQuiz.in , Quiz and GK enthusiast , Specialized in Traditional GK

Related Articles

Back to top button